বর্ধমান |
ডাক্তারকে হেনস্থায়
অভিযুক্ত
ওসি,
তদন্তের নির্দেশ |
নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: মহিলাদের কটূক্তি করছিল এক দল যুবক। তার প্রতিবাদ করায় তাঁকে মারধর করে তারা। খবর পেয়ে পুলিশ এসে উল্টে তাঁকেই হেনস্থা করে বলে অভিযোগ কালনার বারুইপাড়ার চিকিৎসক বিশ্বজিৎ মণ্ডলের। তাঁর দাবি, গত ১০ অক্টোবরের এই ঘটনা প্রশাসনের বিভিন্ন স্তরে চিঠি পাঠিয়ে জানিয়েও কোনও সুরাহা মেলেনি। তাই ৫ নভেম্বর কালনা এসিজেএম আদালতে কালনা থানার ওসি অমিত মিত্র, এসআই সুজিতকুমার মণ্ডল-সহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। |
|
কচুরিপানায় ঢাকা পড়েছে বিল, বিপাকে মৎস্যজীবীরা |
নিজস্ব সংবাদদাতা, কালনা: ঘন কচুরিপানায় ঢেকেছে পূর্বস্থলী ১ ব্লকের বাঁশদহ বিল। বিপাকে পড়েছেন কয়েকশো মৎস্যজীবী। সম্প্রতি জেলাশাসক ওঙ্কার সিংহ মিনা ওই বিল পরিদর্শনে যান। তিনি উপযুক্ত ব্যবস্থার আশ্বাস দিয়েছেন। শ্রীরামপুর পঞ্চায়েত এলাকায় রয়েছে অই জলাশয়টি। আয়তন প্রায় ৬৫ একর। বহু বছর ধরে এই বিলে মাছ ধরে সংসার চালান বিদ্যানগর, বড়কোবলা, ছোটকোবলা-সহ বেশ কয়েকটি এলাকার মৎস্যজীবীরা। ওই সব এলাকার মৎস্যজীবীদের নিয়ে তৈরি হয়েছে কোবলা-চাপাহাটি মৎস্যজীবী সমবায়। তার তরফে বিভিন্ন সময়ে মাছের চারাও ছাড়া হয়। |
|
|
আড্ডা-বিরিয়ানিতেই
মৌসম
ঈদ কাটালেন
কেতুগ্রামে |
|
|
টুকরো খবর |
|
আসানসোল-দুর্গাপুর |
জল-বিদ্যুৎ কিছুই নেই স্কুল চলছে দু’টি ঘর নিয়ে |
|
নিজস্ব সংবাদদাতা, জামুড়িয়া: দু’বছর আগে চালু হয়েছে স্কুল। পঞ্চম থেকে অষ্টম, চার শ্রেণির পড়াশোনা চালানোর জন্য রয়েছে মাত্র দু’টি ক্লাসঘর। জল নেই, বিদ্যুৎ নেই, চেয়ার-বেঞ্চও নেই। এমন অবস্থাতেই চলছে জামুড়িয়ার কেন্দা জুনিয়র হাইস্কুল।
স্কুল সূত্রে জানা যায়, ২০০৯ সালে সর্বশিক্ষা অভিযানের তরফে দেওয়া প্রায় সাড়ে চার লক্ষ টাকায় গড়ে ওঠে কেন্দা হিন্দি জুনিয়র উচ্চ বিদ্যালয়। |
|
নিজস্ব সংবাদদাতা, আসানসোল: সিপিএমের হিরাপুর-কুলটি জোনাল কমিটি ভেঙে দু’টি কমিটি গড়া হবে। বার্নপুর ও কুলটিতে দলের শাখা সম্মেলনের আগে এমনই জানালেন ওই জোনাল কমিটির সম্পাদক অশোক মুখোপাধ্যায়। লোকাল কমিটির সংখ্যাও বাড়ানো হচ্ছে। এ ছাড়া, এ বার লোকাল ও জোনাল সম্মেলনগুলিতে দলের মধ্যে শুদ্ধকরণের কাজও হবে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে এই দুই শহরের লোকাল কমিটির সম্মেলন। |
ভাগ হবে বেশ কয়েকটি
কমিটি, জানাল সিপিএম |
|
মন্দির থেকে
চুরি গেল গয়না |
|
|
টুকরো খবর |
|
|
|
খুশির ঈদ |
|
|