কী সে জীবাণু, বিভ্রান্তির
জ্বরে কাহিল কলকাতা |
নিজস্ব সংবাদাদাতা, কলকাতা: মাঝে-মধ্যে জ্বর উঠে যাচ্ছে ১০৩-১০৪ ডিগ্রিতে। গাঁটে গাঁটে অসহ্য ব্যথা। গায়ে লালচে দাগও।
উপসর্গগুলো তো মোটামুটি চেনা! ডেঙ্গি কিংবা চিকুনগুনিয়া।
অথচ এক বার রক্ত পরীক্ষায় কিচ্ছু মিলছে না। ফের অন্যত্র পরীক্ষা। তাতেও মিলছে না কোনও জীবাণুর অস্তিত্ব! শেষমেশ কলকাতা থেকে রক্তের নমুনা পাঠানো হল পুণেতে। কয়েকটা ক্ষেত্রে জানা গেল, রোগটি চিকুনগুনিয়া। বাকিদের রোগই ধরা পড়ছে না। |
|
ট্রলি পেয়েছেন! ভেবে নিন লটারি জিতলেন |
সোমা মুখোপাধ্যায়, কলকাতা: স্বাস্থ্যের ভার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন অচলায়তনে ঝাঁকুনি দিতে। আচমকা হাসপাতালে হাসপাতালে হানা দিতে শুরু করেছিলেন। শৃঙ্খলার ছাপ পড়েছিল পরিষেবায়। পাঁচ মাস পরে ছবিটা কেমন? গত ৩১ অক্টোবর, সোমবার মহানগরের তিন হাসপাতালে ঘুরল আনন্দবাজার। |
|
|
ডাক্তার ‘কম’, ছুটির দিন
বন্ধ বাঙুরের ব্লাড ব্যাঙ্ক |
পারিজাত বন্দ্যোপাধ্যায়, কলকাতা: পাঁচ জন চিকিৎসক আর আট জন টেকনিশিয়ান নিয়ে সপ্তাহে সাত দিন ব্লাড ব্যাঙ্ক খুলে রাখা তাঁদের পক্ষে সম্ভব নয় জানিয়ে দিয়েছেন সেখানকার চিকিৎসকেরা। তাই জরুরি পরিষেবা হিসেবে যে ব্লাড ব্যাঙ্ক ১২ মাস ২৪ ঘণ্টাই খোলা থাকার কথা, সেটি প্রতি রবিবার ও ছুটির দিন তালাবন্ধ রাখেন তাঁরা। ওই সব দিনে কোনও কারণে রক্তের প্রয়োজন হলে দক্ষিণ ২৪ পরগনার এই জেলা সদর হাসপাতালে গিয়ে দিশাহারা হতে হয় মানুষকে। |
|
বেহাল ৬ হাসপাতাল ঘুরে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ সুপারদের |
|
|
ফিরেছে সারমেয়কুল,
স্যালাইন দিচ্ছেন আয়াই |
|
|
|
গাফিলতির নালিশ, তুলকালাম |
বহির্বিভাগ বন্ধ, বিতর্ক |
|
ডাক্তারের নামে নালিশ থানায়, শুরু অনুসন্ধান |
|
পরিষেবা বেহাল রায়গঞ্জেও |
রোগীর কামড়ে জখম নার্স |
|
টুকরো খবর |
|
|