l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
তিস্তা জট কাটাতে মমতাই এ বার কেন্দ্রের দূত
জয়ন্ত ঘোষাল • নয়াদিল্লি
তিস্তা চুক্তি নিয়ে জলঘোলা হওয়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নতুন করে আলোচনা শুরু করতে চাইছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। মলদ্বীপে আসন্ন সার্ক সম্মেলনে দু’দেশের শীর্ষ স্তরে বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার কথা। তবে তিস্তা চুক্তি নিয়ে রণকৌশলই এ বার পাল্টে ফেলেছে কেন্দ্রীয় সরকার। দিল্লি বুঝতে পেরেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে ঢাকার সঙ্গে এই চুক্তি রূপায়ণ করা সম্ভব নয়। তাই এই কূটনৈতিক দৌত্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে অনেক বেশি করে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই রণকৌশল কাজে লাগানোর প্রথম সুযোগ হতে পারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাৎসরিক সমাবর্তনে। এই সমাবর্তনে উপস্থিত থাকার জন্য শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। দিল্লি চাইছে, হাসিনা যদি আসেন, তা হলে ওই অনুষ্ঠানে মমতাও উপস্থিত থাকুন। এবং মমতার সঙ্গে শেখ হাসিনার মুখোমুখি কথা হোক। সেই কারণে দিল্লি চাইছে, আপাতত ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ গ্রহণ না করে হাসিনা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ গ্রহণ করুন। কেন্দ্রীয় সরকারের ধারণা, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর একান্ত সাক্ষাৎকার তিস্তা চুক্তি সংক্রান্ত বরফ গলিয়ে দিতে পারে। বাংলাদেশের এক কূটনীতিকের বক্তব্য, “দেরিতে হলেও নয়াদিল্লির এই বোধোদয় দু’দেশের কূটনৈতিক সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।”
বিস্তারিত...
‘প্রাপ্য আদায়ের’ জোড়া বৈঠক আজ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা ও নয়াদিল্লি
মোটামুটি ঘণ্টা দুয়েক উড়ান দূরত্বের ব্যবধানে আজ, মঙ্গলবার বিকালে জোড়া বৈঠকে বসছে ইউপিএ-২ সরকারের দুই শরিক কংগ্রেস-তৃণমূল। বিকেল পাঁচটায় দিল্লির ৭ রেসকোর্স রোডে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের বাসভবনে তাঁর কাছে পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তাঁদের ‘অবস্থান’ জানাবেন এবং ‘প্রাপ্য গুরুত্ব’ দাবি করবেন তৃণমূলের সাংসদরা। প্রায় একই সময়ে কলকাতার রাজভবনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রকে সঙ্গে নিয়ে বৈঠকে বসার কথা তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। যে বৈঠকে রাজ্যের তরফে দাবি জানানো হবে ‘প্রাপ্য’ আর্থিক সুবিধা নিয়ে। পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতে মমতার পরামর্শে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করছিল তৃণমূলের সংসদীয় দল। শেষ পর্যন্ত সোমবার লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক তথা কেন্দ্রীয় মন্ত্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জানানো হয়, মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী সময় দিয়েছেন। সেই অনুযায়ী এ দিনই তৃণমূলের অধিকাংশ সাংসদ দিল্লি রওনা হয়েছেন। বাকিরা যাবেন আজ সকালে। অন্য দিকে, প্রণববাবু এ দিন রাতেই কলকাতায় পৌঁছেছেন। আজ বিকেলে তিনি রাজভবনে যাবেন। আনুষ্ঠানিক ভাবে রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে তাঁর সঙ্গে রাজ্যপাল এম কে নারায়ণনের বৈঠক নির্ধারিত রয়েছে।
বিস্তারিত...
