টুকরো খবর
ড্যানিয়েল স্বস্তি আনলেও ওডাফা নিয়ে চিন্তা
প্রাথমিক ট্রায়ালে সাইমন স্টোরির থেকে ড্যানিয়েল জেলেনিই নজর কাড়লেন। মঙ্গলবার প্র্যাক্টিস ম্যাচে জেলেনিকে খেলালেন কিংশুক দেবনাথের পাশে স্টপারে। অস্ট্রেলিয়ায় প্রধানত রাইট ব্যাকে খেলেছেন তিনি। জেলেনিকে নিয়ে সুব্রতর মন্তব্য, “প্রেসিং ফুটবল খেলে। অ্যাডভান্সড ট্যাকলে যায়। বলকে তাড়া করে। কাজে লাগতে পারে। তবে তিন-চার দিন দেখেই সিদ্ধান্ত নেব।” বৃহস্পতিবার চার্চিলের বিরুদ্ধে খেলার সম্ভাবনা নেই ড্যানিয়েলের। সেদিন মোহনবাগান পাবে না চার্চিলের পুরনো তারকা ওডাফা ওকোলিকে। এমনকী ব্যারেটোকে খেলানো নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার। ক্লাবের রিহ্যাব ট্রেনার জোনাথন কর্নারের কথায়, “ব্যারেটো প্রায় সুস্থ হয়েই গিয়েছে। তবে ওডাফার এখনও সপ্তাহ দুই সময় লাগবে।” সে ক্ষেত্রে ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও ওডাফার খেলা নিয়ে সংশয় থাকছে। কর্নারের ফিট সার্টিফিকেট পাচ্ছেন ড্যানিয়েলও। “আগের ক্লাবের ফিজিওর থেকে পুরো রিপোর্ট হাতে পেয়েছি। কোনও সমস্যা নেই,” বলেন কর্নার। সুরকুমারকেও খেলানোর চেষ্টা চলছে। ড্যানিয়েল কেমন?. কোচ প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “আরও ক’দিন না দেখলে কিছু বলা যাবে না।” রহিম নবি তাঁর ভাল লাগার কথা বলে গেলেন। “এক দিনেই যদিও কিছু বলা যায় না। তবু ব্যক্তিগত ভাবে বলতে পারি ওর কিছু মুভমেন্ট আমার ভাল লেগেছে। আর চেহারাটাও ভাল।” চার্চিলের বেটোও খেলতে পারবেন না তাঁর পুরনো ক্লাব মোহনবাগানের বিরুদ্ধে। তবে বেটোর না থাকাকে গুরুত্ব দিচ্ছেন না প্রশান্ত। “আমরা চার্চিলকে একটা বড় দল হিসাবেই দেখছি। বেটোর না খেলাটা সেখানে বড় নয়। আমরা চাই সব ফুটবলার ১০০ শতাংশ দিক।”

পাল্টা ওড়ালেন গাওস্কর
গ্রেগ-সৌরভের তিক্ত সম্পর্ক নিয়ে ঘুরিয়ে প্রাক্তন ভারত অধিনায়কের পাশে দাঁড়ালেন সুনীল গাওস্কর। বলে দিলেন, “গ্রেগ চ্যাপেলেকে ভারতীয় দলের কোচের চাকরি সৌরভ পাইয়ে দিয়েছিল এই ধারণাটাই ভুল। গ্রেগের সৌরভের ব্যাপারে আরও অনেক ভুল ধারণার মতোই এটাও একটা। তবে আমার মতে এটাই তার মধ্যে প্রথম। যেটা গ্রেগ দেখছি টানা বলে চলেছে।” সঙ্গে যোগ করেছেন, “সৌরভ হয়তো গ্রেগের নাম প্রস্তাব করে থাকতে পারে। কিন্তু ওকে চাকরিটা দিয়েছিল ভারতীয় বোর্ডের কোচ নির্বাচনের কমিটি। সৌরভ নয়।” আর গুরু গ্রেগ আর সৌরভের তিক্ত সম্পর্ক নিয়ে গাওস্করের মন্তব্য, “চ্যাপেলের নিজস্ব কিছু ভাবনাচিন্তা ছিল। সৌরভও তত দিনে পাঁচ-সাত বছর ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে ফেলেছিল। ফলে ওরও টিমের ব্যাপারে নিজস্ব কিছু ভাবনা ছিল। ব্যাপারটা ছিল স্রেফ দু’জনের ভাবনাচিন্তার সংঘাত। কিন্তু সেটা তো যে কোনও সময় ঘটতে পারে।’ চ্যাপেলের নতুন বই প্রসঙ্গে গাওস্কর বলেছেন, “নিজের বই বিক্রি করার সেরা রাস্তা হল ভারতীয় ক্রিকেট নিয়ে কিছু লিখে ফেলা। অস্ট্রেলিয়ার ক্রিকেট নিয়ে লিখলে কত বই বিক্রি হবে? দুই, পাঁচ, বড়জোর দশ হাজার। ভারতে সেখানে কমপক্ষে তার দ্বিগুণ বই বিক্রি তো হবেই।”

