খাঁ খাঁ ইডেনে টেস্ট ক্রিকেটের মৃত্যুঘণ্টা |
|
সব্যসাচী সরকার, কলকাতা: টেস্ট ক্রিকেটের মন্দার বাজার চলছে আজকাল, জানা কথা। কিন্তু তা বলে এই? ওয়ান ডে আর টি টোয়েন্টির উচ্ছ্বলতায় পাঁচ দিনের কেতাবি মেজাজ পাত্তা পাচ্ছে না, জানা কথা। কিন্তু তা বলে এই? সাড়ে আটটা নাগাদ যখন টস করতে দুই ক্যাপ্টেন মাঠে, ইডেনে দর্শক বলতে গোনাগুনতি ৮২। হ্যাঁ, ঠিকই পড়লেন, ৮২! |
|
কোথাও না কোথাও ন্যায়বিচার অপেক্ষা করে থাকে |
গৌতম ভট্টাচার্য, কলকাতা: মাঠের জমকালো প্রতিদ্বন্দ্বী ফিডেল এডওয়ার্ডস লিফটে ওঠার আগে তাঁকে জিজ্ঞেস করে গেলেন, কত নম্বর হল? লাজুক সুরে উত্তর এল, থার্টি সিক্স। সোমবার সন্ধেবেলা হোটেলে ফিরে ফিজিওর ঘরে যাওয়ার প্রাণপণ তাড়া। এত লম্বা ইনিংসের পর প্রেস কনফারেন্স করেছেন। শরীর আর দিচ্ছে না। তাজ বেঙ্গলের লিফটের মুখে দাঁড়িয়েই তাই দীর্ঘ সাক্ষাৎকার দিলেন রাহুল দ্রাবিড়। |
|
|
প্রার্থনার মঞ্চে প্রত্যয়ের পতাকা উড়িয়ে দিয়ে গেলেন দ্রাবিড় |
|
সুমিত ঘোষ, কলকাতা: সাদা জার্সিটা তখনও ঘামে ভেজা। নাকি ভুল দেখলাম? ঘামে ভেজা নয়। ভেজা শততম সেঞ্চুরি ফের মাঠে ফেলে আসার অশ্রুতে! সচিন তেন্ডুলকর ইডেন থেকে ফিরছেন। টিম বাস এসে হোটেলের সামনে দাঁড়াল। একে একে তাঁর সতীর্থরা নামতে শুরু করেছেন। রাহুল দ্রাবিড় এলেন। লবিতে অপেক্ষারত অটোগ্রাফশিকারিরা সঙ্গে সঙ্গে ঘিরে ধরল আর তৎক্ষণাৎ নিরাপত্তারক্ষীরা ভিড় পরিষ্কার করতে শুরু করে দিলেন। |
|
সচিন কখনও চাপে থাকে না: কপিল |
|
|
|
মোহন-ইস্ট ঘিরে চলছে অন্য যুদ্ধ |
শহরে সৌরভ-যুবরাজ বৈঠক |
|
টুকরো খবর |
|
|