পুজো পেরিয়ে
এক মাস, এখনও চিঠি
পেলেন না ডাক্তারেরা
|
সোমা মুখোপাধ্যায়, কলকাতা: মুখ্যমন্ত্রী যে ভাবে, যত তাড়াতাড়ি কাজ চাইছেন, তাঁর প্রশাসন কি তা ‘করে উঠতে’ পারছে? রাজ্যের বিভিন্ন জেলায় জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার নিয়োগকে ঘিরে এই প্রশ্নটাই এখন প্রকট হয়ে উঠেছে।
পুজোর আগে টাউন হলে সভা ডেকে কয়েকশো জুনিয়র ডাক্তারের সঙ্গে মিলিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়। গ্রামে গিয়ে কাজ করার জন্য ‘উদ্বুদ্ধ’ করার পাশাপাশি মমতা তাঁদের বলেছিলেন, পুজোর আগেই নিয়োগপত্র পৌঁছে যাবে বাড়িতে। |
|
শিশুমৃত্যুর তদন্তে ওয়ালশ হাসপাতালে স্বাস্থ্য অধিকর্তা |
নিজস্ব সংবাদদাতা, শ্রীরামপুর: চিকিৎসক এবং নার্সদের গাফিলতিতে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে প্রসূতি সুনীতা সাউয়ের সন্তানের মৃত্যুর অভিযোগ নিয়ে নড়েচড়ে বসল রাজ্যের স্বাস্থ্য দফতর। সোমবার ওই ঘটনার তদন্তে এসে সুনীতা-সহ সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলার পরে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা শ্যামাপদ বসাক বলেন, “অভিযোগ যথেষ্ট গুরুতর। দোষী প্রমাণিত হলে কাউকে ছাড়া হবে না। উপযুক্ত শাস্তি দেওয়া হবে।” |
|
|
জেলা হাসপাতালে ‘নেই’-এর
তালিকায় অবাক স্বাস্থ্যকর্তা |
নিজস্ব সংবাদদাতা, করিমপুর: করিমপুর গ্রামীণ হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে তিনি বেরোতেই প্রশ্নটা ছুঁড়ে দিয়েছিলেন খাজুরা বিবি ‘‘সব ওষুধই যদি বাইরে থেকে কিনতে হয়, তাহলে হাসপাতালে এলাম কেন?’’ হাসপাতাল পরিদর্শনে এসে প্রশ্নটা শুনে থমকে দাঁড়িয়ে পড়েন অ্যাডিশনাল ডাইরেক্টর (ম্যাটারনাল অ্যাণ্ড চাইল্ড হেলথ) অমাবসু দাস। তার পর এগিয়ে গেলেন মেঝেতে শুয়ে থাকা ওই মহিলার দিকে। |
|
দীর্ঘক্ষণ চিকিৎসক নেই, বিঘ্নিত পরিষেবা |
|
|
এক সপ্তাহে
২৪ নবজাতকের মৃত্যু |
|
ক্যান্টিন নেই, রোগীর বিছানাতেই
খাওয়া-দাওয়া সারেন আত্মীয়েরা |
বালিকার মৃত্যু, ভাঙচুর
চিকিৎসকের চেম্বারে |
|
টুকরো খবর |
|
|