শহরের রান্নাঘরে পাইপলাইনে গ্যাস পৌঁছতে চুক্তি শীঘ্রই
লকাতায় পাইপলাইনের মাধ্যমে রান্নাঘরে প্রাকৃতিক গ্যাস পৌঁছে দেওয়ার বিষয়টি এক কদম এগোল। সব কিছু ঠিকঠাক চললে, এ জন্য ১৭ নভেম্বর গ্রেটার ক্যালকাটা গ্যাস সাপ্লাই কপোর্রেশনের (জিসিজিএসসি) সঙ্গে সমঝোতা চুক্তি করবে গেইল ও এইচপিসিএল। গৃহস্থালীর পাশাপাশি বাণিজ্যিক ও শিল্পোৎপাদনের কাজে ওই গ্যাস ব্যবহার হওয়ার কথা। পরিবহণ ক্ষেত্রেও (সিএনজি-চালিত গাড়ি) এই গ্যাস কাজে লাগবে। এ জন্য পাইপলাইন নির্মাণে প্রায় ২ হাজার কোটি টাকা লগ্নি হবে।
রানিগঞ্জ-আসানসোল থেকে প্রাকৃতিক গ্যাস (কোল-বেড মিথেন) কলকাতায় সরবরাহের জন্য জিসিজিএসসি-র সঙ্গে গেইলের দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। বছরখানেক আগে এইচপিসিএল-ও এই উদ্যোগে সামিল হতে চায়। এ ব্যাপারে সম্প্রতি সায় দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সংশ্লিষ্ট সূত্রের খবর, নতুন যৌথ সংস্থায় গেইল ও এইচপিসিএল-এর ৩৭% অংশীদারি থাকবে। বাকিটা থাকবে জিসিজিএসসি-র হাতে। সম্প্রতি বণিকসভা সিআইআই-এর এক অনুষ্ঠানে গেইলের পূর্র্বাঞ্চলীয় অধিকর্তা এস কে সাহা জানান, ১৭ নভেম্বর তিনটি সংস্থার মধ্যে সমঝোতা পত্র সাক্ষর হওয়ার কথা।
কোল বেড মিথেনের পাশাপাশি কে জি বেসিন থেকেও রাজ্যে প্রাকৃতিক গ্যাস আনার যে পরিকল্পনা গেইলের রয়েছে, তার চেষ্টাও চলছে বলে জানান সংস্থা কর্তা। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির সম্ভাবনাও খতিয়ে দেখছেন তাঁরা। সে ক্ষেত্রে ওই ‘তরল’কে পুনরায় গ্যাসে রূপান্তরের জন্য পূর্ব উপকূলে জমিতে বা জলে ভাসমান ‘টার্মিনাল’ গড়তে আগ্রহী গেইল। এ জন্য হলদিয়া, দীঘা ও ওড়িশার ধামড়া এলাকায় সমীক্ষার কাজ চলছে। তিনি জানান, হলদিয়ায় নাব্যতার সমস্যা রয়েছে। আর দীঘায় সাইক্লোনের আশঙ্কা থাকে। তবে এ নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানিয়েছেন তিনি।
সাহা জানান, ভবিষ্যতে হলদিয়া পেট্রোকেমিক্যালসের অনুসারী শিল্পেও অংশীদার হতে আগ্রহী তাঁরা। এ জন্য রাজ্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন। তবে এ ব্যাপারে এখনই বিশদে কিছু জানাতে চাননি তিনি। উল্লেখ্য, উত্তরপ্রদেশে গেইলের একটি পেট্রো-রসায়ন অনুসারী শিল্প রয়েছে। হলদিয়া পেট্রোকেমিক্যালস-এ অন্যতম অংশীদার চ্যার্টাজি গোষ্ঠীও জানিয়েছে, তারা ভবিষ্যতে অনুসারী শিল্পে লগ্নি করবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.