কপিল দেবের মনে হচ্ছে, মহেন্দ্র সিংহ ধোনির টিমই ভারতের সর্বকালের সেরা ক্রিকেট দল। সোমবার এখানে একটি অনুষ্ঠানে এসে ’৮৩-র বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক কপিল বলেছেন, “কোনও দ্বিধা ছাড়াই বলছি, ধোনির টিমই ভারতের সর্বকালের সেরা টিম।” কপিল আরও ব্যাখ্যা করছেন, “যখন ওদের পকেটে এতগুলো রেকর্ড, এত অভিজ্ঞতা, আর যখন ওরা এত ভাল করছে, তখন ওদের বিরুদ্ধে আর কী অভিযোগ থাকে?”
সচিনের শততম সেঞ্চুরির আটকে থাকা নিয়েও মুখ খুলেছেন কপিল। দাবি করেছেন, শততম সেঞ্চুরির আকাশ ছোঁয়া প্রত্যাশা আদৌ কোনও চাপ তৈরি করেনি সচিনের উপর। “সচিন কখন চাপে থাকে না? ওর ষোলো বছর বয়স থেকে ওর উপর আমরা চাপ দিয়ে আসছি। ডন ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা টেনেছি। আমার তো মনে হয় চাপ নিয়ে সচিনই শুধু খেলতে পারে। আর তাই ও এখন ৯৯ নট আউট!” বলেছেন কপিল।
ভারতীয় ক্রিকেটের দু’টো প্রজন্মকে অবশ্য তিনি তুলনায় আনতে চাইছেন না। কপিল জানাচ্ছেন, তাঁর আমলের সঙ্গে ধোনিদের প্রজন্মের কোনও তুলনা হয় না। বিশ্বাস করেন, নতুন প্রজন্ম পুরনোর চেয়ে সব সময় এগিয়ে থাকে। বলেছেন, “বাবার সঙ্গে ছেলের তুলনা চলে নাকি? তাই দু’টো প্রজন্মকে তুলনায় টানাটা ঠিক নয়। আর বাবা সব সময়ই চায়, ছেলে তাকে ছাপিয়ে যাক।” |