কী সে জীবাণু, বিভ্রান্তির জ্বরে কাহিল কলকাতা
নিজস্ব সংবাদাদাতা • কলকাতা
মাঝে-মধ্যে জ্বর উঠে যাচ্ছে ১০৩-১০৪ ডিগ্রিতে। গাঁটে গাঁটে অসহ্য ব্যথা। গায়ে লালচে দাগও। উপসর্গগুলো তো মোটামুটি চেনা! ডেঙ্গি কিংবা চিকুনগুনিয়া। অথচ এক বার রক্ত পরীক্ষায় কিচ্ছু মিলছে না। ফের অন্যত্র পরীক্ষা। তাতেও মিলছে না কোনও জীবাণুর অস্তিত্ব! শেষমেশ কলকাতা থেকে রক্তের নমুনা পাঠানো হল পুণেতে। কয়েকটা ক্ষেত্রে জানা গেল, রোগটি চিকুনগুনিয়া। বাকিদের রোগই ধরা পড়ছে না। নাম না-জানা জীবাণুর আক্রমণেএই মুহূর্তে মহানগরী দিশেহারা!পুজোর ঠিক পরেই কলকাতায় হানা দিয়েছে ওই অ-শনাক্ত জ্বর। চিকিৎসক ও জীবাণু-বিশেষজ্ঞেরা গোড়ায় ভেবেছিলেন, জীবাণু যা-ই হোক না কেন, অস্বস্তিকর আবহাওয়া কেটে তাপমাত্রা কমলেই তা আর বাঁচতে পারবে না। কিন্তু উত্তুরে বাতাসে এখন তো শীতের ছোঁয়া। তবু তার দাপট কমছে কোথায়? কমছে তো না-ই, বরং দিন দিন বাড়ছে। শিশু থেকে বৃদ্ধ কাউকেই ছাড়ছে না। স্বাস্থ্যবান যুবকদেরও কাহিল করে দিচ্ছে। রোগ ধরা না-পড়লেও উপসর্গ দেখে জীবাণু-বিশেষজ্ঞদের আন্দাজ, ডেঙ্গি-চিকুনগুনিয়ার মতো এই জ্বরের মূলেও কোনও মশাবাহিত ভাইরাস। যার চরিত্র জানা না-থাকায় ঝুঁকি এড়াতে বেশির ভাগ ক্ষেত্রে রোগীকে হাসপাতাল-নার্সিংহোমে ভর্তি হতে হচ্ছে। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের কেউ কেউ অভিযোগ তুলতে শুরু করেছেন যে, রোগের উৎস না-জেনে অনেক ক্ষেত্রে প্রথম থেকে কড়া মাত্রায় অ্যান্টিবায়োটিক প্রয়োগ করায় জটিলতা বাড়ছে।
বিস্তারিত...
কুড়ানকুলাম নিয়ে কেন্দ্র-রাজ্য বৈঠক আজ
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
বিরোধিতার মুখেও কুড়ানকুলামের পরমাণু বিদ্যুৎ প্রকল্প নিয়ে পিছু হঠছে না মনমোহন সরকার। বরং প্রকল্পটি সম্পর্কে তামিলনাড়ু সরকার ও স্থানীয় বাসিন্দাদের যাবতীয় আপত্তি ও আশঙ্কা দূর করতে যথাসাধ্য তৎপর এখন কেন্দ্র। মুখ্যমন্ত্রী জয়ললিতা প্রকল্পটির ব্যাপারে আপত্তি জানিয়ে রেখেছেন, ‘স্থানীয় মানুষ বিরোধিতা করছেন’ এই যুক্তি দেখিয়ে। তার উপর প্রাক্তন রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামের মতো ব্যক্তি প্রকল্পটিকে সম্পূর্ণ নিরাপদ বলে ছাড়পত্র দেওয়া সত্ত্বেও প্রকল্প-বিরোধীরা অবস্থান না পাল্টানোয় কেন্দ্র কিছুটা রুষ্টই। কেন্দ্রীয় সরকারের স্পষ্ট বক্তব্য, কুড়ানকুলাম নিয়ে পিছু হঠার কোনও প্রশ্ন নেই। এই পরিস্থিতিতে কেন্দ্রের ১৫ সদস্যের বিশেষজ্ঞ কমিটি কাল তিরুনেলভেলিতে রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসবেন। কুড়ানকুলাম নিয়ে বিশেষজ্ঞ পর্যায়ে কেন্দ্র-রাজ্য বৈঠক এই প্রথম। কালামের রিপোর্টের প্রসঙ্গ উঠবে সেখানেও। কারণ, কালাম স্পষ্টই জানিয়েছেন, কুড়ানকুলামের ক্ষেত্রে পরমাণু বিপর্যয়, বিকিরণজনিত বিপর্যয়, উচ্চতাপ উৎপাদন করার ক্ষেত্রে কোনও সমস্যা বা প্রকল্পের গঠনগত দিক থেকে বিপদের কোনও আশঙ্কা নেই। তেজস্ক্রিয় বর্জ্য পরিশোধন অঞ্চল থেকে বিকিরণ ছড়িয়ে পড়ারও আশঙ্কা নেই। মানুষের মনে বিপদের আশঙ্কা ঢোকানো হয়েছে বাইরে থেকে। কিংবা নিছক অজ্ঞানতার ফলেই তৈরি হয়েছে এই পরিস্থিতি। কালামের এই বক্তব্য জানার পরেও বরফ না গলায় আজ একই সঙ্গে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন কেন্দ্রীয় বিশেষজ্ঞ দলের সদস্য কে বালু।
বিস্তারিত...
