মন্দির থেকে গয়না চুরি হল রবিবার গভীর রাতে। দুর্গাপুরের বি-জোনে ঘটনাটি ঘটে। মূর্তির গায়ের মূল্যবান গয়না চুরি গিয়েছে বলে জানিয়েছেন ওই কালী মন্দিরের পুরোহিত প্রবীর চক্রবর্তী। পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতো বি-জোনের নাগার্জুন রোডের ওই মন্দিরে পুজো সেরে মন্দিরের ফটকে তালা দিয়ে বাড়ি গিয়েছিলেন পুরোহিত প্রবীরবাবু। সোমবার সকালে স্থানীয় বাসিন্দা সোমা ভট্টাচার্য মন্দিরে প্রণাম করতে গিয়ে দেখেন ফটকের তালা ভাঙা। |
সঙ্গে সঙ্গে তিনি প্রবীরবাবুকে খবর দেন। খবর ছড়িয়ে পড়তেই বাসিন্দারা মন্দির চত্বরে ভিড় জমান। মন্দিরের ভিতরে ঢুকে স্থানীয় বাসিন্দারা দেখেন, মূর্তির গায়ের সমস্ত গয়না উধাও। সোমাদেবী বলেন, “প্রথমে বুঝতে পারিনি যে মূর্তির গায়ে গয়না নেই। পরে ফটকের তালা ভাঙা দেখে সন্দেহ হওয়ায় প্রবীরবাবুকে খবর দিই।”
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হয়। তবে বাসিন্দারা সে ভাবে পুলিশকে কোনও সূত্র দিতে পারেননি বলেই জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। |