৪ কার্তিক ১৪১৮ সোমবার ২১ নভেম্বর ২০১১


 

এই শহর জুড়ে নিরন্তর ঘটে চলা বিভিন্ন ঘটনার মাত্র কয়েকটি হয়ে ওঠে সংবাদের শিরোনাম। ভাল আর মন্দ
সেখানে হাত ধরাধরি করে আসে। শেষ তিরিশ দিনে প্রকাশিত শহরের সেরা শিরোনামগুলি দিয়েই বোঝা যায় কেমন
আছে এ শহর। কলকাতার হাঁড়ির হাল বুঝতে ২১ অক্টোবর ২০১১ থেকে ২০ নভেম্বর ২০১১-র শীর্ষ শিরোনাম।

• নভেম্বর থেকে কলকাতার সবকটি থানা এলাকার প্রতিষ্ঠিত বাজারগুলিতে আলাদা নিয়ন্ত্রিত বাজার সমিতি
• বকেয়া অর্থের পুরোটা মিটিয়ে নিউটাউনে তাদের জন্য চিহ্নিত জমির অধিকার নিল ইনফোসিস

• দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব নিয়ন্ত্রণে প্রশাসনের পাশাপাশি এ বার নাগরিক উদ্যোগেও চলবে সমান্তরাল নজরদারি।


• আগামী আর্থিক বছর (২০১২-১৩) থেকে শহরে এলাকা ভিত্তিক সম্পত্তিকর মূল্যায়ন ব্যবস্থা চালু হবে। আর সেই ব্যবস্থায় আর্থিক ভাবে পিছিয়ে থাকা পরিবারগুলিকে কর দেওয়ার ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিল কলকাতা পুরসভা।• স্বয়ংক্রিয় প্রযুক্তি এনে ‘নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়’ তৈরি করা হচ্ছে পূর্ব-পশ্চিম মেট্রো রেলের জন্য। নতুন ওই মেট্রো রেলে ট্রেনের গতি নিয়ন্ত্রণ থেকে প্ল্যাটফর্মের যাত্রীদের জন্য জরুরি ঘোষণা সবই হবে স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে। কলকাতায় জলাভূমি বলে যে আর বিশেষ কিছুই অবশিষ্ট নেই, এ ব্যাপারে একমত রাজ্যের শাসক ও বিরোধী দল।
আই লিগের শুরুতেই দিগভ্রান্ত ইস্টবেঙ্গল
ক্রিকেটে গোরা-বধের সাক্ষী থাকতে ইডেনে শিবদাসদের বংশধরের

রাজ্য সিদ্ধান্ত নিয়েছে, গঙ্গার ধারে ‘কলকাতা আই’ গড়ে তোলা হবে। ঠিক যেমন টেমস নদীর তীরে ‘লন্ডন আই’।

বকেয়া কর আদায়ে পুরসভা থেকে ঢিলছোড়া দূরত্বে এসি মার্কেট এবং রক্সি প্রেক্ষাগৃহে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এসি মার্কেটের পুর-কর বকেয়া পড়ে ছিল ৩৭ কোটি টাকা।

স্টেন্ট আর পেসমেকারকে ঘিরে সরকারি হাসপাতালগুলির কার্ডিওলজি বিভাগের ‘ঘুঘুর বাসা’ ভাঙতে উদ্যোগী হল স্বাস্থ্য দফতর। প্রথম দফায় আর জি কর মেডিক্যাল কলেজকে মডেল হিসেবে সামনে তুলে ধরা হবে।

শিশুদের অস্ত্রোপচারে বাধা পরিকাঠামোর অভাব— যে শহরে পাঁচটি মেডিক্যাল কলেজ এবং রাজ্যের একমাত্র শিশু ‘রেফারাল’ হাসপাতাল আছে, সেখানে কেন এই অবস্থা?


দেওয়ালি ধামাকা! ৪৭ রানে পড়ল ইংল্যান্ডের ১০ উইকেট


ইডেনে আটকে দেওয়া হল কিনা সৌরভকেই


দীপাবলির সন্ধ্যায়...

