টুকরো খবর |
মিলোভান স্টাইলে অধিনায়ক ভারতে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
সিরিচ মিলোভানের ঢঙেই ঘুরিয়ে ফিরিয়ে জাতীয় দলের নেতৃত্ব দিতে চান নতুন জাতীয় কোচ স্যাভিও মিডেইরা। অন্তত প্রদর্শনী তিনটি ম্যাচে। সাফ কাপের জন্য এক অধিনায়ক করা হতে পারে। এই নীতি পালন করেন আগের কোচ আর্মান্দো কোলাসোও। স্যাভিও আজই ফেডারেশনে জাতীয় দলের ফুটবলারদের নাম জমা দিচ্ছেন। যা পরিস্থিতি, তাতে দীপক মণ্ডলকে দলে ফিরিয়ে আনার কথা ভাবছেন নতুন কোচ। মাথায় আছে রেনেডি সিংহের নাম। তবে আই লিগে দীপকের দুটি খেলা দেখে খুশি হলেও রেনেডির কোনও ম্যাচ দেখেননি। তাই রেনেডির প্রত্যাবর্তন নিয়ে প্রশ্ন থাকছে।
এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আজ। স্যাভিও মারগাও থেকে ফোনে বললেন, “নতুন আর পুরনো মুখ মিশে টিম করার কথা পক্ষপাতী। কার নেতৃত্ব দেওয়ার দক্ষতা বেশি, সেটা দেখে সাফ কাপের নেতা ঠিক করব।” নেতৃত্বে কাকে ভাবা হচ্ছে? নতুন কোচ যা বললেন, তাতে প্রথম ম্যাচে ক্লাইম্যাক্স লরেন্সকেই নেতৃত্ব দেওয়ার ইচ্ছে। আর্মান্দো কোলাসোর জমানায় ক্লাইম্যাক্স বেশি নেতৃত্ব দিয়েছেন বলেই তাঁকে প্রথমে ভাবা হচ্ছে। বাকি সম্ভাব্য অধিনায়কদের মধ্যে রয়েছেন মহেশ গাউলি, সুনীল ছেত্রী। শেষ পর্যন্ত ডাক পেলে দীপক মণ্ডলও নেতৃত্বের দাবিদার। অতীতে শোনা গেছিল, ডাক পেলে জাতীয় দলে ফিরবেন না দীপক। এ দিন কিন্তু স্পষ্ট বললেন, “জাতীয় দলে ডাক পেলে আবার খেলব।”
|
লা লিগায় মেসির হ্যাটট্রিক, সিরি-এ শীর্ষে জুভেন্তাস
নিজস্ব প্রতিবেদন |
হ্যাটট্রিকের পর মেসি।
ছবি: রয়টার্স |
লিওনেল মেসির হ্যাটট্রিক সত্ত্বেও লিগ টেবিলের শীর্ষে যেতে পারল না বার্সেলোনা। রিয়াল সোসিদাদকে গোন্সালো ইগুয়াইনের গোলে ১-০ হারিয়ে এক নম্বরে চলে গেল রিয়াল। ফলে মায়োর্কাকে ৫-০ হারিয়েও বার্সা রইল দ্বিতীয় স্থানে। তাদের পয়েন্ট দশ ম্যাচে ২৪। রিয়ালের থেকে এক কম। ইতালিতে গুরুত্বপূর্ণ জয় পেল জুভেন্তাস। সিরি-এ-র ডার্বিতে তারা ২-১ হারাল ইন্টার মিলানকে। অন্য ম্যাচে এসি মিলান ৩-২ হারিয়েছে রোমাকে। প্রথমার্ধের ১৩ থেকে ৩০ মিনিটের মধ্যে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন মেসি। যার শুরুটা হয়েছিল পেনাল্টি থেকে। বিরতির পর ব্যবধান বাড়ান বার্সার যুব দল থেকে আসা স্ট্রাইকার ইসাক কুয়েঙ্কা এবং দানি আলভেস। এই ম্যাচেই বড় দলের হয়ে অভিষেক হল কুয়েঙ্কার। এ দিকে ক্লাব রেকর্ডের সামনে দাঁড়িয়ে বার্সা গোলকিপার ভিক্তোর ভালদেস। টানা আট ম্যাচে গোল খাননি তিনি। ঘড়ির কাঁটার হিসাবে ৭৮৭ মিনিট। তাঁর থেকে ৩৭ মিনিট এগিয়ে আছেন মিগুয়েল রেইনা। লিভারপুলের গোলকিপার পেপের বাবা মিগুয়েলের বার্সার হয়ে এই কৃতিত্ব ছিল ’৭২-৭৩ মরসুমে। অন্য দিকে সান সিরোয় ইন্টারকে হারিয়ে ইতালীয় লিগ শীর্ষে জুভেন্তাস।
|
জিতিয়েও শাস্তির মুখে পিটারসেন
নিজস্ব প্রতিবেদন |
ইডেনে তাঁর দলকে সিরিজের একমাত্র জয় উপহার দিলেও ম্যাচ রেফারির খাঁড়ার নীচে পড়তে হতে পারে কেভিন পিটারসেনকে। শনিবার টি-টোয়েন্টি ম্যাচে ৫৩ রান করে ইংল্যান্ডকে জেতান পিটারসেন। ম্যাচের সেরার পুরস্কারও পান তিনি। কিন্তু আউট হওয়ার পর ভারতীয় আম্পায়ার সুধীর আসনানির বিরুদ্ধে মাঠেই ক্ষোভ প্রকাশ করে ফেলেন তিনি। সুরেশ রায়নার বলে তাঁকে এলবিডব্লিউ দেন আসনানি। টিভি রিপ্লেতে দেখে মনে হয়েছে, বল লেগস্টাম্পের বাইরে পড়েছিল। ম্যাচ রেফারি রোশন মহানামা বলেছেন, “এক জন অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে কেভিনের জানা উচিত ছিল যে, আম্পায়ার আঙুল তোলার পর কোনও রকম আবেগের বহিঃপ্রকাশ না ঘটিয়ে ক্রিজ ছেড়ে বেরিয়ে যাওয়া উচিত।” পিটারসেনের সর্বোচ্চ জরিমানা হতে পারে ম্যাচ ফি-র পঞ্চাশ শতাংশ কেটে নেওয়া। |
|