পিটার রোবাকের মৃত্যুর চব্বিশ ঘণ্টা পরেও তা নিয়ে রহস্য কাটছে না। বিখ্যাত ক্রিকেটলিখিয়ের আত্মহত্যার আগে তাঁকে যৌন নিগ্রহ নিয়ে জেরা করা হচ্ছিল---রবিবার এই জল্পনা শুরু হলেও এ দিন তা নিয়ে আর কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি দক্ষিণ আফ্রিকান পুলিশ। এর মধ্যেই আবার নতুন রহস্য তৈরি হয়েছে রোবাকের আত্মহত্যা নিয়ে। প্রচারমাধ্যমের খবর, ফেসবুকে রোবাকের এক বন্ধু তাঁর বিরুদ্ধে যৌনতা সংক্রান্ত অভিযোগ করেছিলেন। তার জেরেই নাকি রোবাক আত্মহত্যা করেন।
দক্ষিণ আফ্রিকার এক ওয়েবসাইটে লেখা হয়েছে, ফেসবুকের মাধ্যমে পরিচিত ২৬ বছরের এক যুবকের সঙ্গে হোটেলে দেখা করেন রোবাক। বিশ্ববিদ্যালয়ে পড়ার ব্যাপারে আলোচনা করতে নাকি সেই যুবক রোবাকের সঙ্গে দেখা করতে এসেছিলেন। পরে সেই যুবকের ইচ্ছের বিরুদ্ধে রোবাক তাঁর সঙ্গে যৌন সংসর্গ করতে চান। এবং সেই যুবকের অভিযোগের ভিত্তিতে পুলিশ রোবাককে জেরা করতে তাঁর হোটেলে হাজির হয়। রোবাকের মৃত্যু ঘিরে সঠিক তথ্য প্রকাশ হতে অন্তত এক মাস লাগবে বলে জানিয়েছে দক্ষিণ আফ্রিকান পুলিশ। তবে তাঁর আত্মহত্যার সঙ্গে অপরাধের কোনও সম্পর্ক নেই বলে জানিয়ে দেওয়া হয়েছে।
রোবাকের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছে দক্ষিণ আফ্রিকান ক্রিকেট বোর্ড। বোর্ডের সিইও জেরাল্ড মাজোলা বলেছেন, “ক্রিকেট সাউথ আফ্রিকা খুব ভাল এক বন্ধুকে হারাল। একটা সময় দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের তীব্র সমালোচক ছিলেন রোবাক। কিন্তু দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা এবং দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড গঠনের পর উনি ব্যক্তিগত ভাবে আমাদের দেশে ঘুরতে এসেছিলেন।” |