‘শব্দদানব’কে পুরোপুরি দমিয়ে রাখা গেল না। দেদার ফাটল শব্দবাজি। তবে তার দাপট বেশি ছিল শহরতলিতেই। খাস কলকাতায় তুলনায় কিছুটা নিয়ন্ত্রণ ছিল।

কালীপুজোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ব্যাঙ্কশাল কোর্ট এলাকার একটি বহুতলে।

এই না হলে দেওয়ালি! শ্যাম্পেনের ফোয়ারা ছুটছে, ড্রেসিংরুমে উদ্দাম বাজছে ‘শীলা কি জওয়ানি’ থেকে ‘মুন্নি বদনাম হুয়ি’, পাগলের মতো নেচে চলেছেন বিরাট কোহলি, দেদার বিতরণ হচ্ছে নকুড়ের সন্দেশ, বিরিয়ানির গন্ধে ম-ম করছে টিম হোটেলের ক্রিস্টাল রুম...।

ম্যালেরিয়া, ডেঙ্গি, চিকুনগুনিয়া তো আছেই, পাশাপাশি রক্ত পরীক্ষায় কোনও জীবাণু না মেলা তিন ধরনের জ্বরও ভোগাচ্ছে শহরবাসীকে।

সরকারি নথি বলছে জমিটি ক্যানসার হাসপাতালের। কিন্তু জেলা প্রশাসন তা মানতে নারাজ। তারা চায় সেখানে প্রশাসনিক ভবন তৈরি করতে। এই টানাপোড়েনে থমকে যেতে বসেছে বারাসতের ওই বেসরকারি ক্যানসার হাসপাতালটির সম্প্রসারণ।

বিবাদী বাগ লাগোয়া গার্স্টিন প্লেসের যে বাড়িটিতে বুধবার রাতে আগুন লাগে, সেটি ভেঙে দেবে পুরসভা। বহু দিন আগেই কলকাতা পুরসভা ওই বাড়িটিকে ‘বিপজ্জনক’ বলে ঘোষণা করেছিল। বৃহস্পতিবার এ কথা জানান পুরসভার ডিজি (বিল্ডিং) দেবাশিস কর।


তিনি সর্বজনীন ‘দিদি’। কিন্তু ‘রাজ্যের মুখ্যমন্ত্রী’ হিসাবে এ বারই তাঁর প্রথম ভাইফোঁটা।


বাজি পোড়ার দূষণে গত বছরকে অনেক পিছনে ফেলে দিয়েছে এ বছরের কালীপুজো।
কলকাতা বিমানবন্দরে এক সময় বেড়ালের উৎপাতে নাভিশ্বাস উঠেছিল যাত্রীদের। এই নিয়ে বিস্তর অভিযোগ আসতে থাকায় আসরে নামেন বিমানবন্দর কর্তৃপক্ষ। অবশেষে বিমানবন্দর বেড়ালমুক্ত হয়। কিন্তু যাত্রীদের নতুন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ইঁদুর।

স্বপ্ন পূরণ করতে পারিনি, আর থাকতে চাই না— অভিভাবকদের প্রত্যাশার অস্বাভাবিক চাপ অকালে কেড়ে নিল আরও এক কিশোরের প্রাণ।

কোচ মর্গ্যানকে চার শর্ত দিতে চলেছে ইস্টবেঙ্গল

বিশ্বব্যাপী বড় শহরের দূষণ রোখার উদ্যোগে যুক্ত হচ্ছে কলকাতা।

মনোরোগীদের রাখার ‘খাঁচা’ আরও পোক্ত লুম্বিনীতে

ইডেনের পিচ নিয়ে বিতর্ক অব্যাহত, এ বার ক্ষু্ব্ধ বাংলা ক্রিকেটাররা


রাজ্যের যে-সব পর্যটন কেন্দ্রে ভ্রমণার্থীদের ভিড় হয়, আলিপুর আবহাওয়া দফতর এ বার থেকে সেই সমস্ত জায়গার আবহাওয়ার পূর্বাভাস দেবে।

তিনি কলকাতার আইন-শৃঙ্খলা রক্ষার শেষ কথা। মহানগরের পুলিশবাহিনীর সর্বময় কর্তা। তিনিও নিস্তার পেলেন না হ্যাকারদের খপ্পর থেকে!

