হাউটনের আমলে কোনও গোল করতে পারেননি। খেলানো হত রক্ষণে। বহু দিন পরে গোল করতে পেরে উচ্ছ্বসিত রহিম নবি। গুয়াহাটিতে মালয়েশিয়ার সঙ্গে খেলে সোমবারই কলকাতা ফিরেছেন নবিরা। যুবভারতীতে মালয়েশিয়ার সঙ্গে খেলা কাল, বুধবার। গুয়াহাটিতে যাঁর গোলে মানরক্ষা হয়েছিল, সেই নবি বললেন, “শেষ গোল করেছিলাম কবে, ভুলে গিয়েছি। অনূর্ধ্ব ১৬ থেকে ২৩ সব বিভাগে আমার গোল আছে ভারতের হয়ে। কিন্তু এত দিন তো যাও দলে সুযোগ পেতাম, রক্ষণে খেলতে হত। তাই গোল পাইনি। মনে হচ্ছে, শেষ গোল করি নইমদার আমলে। হংকং ম্যাচে। ভাইচুংও গোল করেছিল।” জাতীয় দলে নবি অনেকের চেয়ে আগে ঢুকেছেন। মহেশ গাউলি বা ক্লাইম্যাক্স লরেন্সের পরেই তিনি। এখন মিলোভান-স্টাইলে ঘুরিয়ে ফিরিয়ে নেতৃত্ব দিচ্ছেন কোচ স্যাভিও মিডেইরা। আগে এই কাজ করেছিলেন আর্মান্দো কোলাসো। ক্লাইম্যাক্স, মহেশ, সুনীলরা নেতৃত্ব পেয়েছেন। নবি এখনও পাননি। নবি বললেন, “আমি ও সব নিয়ে ভাবি না। কপালে থাকলে হবে।” নবি বরং আশায়, যুবভারতীতে মালয়েশিয়াকে হারানো যাবে। কোচ স্যাভিও বলেন, “ফুটবলাররা ক্লান্ত। অল্প সময়ের মধ্যে ম্যাচ খেলতে হচ্ছে। তার পরে অ্যাস্ট্রোটার্ফ। তবে কলকাতায় জেতার চেষ্টা করব আমরা।”
|
বড় ম্যাচের কথা ভেবে আজ ইস্টবেঙ্গল কোচ মর্গ্যান দলে ফিরিয়ে আনতে পারেন সন্দীপ নন্দীকে। কলকাতা লিগে বি এন আরের বিরুদ্ধে। এ বার ইডেন টেস্টের জন্য খেলা হচ্ছে যুবভারতীতে। ম্যাচ খেলতে নামার আগেই মর্গ্যান প্র্যাক্টিস ডেকেছেন যুবভারতীতে। আই লিগের ফুটবলাররা প্র্যাক্টিস করবেন সেখানে। এ দিন লাল-হলুদ কোচ যা ইঙ্গিত দিলেন, তাতে আজ প্রথম দল অপরিবর্তিত থাকবে। গোলকিপার পাল্টে যাবে। মোহনবাগান ম্যাচে সন্দীপের দরকার হতে পারে বলে তাঁকে তৈরি রাখা হচ্ছে। আই লিগে ইস্টবেঙ্গলের হয়ে খেলছেন গুরপ্রীত সিংহ। দারুণ কিছু না খেলায় অভিজ্ঞ সন্দীপের কথাও মাথায় রয়েছে।
|
ব্রাজিলের সহজ জয়
সংবাদসংস্থা • দোহা |
হোনাসের জোড়া গোলে মিশরকে ২-০ হারাল মানো মেনেজেসের ব্রাজিল। রোনাল্ডিনহো, নেইমারদের অনুপস্থিতিতে মূলত তরুণ ব্রাজিল দল খেলেছে।
|
এ দিকে কলকাতা লিগে বড় দলের ম্যাচ বাতিল হতে শুরু করে দিল। মোহনবাগানের খেলা ছিল ১৬ তারিখ। তখন পুলিশ খেয়াল করেনি ইডেনে টেস্ট চলছে। পরে খেয়াল করে খেলা বাতিল হল। হাওড়া স্টেডিয়ামের অবস্থা ভাল নয় বলে সেখানেও ম্যাচ দেওয়া হচ্ছে না।
|
প্রয়াগ ইউনাইটেড কলকাতা লিগের প্রথম ম্যাচে শিশির ঘোষের পুলিশ এসি-কে হারাল ৩-০। গোলদাতা ক্রিস্পিন ছেত্রী, জয়ন্ত সেন, শঙ্কর ওঁরাও। তারাও প্রচুর তারকাকে খেলায়নি। |