রোগীর আত্মীয়কে মারধরের অভিযোগ উঠেছে জলপাইগুড়ি সদর হাসপাতালের এক নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে। সোমবার দিলীপ দাস নামে এক ব্যক্তিকে নিরাপত্তা কর্মীরা মারধর করেন বলে অভিযোগ। দিলীপবাবুর অভিযোগ, তিনি তার তিন মাসের শিশুকে হাসপাতালে ভর্তি করে স্ত্রীর কাছে পৌঁছে দিতে গেলে নিরাপত্তা নকর্মীরা বাধা দেন। মাকে কাছে না পেয়ে শিশুটি কান্নাকাটি করলে তাকে অন্য পথ দিয়ে মায়ের কাছে পৌঁছে দিয়ে ফেরার পথে নিরাপত্তা কর্মীরা তাকে দেখে ফেলে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। এ বিষয়ে হাসপাতাল সুপারের কাছে অভিযোগ জানানো হয়েছে। যদিও নিরাপত্তা কর্মীরা পাল্টা অভিযোগ করে জানিয়েছেন, দিলীপ দাস নামে ওই ব্যক্তি হাসপাতালের ঢোকার কার্ড না এনে ১০ টাকা ঘুষ দিয়ে হাসপাতালে ঢোকার চেষ্টা করেন। তাকে বাধা দিলে অন্যপথ দিয়ে ঢুকে যান। সে কারণে তাঁকে ধমকানো হয়েছে বলে নিরাপত্তা কর্মীদের তরফে দাবি করা হয়েছে। এদিকে এই ঘটনায় ডিওয়াইএফ কর্মীরা হাসপাতাল চত্বরেই বিক্ষোভ দেখান। সংগঠনের নেতা দীপশুভ্র সান্যাল বলেন, “হাসপাতালে এমনিতেই পরিষেবা মেলে না। তার ওপরে কর্মীরা অমানবিক হয়ে পড়েছেন।” হাসপাতাল সুপার ব্রজেশ্বর মজুমদার বলেন, “একটা অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখা হচ্ছে।”
|
বাঁকুড়ার রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে একটি চক্ষু হাসপাতালের উদ্বোধন হল সোমবার। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বেলুড় রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী প্রভানন্দ। রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী মুক্তিকামানন্দ বলেন, “এখানে সম্পূর্ণ বিনামূল্যে চোখের যাবতীয় চিকিৎসা-সহ অস্ত্রোপচার হবে। বাঁকুড়া শহরের বিশিষ্ট চক্ষু চিকিৎসকেরা চিকিৎসা করবেন। পরে ডাক্তারের পরামর্শ মতো ওষুধ দেওয়া হবে। ২০টি শয্যা রয়েছে।”
|
সোমবার ছিল জাতীয় ক্যানসার সচেতনতা দিবস। সেই উপলক্ষেই আমহার্স্ট স্ট্রিট থেকে এক পদযাত্রায় অংশ নিল এই কচিকাঁচারা। এ দিনই ক্যানসার সচেতনতায় এক আলোচনাচক্রেরও আয়োজন করা হয়। ‘ফাইট ক্যানসার’ আয়োজিত ওই আলোচনাসভায় উপস্থিত ছিলেন চিকিৎসক সুবীর গঙ্গোপাধ্যায়, গৌতম মুখোপাধ্যায়, পি এন মহাপাত্র প্রমুখ। বিভিন্ন ধরনের ক্যানসারের উপসর্গ সম্পর্কে সতর্ক করেন তাঁরা। পাশাপাশি ধূমপান, মদ্যপান, অতিরিক্ত তৈলাক্ত খাবার, দেহের অত্যধিক ওজন কী ভাবে ক্যানসারের কারণ হয়ে ওঠে, সে কথাও জানান। রবিবার ওই সংস্থা ক্যানসার নির্ণয়ে একটি শিবিরেরও আয়োজন করেছিল। |