বেড়াতে যাবেন, আগাম
জানুন আবহাওয়া

ত দিনে প্রাপ্তবয়স্ক হতে চলেছে আলিপুর আবহাওয়া দফতর!
রাজ্যের যে-সব পর্যটন কেন্দ্রে ভ্রমণার্থীদের ভিড় হয়, আলিপুর আবহাওয়া দফতর এ বার থেকে সেই সমস্ত জায়গার আবহাওয়ার পূর্বাভাস দেবে। কলকাতা-সহ ১০টি পর্যটন কেন্দ্রের আবহাওয়া কেমন যাবে, তিন দিন আগে থেকেই তা জানতে পারবে ওই দফতর। তারই ভিত্তিতে তারা পর্যটকদের আগাম আশ্বস্ত করবে বা সতর্ক করে দেবে। আজ, মঙ্গলবার থেকেই এই ব্যবস্থা চালু হয়ে যাচ্ছে।
এত দিন রাজ্যের বিভিন্ন ভ্রমণ কেন্দ্রে আবহাওয়ার মতিগতি জানার উপায় না-থাকায় পর্যটকেরা অনেক সময়েই সেখানে গিয়ে দুর্যোগের মধ্যে পড়তেন। আলিপুর আবহাওয়া দফতরের নতুন ব্যবস্থায় সেই সমস্যার সমাধান হতে চলেছে। যে-সব পর্যটন কেন্দ্রের আবহাওয়ার পূর্বাভাস জানা যাবে, তার মধ্যে কলকাতা তো রয়েছেই। সেই সঙ্গেই আছে কোচবিহার, জলপাইগুড়ি (ডুয়ার্স), মালদহ, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিনিকেতন, বাঁকুড়া, দিঘা প্রভৃতি। তবে বাংলার সব চেয়ে আকর্ষক পর্যটন কেন্দ্রগুলির অন্যতম দার্জিলিং পাহাড় কিংবা সুন্দরবন ও সাগরদ্বীপের জন্য এখনও পূর্বাভাস দেওয়ার পরিকাঠামো তৈরি করা সম্ভব হয়নি বলে সোমবার জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গোকুলচন্দ্র দেবনাথ।
কী ভাবে তিন দিন আগেই ভ্রমণ কেন্দ্রে আবহাওয়ার মেজাজমর্জির সুলুকসন্ধান দেবে ওই দফতর?
গোকুলবাবু জানান, এই কাজের জন্য তাঁরা ইতিমধ্যেই রাজ্যের ২৭টি জায়গায় স্বয়ংক্রিয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র চালু করেছেন। সেগুলির মাধ্যমেই ১০টি পর্যটন কেন্দ্রে আগামী তিন দিন পর্যন্ত আবহাওয়া কেমন থাকতে পারে, তা আগাম জানানো সম্ভব হবে। ১৮০০১৮০১৭১৭ নম্বরে (টোলফ্রি) ফোন করলে ওই সব কেন্দ্রের আবহাওয়ার পূর্বাভাস জানা যাবে। ঝড়, বৃষ্টি, জলোচ্ছ্বাস, তাপপ্রবাহ এবং শৈত্যপ্রবাহ-সহ সম্ভাব্য দুর্যোগ সম্পর্কে আগাম তথ্য মিলবে ওই নম্বরে যোগাযোগ করলেই।
আবহাওয়া দফতরের অধিকর্তা বলেন, “বিভিন্ন পর্যটন সংস্থার কাছ থেকে এ ব্যাপারে অনুরোধ আসছিল। তা ছাড়া বাইরে থেকে যাঁরা এ রাজ্যে আসেন, তাঁদেরও অনেকে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করেন।” বাংলার পর্যটন শিল্পের উন্নয়নে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। সেই উদ্যোগে আবহাওয়া দফতর এই ভাবেই নিজেদের সামিল করল বলে মন্তব্য করেছেন গোকুলবাবু।
বেড়ানোর জায়গার আবহাওয়া জানতে পর্যটকেরা আগ্রহী তো বটেই। আবহাওয়ার হালহকিকত আগাম জানতে পারলে বিশেষ সুবিধা হয় কৃষকদেরও। কিন্তু রাজ্যের কৃষকদের কাছে আবহাওয়া দফতর সে-ভাবে পৌঁছতে পারে না বলে অভিযোগ অনেক দিনের। এ ব্যাপারে আবহাওয়া দফতর কোনও ব্যবস্থা নিচ্ছে কি?
গোকুলবাবু বলেন, খুব শীঘ্রই উপগ্রহের মাধ্যমে সম্ভাব্য বৃষ্টিপাতের দিনক্ষণ ও মাত্রা জানা যাবে। যথাযথ পরিকাঠামো তৈরি করে মহকুমা এবং ব্লক স্তরে স্থানীয় আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের মাধ্যমে দৈনিক কৃষকদের আবহাওয়ার মেজাজমর্জি জানানোর ব্যবস্থা করা হচ্ছে। এখন উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে তিনটি করে আঞ্চলিক কেন্দ্রের মাধ্যমে আবহাওয়ার কথা জানিয়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকে আবহাওয়া দফতর।

ফোন করুন ১৮০০১৮০১৭১৭



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.