ডায়াবেটিসের দাপট রুখতে সভা, পদযাত্রা
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
অচিরেই পৃথিবীর ‘ডায়াবেটিস রাজধানী’ হয়ে উঠতে চলেছে ভারত। সচেতনতা না-বাড়লে ঘরে ঘরে ডায়াবেটিসের চিকিৎসায় সর্বস্বান্ত হবেন বহু মানুষ। সোমবার বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে এই আশঙ্কার কথাই ঘুরেফিরে এল। ইন্টিগ্রেটেড ডায়াবেটিস অ্যান্ড এন্ডোক্রিন অ্যাকাডেমি (আইডিয়া) ডায়াবেটিস সংক্রান্ত একাধিক আলোচনাসভার আয়োজন করেছিল। তাত্ত্বিক আলোচনার পাশাপাশি রোগীরাও চিকিৎসকদের কাছে তুলে ধরেছিলেন নানা প্রশ্ন। কাদাপাড়ার কাছে একটি বেসরকারি হাসপাতাল এ দিনই চালু করল তাদের ‘সুগার ক্লিনিক’। ডায়াবেটিসের চিকিৎসার পাশাপাশি ‘প্রি-ডায়াবেটিকদের’ চিকিৎসার ব্যবস্থাও থাকছে ওই ক্লিনিকে। একই বিষয়ে সকালে পদযাত্রার আয়োজন করেছিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা। পার্ক স্ট্রিটে মা ও শিশুদের একটি চিকিৎসা কেন্দ্রে ডায়াবেটিক শিশুদের নিয়ে সম্প্রতি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। খাদ্যাভ্যাস, খেলাধুলোর অভাব কী ভাবে এখনকার শিশুদের ডায়াবেটিসের ঝুঁকি ক্রমশ বাড়িয়ে তুলছে, চিকিৎসকেরা সেটা ব্যাখ্যা করেন। চিকিৎসক শর্মিলা গুপ্ত বলেন, “যদি কোনও শিশুর ঘনঘন প্রস্রাব, অস্বাভাবিক জলতেষ্টা, খিদে বেড়ে যাওয়া, ক্লান্তিভাব, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া, বারবার সংক্রমণের মতো সমস্যা দেখা দেয়, তা হলে অভিভাবকদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।” সচেতনতা বাড়াতে রাজ্যের বিভিন্ন প্রান্তে সংগঠন গড়ে তুলেছেন ডায়াবেটিস-আক্রান্তেরাই। একটি সংগঠন ভ্রাম্যমাণ ডায়াবেটিস কেন্দ্র তৈরি করেছে। সঙ্গে রয়েছে ওষুধ ব্যাঙ্ক। ঘুরে ঘুরে গরিব ডায়াবেটিস রোগীদের চিকিৎসা করে তারা। একটি গ্রামকে ‘প্রতীকী দত্তক’ নিয়ে সচেতনতা অভিযান চালানো হচ্ছে।
|
স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটও ‘হ্যাক’
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
প্রথমে আবহাওয়া দফতর। তার পরে সিআইডি-র ওয়েবসাইট ‘হ্যাক’ করা হয়েছিল। এ বার ওয়েবসাইট হ্যাক করার ঘটনা ঘটল স্বাস্থ্য দফতরে। সোমবার বেলা ১১টায় স্বাস্থ্য দফতরের সাইট হ্যাক করা হয়েছে বলে পুলিশি সূত্রের খবর। সন্ধ্যায় সল্টলেকের পাঁচ নম্বর সেক্টর থানায় এই ব্যাপারে অভিযোগ করা হয়। পুলিশ জানায়, আধ ঘণ্টার মধ্যেই ওয়েবসাইটটি মেরামত করে ফেলেন স্বাস্থ্য দফতরের কর্মীরা। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, এ দিন ওয়েবসাইট খুলে দেখা যায়, দু’টি ক্ষেত্রে হ্যাক করে তথ্য অদলবদল করা হয়েছে। কিছু দিন আগেই কলকাতার পুলিশ কমিশনারের ই-মেল আইডি, সিআইডি এবং আবহাওয়া দফতরের সাইট হ্যাক করা হয়েছিল। ফের সরকারি ওয়েবসাইট হ্যাক করার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিধাননগরের অতিরিক্ত পুলিশ সুপার রণেন বন্দ্যোপাধ্যায় জানান, কারা এর পিছনে আছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
|
ডায়াবেটিস দিবসে নিখরচায় পরীক্ষা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিনোদা নোরা মেমোরিয়াল ডায়াবেটিক ক্লিনিকের উদ্যোগে সোমবার বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হল মেদিনীপুরে। বিদ্যাসাগর হলে এক স্বাস্থ্য-শিবিরে নিখরচায় রক্ত পরীক্ষা, ইসিজি-সহ বিভিন্ন ধরনের পরীক্ষার বব্যস্থা করা হয়। সেই সঙ্গে ছিল ডায়াবেটিস নিয়ে আলোচনা। উপস্থিত ছিলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ সুকুমার মাইতি, সংস্থার প্রধান বিমলেন্দুবিকাশ সাহা। প্রতি বছরই সংস্থার পক্ষ থেকে এই দিনটি বিশেষ ভাবে পালিত হয়। চিকিৎসক বিমলেন্দুবিকাশ সাহা জানান, প্রতি সপ্তাহেই এক দিন নিখরচায় ডায়াবেটিস রোগীদের চিকিৎসা করেন তাঁরা। নিখরচায় নানা পরীক্ষা ও ওষুধ দেওয়ারও ব্যবস্থা রয়েছে। তাঁর কথায়, “ধীরে ধীরে ডায়াবেটিস মানুষকে গ্রাস করছে। মানুষকে সচেতন হতে হবে।”
|
চিকিৎসা শিবির
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
বিশ্ব ডায়বেটিস দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা শিবির আয়োজিত হল জামুড়িয়ার আর এন কলোনি স্বাস্থ্যকেন্দ্রে। আয়োজক সংস্থা ইসিএল কর্তৃপক্ষ জানিয়েছেন, ১০০-টিরও বেশি খনিকর্মীর চিকিৎসা করানো হয়েছে এই শিবিরে।
|
সেবা প্রকল্প শিবির
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
সম্প্রতি জাতীয় সেবা প্রকল্প শিবির অনুষ্ঠিত হল রানাঘারে নাসড়া হাইস্কুলে। এই শিবিরে স্বাস্থ্য, এলাকার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন বিষয়ে কর্মসূচী নেওয়া হয়। |