মমতা বন্দ্যোপাধ্যায়ের ছেড়ে যাওয়া লোকসভা কেন্দ্র দক্ষিণ কলকাতায় আগামী ৩০ নভেম্বর উপনির্বাচন হবে বলে মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন।

কলকাতা ও হাওড়া শহরের সৌন্দর্য বৃদ্ধিতে চাঁদপাল ঘাটের কাছে মিলেনিয়াম পার্ক থেকে হাওড়া স্টেশন পর্যন্ত গঙ্গার উপর দিয়ে রোপওয়ে চালানোর পরিকল্পনা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

খাদ্য ভবনে ‘অবাধে’ বাস ৮৩টি পরিবারের

জ্বরের রহস্যভেদে শহরে পুণের বিজ্ঞানী

আলিয়ার নয়া ক্যাম্পাস: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ১৮ নভেম্বর নিউ টাউন-রাজারহাটে আলিয়া বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ক্যাম্পাসের শিলান্যাস করবেন। মহাকরণ সূত্রে এ কথা জানা গিয়েছে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসটি হাজি মহম্মদ মহসিন স্কোয়ারে। দ্বিতীয় ক্যাম্পাসের জন্য পার্ক সার্কাসে জমি দিয়েছিল বিগত বামফ্রন্ট সরকার। এ ছাড়াও নতুন সরকার আসার পরে নিউ টাউন-রাজারহাটে তাঁদের ২০ একর জমি দেওয়া হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আনোয়ার হোসেন। তিনি বলেন, “তৃতীয় ক্যাম্পাসটিতে ইঞ্জিনিয়ারিং এবং বিভিন্ন ভাষার পঠনপাঠন হবে।”

উল্টে দেখুন পাল্টে গিয়েছে— ড্র করেই যাচ্ছে প্রয়াগ।

বাড়তি ১০৪ জন শিক্ষক পাচ্ছে প্রেসিডেন্সি

হাল দেখতে রোগী সাজলেন সচিব নিজেই

নির্দেশিকা মেনে না চলায় ছড়াচ্ছে দূষণ, অভিযোগ


ছটপুজোয় জলে ফেলা সামগ্রী সাফ করবে পুরসভা
জটিল অস্ত্রোপচারে রোগমুক্ত সারমেয় - নাম লিট্ল। বয়স এগারো বছর ন’ মাস।

কলকাতার বিভিন্ন মেডিক্যাল কলেজে বিশেষ ‘শিশু ব্লক’

নবজাতকদের জন্য ‘মাস্ক’-এর বরাত দেওয়া হয়েছিল। প্যাকেট খুলে দেখা গেল, মাস্ক এসেছে বড়দের ব্যবহারের জন্য!

উদ্ধারের ‘গুঁতো’য় সাততলা থেকে পড়ে গেল কুকুর— বিপর্যয় মোকাবিলায় দমকলের এই ‘অসহায়’ মুখটাই বারবার দেখছে শহর।

রবীন্দ্রনাথের নামে আন্তর্জাতিক মানের সংস্কৃতিকেন্দ্র গড়া হবে কলকাতায়

ভারতীয় নৌসেনার তিনটি যুদ্ধ-জাহাজ ঘুরে দেখার সুযোগ দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে। সেনাবাহিনী সূত্রে খবর, নৌ-সপ্তাহ উদ্যাপনের অঙ্গ হিসেবে বিশাখাপত্তনম থেকে ‘ঐরাবত’, ‘কার্মুক’ এবং ‘কুঠার’ এই তিনটি যুদ্ধ-জাহাজ আজ, সোমবার খিদিরপুরে এসে পৌঁছবে।


ধোঁয়া পরীক্ষাতেই লুকিয়ে ‘দূষণ-ভূত’
মদ খেয়ে হাসপাতালে এসে রোগী দেখার অভিযোগ প্রবীরকুমার ঘোষ নামে ওই চিকিৎসকের বিরুদ্ধে ছিলই। দীর্ঘদিনের

অভিযোগ। আর এ বার সেটাই প্রত্যক্ষ ঘটনা হয়ে দাঁড়াল।

হলদিয়ার বিদ্যুৎ ৭০% যাবে গ্রাহকের ঘরে

যুব দাবায় হাড্ডাহাড্ডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জয়দীপ দত্ত। প্রথমবারের টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হয়েছিলেন জয়দীপ