টেস্ট এখন ভারতীয় অদৃষ্ট বনাম ক্যারিবীয় ভাগ্য
গৌতম ভট্টাচার্য • নয়াদিল্লি
কপিল দেব উত্তেজিত হয়ে বলেছিলেন, “জাতীয় প্রহসন!” লর্ডস টেস্টের প্রথম ইনিংসে কিপিং গ্লাভস খুলে ফেলে মহেন্দ্র সিংহ ধোনি নিজেই বল করতে নেমে পড়ায়। ভাবছিলাম, দিল্লিতে নিশ্চয়ই আছেন ভদ্রলোক। আর যদি না-ও থাকেন, মোবাইলে তো ধরলেই হয় কপিল, আজকেরটাকে কী বলবেন? জাতীয় ক্রিকেট কেলেঙ্কারি? টেস্ট ম্যাচের সেকেন্ড ডে-তে নতুন বল নিয়ে ইনিংস শুরু করছে দুই স্পিনার! উপমহাদেশেই বা ক’বার ঘটেছে? নাকি আদৌ ঘটেনি। এমন নয় যে, স্পিনার জুড়ির নাম কুম্বলে-হরভজন। বা বেদী-প্রসন্ন। তা হলে বলা যেত পালিশওয়ালা বলে স্পিন করানোর অভিজ্ঞতা আছে এবং নিছক স্কিলই এই পরিস্থিতিতে তাঁদের বোলিং অর্ডারে পদোন্নতি ঘটিয়েছে। এখানে জড়িতদের এক জন রবিচন্দ্রন অশ্বিন। বেচারি জীবনের প্রথম টেস্ট খেলছেন। অন্য জন প্রজ্ঞান ওঝার গোটা দশেক ম্যাচ পরে টিমে প্রত্যাবর্তন হয়েছে। প্রথম ইনিংসে ছয় ওয়েস্ট ইন্ডিয়ান উইকেট তো কী, আবার খুব দ্রুতই যদি টিম থেকে তিনি ছিটকে যান, হায়দরাবাদের পানওয়ালাও জিজ্ঞেস করবে না, “প্রজ্ঞান ভাই, এন আইতু?” কন্নড় ভাষায় কী হল? কোটলা পিচের বীভৎসতাই বোলিং অধিনায়ককে এঁদের সামনে আনতে বাধ্য করেছে। স্পিন তো বড় করানোর দরকার নেই। ক্যাপ্টেনের প্রেসক্রিপশন, উইকেট টু উইকেট রাখো। হাল্কা টার্নে।
বিস্তারিত...
‘আবর্জনামুক্ত’ করুন দল, ডাক দিলেন বুদ্ধদেব
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
দলকে ‘আবর্জনামুক্ত’ করার ডাক দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সোমবার সিপিএমের দমদম জোনাল কমিটি আয়োজিত এক সাধারণ সভায় বুদ্ধবাবু বলেন, তাঁরা দলকে ‘আবর্জনামুক্ত’ করার কাজে নেমেছেন। এ ব্যাপারে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্মেলন প্রক্রিয়ার মধ্যে দিয়ে দলকে আরও ‘আবর্জনামুক্ত’ করা হবে। বিধাননগরের একটি প্রেক্ষাগৃহে এই সাধারণ সভার আয়োজন করা হয়েছিল। বুদ্ধবাবু ছাড়াও বক্তা ছিলেন রাজ্য কমিটির সদস্য অমিতাভ নন্দী। সম্মেলন প্রক্রিয়া শুরুর আগে এই প্রথম বুদ্ধবাবু জেলা স্তরের কোনও সভায় বক্তৃতা করলেন। ঠিক হয়েছে, সম্মেলন প্রক্রিয়ায় তিনি আরও বিভিন্ন জেলায় যাবেন। দলের সময়োপযোগী মতাদর্শ সংক্রান্ত দলিল, বর্তমান পরিস্থিতিতে এ রাজ্যে আন্দোলনের রূপরেখা এবং ‘শুদ্ধকরণ’ নিয়ে বলবেন। এ দিনও তিনি এই তিনটি বিষয়ের অবতারণা করতে গিয়ে বলেন, মানুষ তাঁদের দলকে পরিচ্ছন্ন দেখত চায়। সেই লক্ষ্যেই সম্মেলনে ‘আবর্জনা’ দূর করা হবে। বুদ্ধবাবু বলেন, দলের সঙ্গে যুক্ত ‘অবাঞ্ছিত ও বাজে’ লোকেদের একাংশ ইতিমধ্যেই তৃণমূলে গিয়ে ‘আশ্রয়’ নিয়েছে। যারা আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ধরনের লোকেরা যাতে কোনও ভাবেই কমিটিতে না থাকতে পারে, তা আগামী দিনে নিশ্চিত করতে হবে।
বিস্তারিত...
