|
|
|
|
কোচ মর্গ্যানকে চার শর্ত দিতে চলেছে ইস্টবেঙ্গল |
মোহনবাগানের দু’টি ম্যাচে নেই ব্যারেটোও |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
আই লিগের প্রথম দু’টো ম্যাচে খারাপ পারফরম্যান্সের পর ট্রেভর মর্গ্যানকে চারটে শর্ত দিতে চলেছেন ইস্টবেঙ্গল কর্তারা। এক) ওপারা দলের প্রধান স্টপার। তাঁকে কোনও ভাবেই বসানো চলবে না। দুই) রক্ষণের শক্তি বাড়াতে গুরবিন্দরকে তৈরি রাখতে হবে। তিন) মাঝমাঠে মেহতাব হোসেনের বিকল্প তৈরি করতে হবে। চার) হরমনজিৎ সিংহ খাবরা বিশেষজ্ঞ মিডফিন্ডার নন। তাঁর বদলে সুবোধ কুমারকে তৈরি করতে হবে।
প্রয়াগ ম্যাচের পরই কোচের সঙ্গে বসতে চেয়েছিলেন লাল-হলুদ কর্তারা। কিন্তু সময়ের অভাবে তা সম্ভব হয়নি। এ দিনই মুম্বই এফসি-র বিরুদ্ধে খেলার জন্য পুণে বেরিয়ে গেলেন টোলগেরা। কিন্তু ইস্টবেঙ্গলের জন্য কলকাতা থেকে সরাসরি পুণের বিমানের ব্যবস্থা করতে পারল না এআইএফএফ। রবিবার সকালের বিমানে মুম্বই হয়ে বাসে পুণে পৌঁছতে বিকাল হয়ে যায় তাঁদের। কোচ মর্গ্যান অবশ্য পুণে পৌঁছচ্ছেন সোমবার সকালে। দলের অনুশীলন হবে বিকালে। এ দিকে স্বরূপ দাসের জায়গায় টালিগঞ্জ অগ্রগামীর নতুন কোচ হলেন ফুজা তোপে।
এ দিকে, ওডাফার পরে মারগাও ও পুণে ম্যাচ থেকে ছিটকে গেলেন ব্যারেটোও। ১৮ জনের যে মোহনবাগান দল সোমবার সকালে গোয়া যাচ্ছে, তাতে দু’জনের কেউ নেই। পুণেতে মুম্বই এফ সি-র বিরুদ্ধে মোহনবাগানে একমাত্র বিদেশি হাদসন লিমা। পুণে থেকে ফেরার পরের সপ্তাহে যুবভারতীতে চার্চিল ম্যাচ সুব্রত ভট্টাচার্যের দলের। তার পরেই মরসুমের প্রথম বড় ম্যাচে মুখোমুখি মোহন-ইস্ট। বাগান কোচ-কর্তারা আশায়, সামনের দুটি ম্যাচ বসলে চার্চিল ও ইস্টবেঙ্গল ম্যাচে খেলতে পারবেন ব্যারেটো-ওডাফা জুটি।
ফিটনেস সমস্যায় গোয়ার প্লেনে উঠতে পারছেন না জাতীয় দলের প্রাক্তন তারকা এন পি প্রদীপও। সদ্য জন্ডিস সারিয়ে ওঠা স্নেহাশিস চক্রবর্তীকেও তড়িঘড়ি মাঠে নামাতে চায় না মোহনবাগান। কোচ প্রশান্ত বন্দ্যোপাধ্যায় মনে করছেন, সুনীল ছেত্রীর দায়িত্ব আরও বেড়ে গেল। ফর্মে না থাকা সুনীল নিয়ে প্রশ্ন উঠলে প্রশান্তর যুক্তি, “সবে তো দুটো ম্যাচ হয়েছে। একটু ধৈর্য ধরুন। ও ঠিক গোল করবে। গোয়া-পুণেতে সুনীল-অসীম-জাগতার সিংহ থাকছে। ওরাও গোল করতে পারে।”
|
সোমবার
আই লিগে
স্পোর্টিং ক্লুব গোয়া : শিলং লাজং (মারগাও) |
|
|
|
|
|