ইডেন টেস্টের ব্যস্ততার মধ্যেই বৈঠক হয়ে গেল সৌরভ গঙ্গোপাধ্যায় এবং যুবরাজ সিংহের। অধিনায়ক সৌরভের হাতেই আত্মপ্রকাশ যুবরাজের। বাঁ হাতি ব্যাটসম্যানকে নিয়ে এক সময় নির্বাচকদের সঙ্গে বহু যুদ্ধও করেছেন প্রাক্তন অধিনায়ক। এখন আইপিএলে দু’জনে সতীর্থ এবং ঘটনাচক্রে যুবরাজ হচ্ছেন সৌরভের অধিনায়ক।
এ বারের আইপিএলে সহারা পুণে ওয়ারিয়র্সের রোডম্যাপ ঠিক করার জন্য। কলকাতায় আসার পর-পরই হোটেল থেকে বেরিয়ে সৌরভের সঙ্গে বৈঠক করে আসেন যুবরাজ। আগের বার প্রথম আইপিএল খেলতে নেমে পুণে ওয়ারিয়র্স মোটেও ভাল করতে পারেনি। এ বারে তাই কোন কোন জায়গা মেরামত করা দরকার সে সব নিয়ে দু’জনে আলোচনা করেন। কোচির প্লেয়ারদের নতুন করে নিলামে তোলা হবে। সেই সঙ্গে কিছু পুরনো প্লেয়ার যাঁরা নিলামে অবিক্রীত থেকে গিয়েছেন, তাঁদেরও তোলা হতে পারে। তাঁরা কোন কোন প্লেয়ারের জন্য ঝাঁপাবেন তা নিয়েও কথা হয়েছে দু’জনে। এ দিন দুপুরের দিকে সৌরভের সঙ্গে যোগাযোগ করে হলে তিনি বললেন, “আইপিএল নিয়ে কথা বলার ছিল। তাই বসেছিলাম ওর সঙ্গে।” জ্বর হওয়ায় সচিন-দ্রাবিড়দের ব্যাটিং দেখতে আসতে পারেননি সৌরভ।
যুবরাজ পুণের অধিনায়ক। আর সৌরভকে এ বার মেন্টর কাম প্লেয়ারের ভূমিকা দিতে চায় পুণে ফ্র্যাঞ্চাইজি। ক্রিকেটার হিসেবে খেলা ছাড়াও প্রধান পরামর্শদাতার দায়িত্ব সামলাবেন তিনি। যার জন্য জিওফ মার্শ-সহ আগের বারের সব বিদেশি কোচকেও সরিয়ে দিয়েছে পুণে। কলকাতা নাইট রাইডার্সে যেমন তৃতীয় আইপিএলে জন বুকাননকে সরিয়ে শাহরুখ খান টিম চালানোর ভার সৌরভের হাতে তুলে দিয়েছিলেন, এ বার পুণেতে তেমন হতে যাচ্ছে। তিনিই কার্যত কোচের কাজ সামলাবেন। তবে তার আগে আনুষ্ঠানিক ভাবে তাঁকে পুণের প্লেয়ার হতে হবে। যদিও শোনা যাচ্ছে, আইপিএল পরিচালন পরিষদ সৌরভ এবং গেইলকে তাঁদের সংশ্লিষ্ট টিমে থেকে যাওয়ার ছাড়পত্র দিয়ে দেবে। |