পঞ্চাশ বছর পরে বিদায় মোহন-মালির
ভাসিয়ার পরে গোন্ডিয়া। মোহনবাগানের প্রবীণতম মালি এ বার ক্লাব থেকে বিদায় নিচ্ছেন। প্রায় বছর পঞ্চাশের মায়া কাটিয়ে চলে যাচ্ছেন ওড়িশায় নিজের বাড়ি। ভাসিয়া বিদায় নেওয়ার পরে তাঁর জন্য বিশেষ ম্যাচ খেলেছিল মোহনবাগান। সোরগোল পড়ে গিয়েছিল ময়দানে। গোন্ডিয়ার জন্য পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ হলেও ম্যাচের বরাদ্দ হয়নি। ক্লাবের ফ্যান ক্লাব মেরিনার্স অন দ্য মুভ সব মালিদের সঙ্গে গোন্ডিয়াকেও সংবর্ধনা দিচ্ছে।

কলকাতা লিগে অন্য দল মর্গ্যানের
কলকাতা প্রিমিয়ার লিগে আই লিগের ফুটবলার খেলাতে চান না ইস্টবেঙ্গল কোচ ট্রেভর মর্গ্যান। “কলকাতা লিগে প্রথম এগারোয় আমি আই লিগে খেলা কোনও ফুটবলারকে রাখব না। রিজার্ভে আই লিগের ফুটবলার থাকবে। দরকার পড়লে নামাব।” প্র্যাক্টিসের পরে বলেন লাল হলুদ কোচ। দুটো দলের আলাদা ট্রেনিং হল। তবে এই ব্যাপারে সবুজ-মেরুন এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। টিডি সুব্রত ভট্টাচার্যের কথায়, “আগে বৃহস্পতিবার চার্চিল-ম্যাচটা এই মুহূর্তে বেশি গুরুত্বপূর্ণ। ওই ম্যাচের পর কলকাতা লিগ নিয়ে ভাবব।” কলকাতা লিগে ইস্টবেঙ্গল নামছে শনিবার, জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে। রবিবার মোহনবাগানের প্রতিদ্বন্দ্বী টালিগঞ্জ অগ্রগামী।

সেরা তনয়া
নিজস্ব চিত্র।
উত্তরবঙ্গ রাজ্য টেবল টেনিস প্রতিযোগিতায় মহিলা বিভাগে সেরা হল তনয়া দত্ত। মঙ্গলবার শিলিগুড়ি ইন্ডোর স্টেডিয়ামে ফাইনালে তনয়া ৪-২ গেমে টেকমি সরকারকে হারিয়ে দিয়েছে। জুনিয়র বিভাগে সেরা হয়েছে শুভম বসাক। মেয়েদের বিভাগে চ্যাম্পিয়ন ঈশ্বর্য দেব। সাবজুনিয়র ছেলে এবং মেয়েদের বিভাগে সেরা সাগরিকা মুখোপাধ্যায় এবং সোলাঙ্ক চক্রবর্তী। ক্যাডেট ছেলেদের বিভাগে ফাইনালে জিতেছে জিদান কুমার গগৈ। মেয়েদের বিভাগে আথেয়া ঘোষ। নার্সিতে সেরা বিপ্লব সরকার এবং শাশ্বতী গুপ্ত। হোপ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে কৌশিক ছেত্রী। ডাবলসে পুরুষ বিভাগে ফাইনালে জিতেছে অভীক দাস-অর্নব অধিকারী জুটি। মহিলাদের ডাবলসে সেরা মেধা মৈত্র এবং কবিতা দাস জুটি। মিক্সড ডাবলসে জিতেছে পৃত্থীরাজ সিংহ-সায়নী বসু। জুনিয়র ছেলেদের ডাবলসে রাজীব সরকার-শুভম বসাক জুটি এবং মেয়েদের ডাবলসে ঈশ্বর্য-অনুষ্কা দত্ত জুটি সেরা। সাবজুনিয়র ডাবলসে ছেলেদের বিভাগে জিতেছে আকাশ নাথ এবং শুভদীপ ঘোষ জুটি। ক্যাডেট ডাবলসে মেয়েদের মধ্যে সেরা মহিমা চৌধুরী-আথেয়া ঘোষ এবং ছেলেদের সেরা আকাশ নাথ এবং নন্দ মুখোপাধ্যায়। ৪০ ঊর্ধ্ব ভেটারেন্স বিভাগে সেরা শুভময় চট্টোপাধ্যায় ও ৫০ ঊর্ধ্ব বিভাগে সেরা প্রশান্ত সেন।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.