মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ আয়োজনকে কেন্দ্র করে অভূতপূর্ব টানাপোড়েন কলকাতা ময়দানে। ম্যাচের সাত দিন আগেই টিকিট বিক্রি ঘিরে শুরু হয়ে গিয়েছে মোহন-ইস্ট যুদ্ধ।
ভারতের ফুটবলে অভিনব। এই প্রথম মোহনবাগান-ইস্টবেঙ্গল ম্যাচ আয়োজন করছে একটা অংশগ্রহণকারী দল। আই লিগে মোহনবাগানের হোম ম্যাচ এটা।
ইস্টবেঙ্গলের দাবি, তারা বেশি টিকিট পাচ্ছে না মোহনবাগানের কাছে। মোহনবাগানের পাল্টা দাবি, তারা টাকা পেলেই টিকিট দিয়ে দেবে। কিন্তু পুরো টাকা দিতে হবে। বেশি সমস্যা হচ্ছে, ভি আই পি টিকিট নিয়ে। ইস্টবেঙ্গল বলছে, তাদের সমর্থকরা যাতে বেশি না যায়, তাই বেশি টিকিট দেওয়া হচ্ছে না। টিকিটের রং সবুজ মেরুন নিয়েও আপত্তি তাদের। আই লিগের সি ই ও সুনন্দ ধর যা বললেন, তাতে অ্যাওয়ে দলের জন্য আট শতাংশ টিকিট বরাদ্দ করতে পারে হোম টিম। এটাই নিয়ম। টিকিটের রং নিয়েও কোনও আপত্তি চলে না। ফলে মোহনবাগানের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলা যাচ্ছে না।
এত দিন আই এফ এ এই ম্যাচ আয়োজন করত। দুই ক্লাবই রাজ্য সংস্থা থেকে টিকিট নিয়ে যেত টাকা পরে দেবে বলে। অনেক ক্লাব পরে টাকা দিত, কেউ দিত না। এ বার মোহনবাগান বেশি লাভের জন্য বলে দিয়েছে, টাকা আগে না দিলে টিকিট নয়। এই ডামাডোল দেখে আই এফ এ বড় ম্যাচ থেকে সরিয়ে নিচ্ছে নিজেদের। তবে পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে আট শতাংশ টিকিটের নিয়ম বদলাতেই হবে। চার্চিল বা ডেম্পো ম্যাচে যা নিয়ম হতে পারে, ইস্ট-মোহন ম্যাচে সেই নিয়ম থাকার ফলেই যত সমস্যা।
|
কলকাতা লিগ: ইস্টবেঙ্গল: বি এন আর (যুবভারতী, ২-১৫) |