|
|
|
|
যুব দাবায় সেরা জয়দীপ |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ঐতিহাসিক টাউন হলের ফটকের কাছাকাছি গেলেই রঙচঙে আলোকসজ্জা। ছিমছাম হোর্ডিংয়ে লেখা ‘এল এস আই চেস ফর ইউথ’। আর ভিতরে ঢুকলেই কচিকাঁচাদের ভিড়। বাবা-মাদের ওয়াটার বটল হাতে উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে থাকা। গত চার দিন ধরেই টাউন হলে এ খুব পরিচিত দৃশ্য। মাত্র ক’দিন আগে ইডেনে হয়ে যাওয়া ওয়ান ডে দেখতে মাঠ না ভরলে কী হবে, টাউন হল কিন্তু রাজ্যের দাবা প্রেমীদের জন্য সুখবর নিয়ে আসছে। দিব্যেন্দু বড়ুয়া চেস অ্যাকাডেমি ও অলস্পোর্ট ম্যানেজমেন্টের উদ্যোগে চালু হওয়া টুর্নামেন্টের এ বার বয়স হল ছয়। প্রথম বছর প্রতিযোগীর সংখ্যা ছিল ৩৫৬, এ বছর সেটা বেড়ে ৬২৪! তার মধ্যে আবার ৩৫০-এর বেশি প্রতিযোগী অনূর্ধ্ব ৮ ও অনূর্ধ্ব ১০ বিভাগ থেকে, দু’জন দৃষ্টিহীন ও দু’জন প্রতিবন্ধী। সোমবার শেষ হয় প্রতিযোগিতা, হাড্ডাহাড্ডি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন জয়দীপ দত্ত। প্রথমবারের টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হয়েছিলেন জয়দীপ। যুগ্মভাবে দ্বিতীয় দীপ্তায়ন ঘোষ ও স্বয়ম মিশ্র। |
|
দাবার মঞ্চে ত্রয়ী। সূর্যশেখর, দিব্যেন্দু বড়ুয়া ও প্রসেনজিৎ। টাউন হলে সোমবার। ছবি: উৎপল সরকার। |
পুরস্কার প্রদান অনুষ্ঠান আলো করে ছিলেন রূপোলি পর্দার প্রসেনজিৎ, গ্র্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায় ও রাজ্যের ক্রীড়ামন্ত্রী মদন মিত্র। আর সফল উদ্যোক্তা দিব্যেন্দু বড়ুয়া, যাঁর মাথা থেকে বেরিয়েছিল এই টুর্নামেন্টের ভাবনা। এ বারও স্পনসর পেতে যাঁকে কম কাঠখড় পোড়াতে হয়নি। টাউন হলে দাঁড়িয়ে দিব্যেন্দু বলছিলেন, “অনূর্ধ্ব ৮ ও ১০ বিভাগে ছোটদের অংশগ্রহণের হার দেখে বোঝা যাচ্ছে, সবাই খেলাটা যত কম বয়স থেকে সম্ভব, তত তাড়াতাড়ি শুরু করতে চায়। বিশ্বের সব খেলারই এটা ট্রেন্ড। সেটা ভেবেই এই টুর্নামেন্ট করার ব্যাপারটা মাথায় এসেছিল।” এ দিনই আবার সূর্যশেখর সরকারি ভাবে দিব্যেন্দু বড়ুয়া চেস অ্যাকাডেমির প্রধান পরামর্শদাতা নিযুক্ত হলেন। আগামী ১৮ নভেম্বর স্প্যানিশ লিগ খেলতে স্পেন রওনা হচ্ছেন সূর্য। এই লিগে খেলবেন আরও দুই ভারতীয় হরিকৃষ্ণ ও পরিমার্জন নেগি। তিন ভারতীয়ই খেলেন সলভে ক্লাবের হয়ে। টুর্নামেন্ট চলবে ২১-২৬ নভেম্বর। |
|
|
|
|
|