কলকাতা থেকে এ বার আকাশপথেই দিঘা যাওয়ার সুযোগ মিলতে পারে। সময় লাগবে বড়জোর ২৫ মিনিট!
এ জন্য বুধবার যে হেলিকপ্টারটিকে দিল্লি থেকে বেহালায় উড়িয়ে আনা হল, সেটি অনায়াসে নামতে পারবে সমুদ্র সৈকতে। তা উড়বে বেহালা বিমানবন্দর থেকেই। নির্দিষ্ট রুটে চলাচলের বাধ্যবাধকতা না-থাকায় ছ’আসনের এই হেলিকপ্টার ভাড়া করে মন্দারমনি, শঙ্করপুরেও যাওয়া যাবে।
শুধু দিঘা-মন্দারমণির পর্যটনকেন্দ্রে নয়, কলকাতা থেকে হলদিয়া-দুর্গাপুর-আসানসোল, এমনকী মালদহ-মুর্শিদাবাদেও কপ্টার-পরিষেবা চালু করতে চাইছে রাজ্য সরকার। প্রতি রুটে এক পিঠের ভাড়া ধরা হয়েছে মাথাপিছু পাঁচ হাজার টাকা। রাজ্যের পরিবহণ-সচিব বিপি গোপালিকা এ দিন বলেন, “এই হেলিকপ্টার-পরিষেবা চালু করার প্রস্তাব দিয়েছে কার্ট এয়ার নামে এক সংস্থা। তা নিয়ে আলোচনা হয়।”
কার্ট এয়ারের বিমান পরিবহণ উপদেষ্টা প্রদীপ বিশ্বাস জানান, আগামী পাঁচ ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে বেহালা থেকে পরিষেবাটির সূচনা করাতে চাইছেন তাঁরা। মহাকরণ-সূত্রের খবর: দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য জারি বিধি-নিষেধের মেয়াদ ৪ ডিসেম্বর শেষ হচ্ছে। সে ক্ষেত্রে মুখ্যমন্ত্রী চাইলে পাঁচ তারিখে উদ্বোধন হতেই পারে। উপরন্তু কোচবিহার উড়ান ঘিরে অনিশ্চয়তার প্রেক্ষিতে এই উদ্যোগটি বাস্তবায়িত করতে রাজ্যের বাড়তি তাগিদ থাকবে বলে সরকারি মহলের একাংশের অনুমান। |
কলকাতা-দিঘার মতো বাগডোগরা থেকে দার্জিলিং-গ্যাংটকে কপ্টার পরিষেবা চালু করতে আগ্রহী কার্ট এয়ার। যে জন্য দিল্লি থেকে সাত আসনের একটি হেলিকপ্টার তারা ভাড়া করে আনছে। ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তা বাগডোগরায় পৌঁছে যাবে বলে সংস্থার আশা। প্রদীপবাবু জানিয়েছেন, ক’দিনের মধ্যে আরও একটা হেলিকপ্টার তাঁরা বেহালায় নিয়ে আসবেন। সেটা ‘এয়ার-অ্যাম্বুল্যান্স’ হিসেবে ব্যবহৃত হবে।
কিন্তু কলকাতা থেকে দিঘা যেতে পাঁচ হাজার টাকা ভাড়াটা বেশি হয়ে যাচ্ছে না কি? পর্যাপ্ত যাত্রী কি মিলবে?
প্রদীপবাবু বলেন, “আমরা ধরেই নিচ্ছি, গোড়ায় লোকসান হবে। বেশি লোক পাব না। তবে ধীরে ধীরে যাত্রী বাড়বে বলে আমাদের আশা।” প্রদীপবাবুর দাবি: কপ্টারে যাত্রী বহনের প্রস্তাবে হলদিয়া-দুর্গাপুর-আসানসোল থেকে ভাল সাড়া মিলেছে। বর্ধমান ও পূর্ব মেদিনীপুরের জেলাশাসকদের সঙ্গে বৈঠক হয়েছে। তিন শহরে হেলিকপ্টার নামানোর জায়গাও প্রাথমিক ভাবে বাছা হয়েছে। দিঘায় সমুদ্র সৈকতেই কপ্টার নামানো যাবে বলে তাঁর দাবি। পূর্ব মেদিনীপুরের জেলাশাসক রাজীবকুমার জানিয়েছেন, কার্ট এয়ার তাঁদের কাছে পুলিশ-দমকল-অ্যাম্বুল্যান্স পরিষেবা চেয়েছে। তাঁর কথায়, “হলদিয়ায় পোর্ট ট্রাস্টের হেলিপ্যাড ওঁরা ব্যবহার করবেন।” দিঘা নিয়ে অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জেলাশাসক।
কার্টের কপ্টার কলকাতা বিমানবন্দর বাদ দিয়ে বেহালা থেকে উড়বে কেন? প্রদীপবাবুর ব্যাখ্যা, “কলকাতা বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশি-সহ অন্যান্য প্রক্রিয়ায় এক ঘণ্টা নষ্ট হতে পারে। বেহালায় সে সমস্যা হবে না।” তবে অন্য শহর থেকে বিমানে কলকাতায় নেমে এসে যাঁরা কার্টের পরিষেবা চাইবেন, তাঁদের জন্য কলকাতা বিমানবন্দরেও কপ্টার থাকবে, আশ্বাস প্রদীপবাবুর। |