কী সে জীবাণু, বিভ্রান্তির জ্বরে কাহিল কলকাতা

‘ছেড়ে দাও’, বাসে উঠে দ্রুত অবতরণ বিমানের

ভাসিয়ার পরে গোন্ডিয়া। মোহনবাগানের প্রবীণতম মালি এ বার ক্লাব থেকে বিদায় নিচ্ছেন। প্রায় বছর পঞ্চাশের মায়া কাটিয়ে চলে যাচ্ছেন ওড়িশায় নিজের বাড়ি। ভাসিয়া বিদায় নেওয়ার পরে তাঁর জন্য বিশেষ ম্যাচ খেলেছিল মোহনবাগান। সোরগোল পড়ে গিয়েছিল ময়দানে। গোন্ডিয়ার জন্য পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ হলেও ম্যাচের বরাদ্দ হয়নি। ক্লাবের ফ্যান ক্লাব মেরিনার্স অন দ্য মুভ সব মালিদের সঙ্গে গোন্ডিয়াকেও সংবর্ধনা দিচ্ছে।

কর্তব্যে অবহেলার অভিযোগে বাঘা যতীন স্টেট জেনারেল হাসপাতালের চিকিৎসক প্রবীরকুমার ঘোষকে সাসপেন্ড করল স্বাস্থ্য দফতর

রাজনৈতিক সভা-মিছিল ঘিরে ফের অবরুদ্ধ হল শহর


মশা কমিয়ে রোগ তাড়াবে শীত, দাবি পরজীবী-বিশেষজ্ঞদের
• বর্জ্য ব্যবস্থাপনায় নেই পুর-উদ্যোগ
রোগীদের অসুবিধের কথা ভেবেই কর্মবিরতি উঠে গেল ন্যাশনালে

অরক্ষিত পথে আঁধার নামলেই শুরু হয় আতঙ্কের প্রহর গোনা

শর্করার বিষ এড়াতে গোড়াতেই চাই সতর্কতার দাওয়াই

কর নাও পরিষেবা দাও, আওয়াজ সল্টলেকে, সরব আবাসিকেরাই
কলকাতায় পাইপলাইনের মাধ্যমে রান্নাঘরে প্রাকৃতিক গ্যাস পৌঁছে দেওয়ার বিষয়টি এক কদম এগোল। সব কিছু ঠিকঠাক চললে, এ জন্য ১৭ নভেম্বর গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কপোর্রেশনের (জিসিজিএসসি) সঙ্গে সমঝোতা চুক্তি করবে গেইল ও এইচপিসিএল।


• লম্বা সাক্ষাৎকারে এক বারও বাধা সৃষ্টি না করা থেকে বোঝা গেল, নিরাপত্তা কর্মীরাও মুগ্ধ হয়ে শুনছিলেন দ্রাবিড়ের জীবনদর্শন।
এ বার ‘সক্রিয় পরামর্শ পরিষদ’ গঠন করে আগামী বছরের কলকাতা বইমেলায় এক ‘অর্থবহ’ মাত্রা যোগ করল ‘পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড’।

লক্ষ্মণরেখায় আটক ইডেনে শততমের স্বপ্ন

মহাকরণে অসহায় বৃদ্ধার কান্না থামল মমতারই ছোঁয়ায়

কলকাতা থেকে এ বার আকাশপথেই দিঘা যাওয়ার সুযোগ মিলতে পারে। সময় লাগবে বড়জোর ২৫ মিনিট!


• তুলি হাতে রং ছড়িয়ে কলকাতা ছাড়লেন তেন্ডুলকর
মির্জা গালিব স্ট্রিটের খাদ্য ভবনে খোদ খাদ্যমন্ত্রীর ঘরে, তাঁর আপ্ত-সহায়কের টেবিলে ‘হুমকি-পোস্টার’ রেখে গিয়েছে। খাদ্যমন্ত্রীর অভিযোগ, পোস্টার রেখে গিয়েছে মাওবাদীরাই।

• স্বেচ্ছায় দান করা রক্ত জলে গেল! কারণ রক্ত সংগ্রহের সময়ে কোনও টেকনিশিয়ান খেয়ালই করেননি যে, ব্লাডব্যাগগুলির মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। যার ফলে নষ্ট হয়ে গেল তাতে ভরা সব রক্তই।


• কালীঘাট মন্দিরের সর্বাঙ্গীন সুষ্ঠু পরিবেশ যদি রক্ষা করা না যায়, তা হলে আদালত রাজ্য সরকারকে মন্দির অধিগ্রহণ করার কথা বলবে।


পঞ্চবাণের ধুন্ধুমার যুদ্ধ আসলে স্বদেশি বনাম বিদেশি


• টেনশন তাড়াতে আজ দুই কোচের দুই দাওয়াই





Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player


অতীতের তাঁরাতারাদের চোখেআমার শহরফিরে দেখা আনাচে-কানাচে

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.