রামবিলাস-পুত্রের ছবি দেখতে প্রেক্ষাগৃহে রাহুল
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
বছর খানেক আগে বিহার ভোটে যে রামবিলাস পাসোয়ানের সঙ্গে দূরত্ব বজায় রেখেছিলেন রাহুল গাঁধী, আজ তাঁরই অভিনেতা-পুত্র চিরাগ পাসোয়ানের নতুন ছবি দেখতে গেলেন তিনি। রামবিলাস পুত্রের এটিই প্রথম ছবি। ‘মিলে না মিলে হম’ নামে এই ছবিতে চিরাগের নায়িকা কঙ্গনা রানাউত। দক্ষিণ দিল্লির সাকেতে একটি প্রেক্ষাগৃহে আজ বিকেলে রামবিলাস পাসোয়ান ও চিরাগের সঙ্গে বসে ছবিটি দেখলেন রাহুল। পাসোয়ানের সঙ্গে গাঁধী পরিবারের তরুণ প্রজন্মের এই সখ্য স্বাভাবিক ভাবেই নতুন রাজনৈতিক জল্পনা উস্কে দিয়েছে। জনপথ রোডে সনিয়া গাঁধীর প্রতিবেশী রামবিলাস। ২০০৪ সালে ইউপিএ জোট গঠনের সময় রামবিলাসকে শরিক করার জন্য পায়ে হেঁটেই তাঁর বাড়িতে চলে গিয়েছিলেন সনিয়া। কংগ্রেসের তরফে আজ বলা হয়েছে, রামবিলাস ও তাঁর ছেলে চিরাগ অনেক বার করে রাহুলকে অনুরোধ করেছিলেন, যাতে তিনি ছবিটি দেখতে যান। রাহুল গেলে স্বাভাবিক ভাবেই ছবির একটা প্রচারও হবে।
বিস্তারিত...
এক নজরে...
•
ট্রলি পেয়েছেন! ভেবে নিন লটারি জিতলেন
দ্বিতীয় সংস্করণ
কলকাতা
জগদ্ধাত্রী ভাসান নিয়ে ফের গোলমাল, উত্তেজনা
বাঘা যতীনে ৩ দিন পরে দেহ শনাক্ত নিখোঁজ কিশোরের
রাজ্য
তফসিলি-নিগ্রহ মামলার
হাল বেহাল রাজ্যে
১৫ই থেকে জঙ্গলমহলে
ছাত্রীদের সাইকেল বিলি
দেশ
রাতারাতি ভোলবদল, ফের পাশাপাশি মোদী-আডবাণী
ব্যাঙ্ক কর্তাদের সঙ্গে বৈঠকে আজ প্রণব, নেই মমতা
বিদেশ
সরছেন পাপান্দ্রিউ, নতুন সরকার গড়তে আলোচনা
ব্যবসা
জঙ্গলমহলে লগ্নির ঝুঁকি নিতে
আরও সুবিধা চাইল শিল্প
খেলা
এক দিন হতেই পারে,
একটুও ঘাবড়াচ্ছি না
ড্যানিয়েলকে নিয়ে
তাড়াহুড়ো চান না সুব্রত
স্বাস্থ্য
ডাক্তার ‘কম’, ছুটির দিন
বন্ধ বাঙুরের ব্লাড ব্যাঙ
বেহাল ৬ হাসপাতাল ঘুরে
কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ সুপারদের
জীবজগত্
শুরু হল শহর সাফাই
সম্পাদকীয়
‘পরিবর্তন’ আসিতেছে?
শিক্ষাক্ষেত্রে সংস্কার
চাপিয়ে দিলে লাভ হবে?
কলকাতা
৩১.০/২০.২
আজকের দিনে
•
১৯২৭:
রাজনীতিক লালকৃষ্ণ আডবাণীর জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
আজকের জন্য
প্রতি মাসের ২১ তারিখে কলকাতার কথকতা নিয়ে
দীপাবলী, কালীপুজো, দীপান্বিতা লক্ষ্মীপুজো: এখন, অতীত ও পুরাণ
ইংকা সভ্যতার ‘মাচু পিচু’ বিংশ শতাব্দীর সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক আবিষ্কার! পাশাপাশি উগান্ডার রাজধানী থেকে অল্প দূরের পাঙ্গা অভয়ারণ্যে মানুষখেকো ‘পিঁপড়ে’ আর মার্কিন মুলুকের গিঙ্গো পেট্রিফায়েড ফরেস্টে রয়েছে ‘র্যাটল স্নেক’-এর হাতছানি। ঐতিহাসিক থেকে প্রাগৈতিহাসিক এমনই সব জায়গার কথ্যচিত্রের পাশাপাশি ছবিতে শোনানো হল ‘মেইন’-এর গল্প।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.