ক’দিন আগে ঝাড়গ্রামে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত জঙ্গলমহলের ছাত্রীদের সাইকেল বিলি করা হবে। সেই মতো জঙ্গলমহলের তিনটি জেলার (বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর) মাওবাদী উপদ্রুত ২৩টি ব্লকের ছাত্রীদের জন্য সাইকেল বরাদ্দ করল রাজ্য সরকার।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী ১৫ নভেম্বর থেকে সাইকেল বিলির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। ২৪ ডিসেম্বরের মধ্যেই সাইকেল বিলি শেষ করতে হবে। সব মিলিয়ে ৩৮ হাজার ৯৩৯টি সাইকেল দেওয়া হবে। কোন ব্লকে কত জন ছাত্রীকে সাইকেল দেওয়া হবে, কবে দেওয়া হবে তা-ও জানিয়ে দিয়েছে সরকার। ইতিমধ্যেই জেলাশাসকদের কাছে সেই তালিকা পৌঁছে গিয়েছে। কোন ব্লকে কতগুলি সাইকেল রাখার ব্যবস্থা রয়েছে, ক’দিনে সাইকেল বিলি করা যাবে, কী ভাবে তা বিতরণ করা হবে তা জানতে চেয়েছে জেলা প্রশাসন। তারপরই সাইকেল তৈরির সংস্থাকে সাইকেল পাঠাতে বলা হবে। পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত বলেন, “সরকার সাইকেল বরাদ্দ করে দিয়েছে। দিনও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়েই সাইকেল দেওয়া হবে।”
পশ্চিম মেদিনীপুরে মাওবাদী উপদ্রুত ব্লকের সংখ্যা সব থেকে বেশি ১১টি। তাই এই জেলা থেকেই সাইকেল বিলি শুরু হবে। আগামী ১৫ নভেম্বর বিনপুর ১ ব্লক দিয়ে শুরু হবে এই কর্মসূচি। বাঁকুড়া ও পুরুলিয়ায় ১৮ তারিখ থেকে সাইকেল বিলি শুরু হবে। বাঁকুড়ার সারেঙ্গা ও পুরুলিয়ার আড়শা ব্লকে প্রথম সাইকেল দেওয়া হবে। তারপরে নির্দিষ্ট দিনে প্রতিটি ব্লকেই চলবে সাইকেল বিতরণ অনুষ্ঠান।
বাঁকুড়ার ৪টি মাওবাদী উপদ্রুত ব্লকের জন্য ১০ হাজার ১৮টি সাইকেল বরাদ্দ হয়েছে। পুরুলিয়ার ৮টি উপদ্রুত ব্লকের জন্য বরাদ্দ হয়েছে ১১ হাজার ৬৯৪টি সাইকেল। আর পশ্চিম মেদিনীপুরের ১১টি উপদ্রুত ব্লকের জন্য ১৭ হাজার ২২৭টি সাইকেল বরাদ্দ করা হয়েছে। |