শহর পরিচ্ছিন্ন রাখতে ‘অপারেশন ক্লিন অ্যান্ড গ্রিন’ শুরু হয়েছে পুরুলিয়ায়। রবিবার সকাল ৬টায় পুরুলিয়া শহরের বাসস্ট্যান্ডে এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন জেলাশাসক অবনীন্দ্র সিংহ। পুরুলিয়া শহরের পাশাপাশি রঘুনাথপুর ও ঝালদা পুর-শহরকে পরিচ্ছন্ন রাখা ও সবুজায়নের লক্ষ্যে এই কর্মসূচি নিয়েছে জেলা প্রশাসন। রবিবার সকালে নিজেই ঝাঁটা হাতে আবর্জনা পরিষ্কার করার কাজে নেমে পড়েন জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) হৃষিকেশ মুদি, পুরুলিয়ার পুরপ্রধান তারকেশ চট্টোপাধ্যায়-সহ বিভিন্ন আধিকারিকেরা। শহর পরিষ্কার রাখতে নাগরিকদের সচেতন করে তুলতে এই কর্মসূচি বলে জানানো হয়েছে।
|
হাতির জন্য আটকাল পথ
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
জাতীয় সড়কে যানবাহন দাঁড় করিয়ে পার করানো হল বুনো হাতির পাল। সোমবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটে শিলিগুড়ির অদূরে নকশালবাড়ি অটল চা বাগানের কাছে। লাগোয়া দলমার জঙ্গল থেকে হাতির পাল শিলিগুড়ি-নকশালবাড়ি জাতীয় সড়ক পেরিয়ে উত্তমছাট এলাকায় যাওয়ার সময়ে যানবাহন আটকে পড়ে। সেগুলি যাতে হাতির হামলার শিকার না-হয় তাই বন দফতর প্রায় আধ ঘণ্টা যান চলাচল বন্ধ রাখে। হাতির পাল পেরোলে ফের যান চলাচল শুরু হয়। ধান পেকে যাওয়ায় প্রায় দেড়শো বুনো হাতির পাল ওই এলাকায় ঘোরাঘুরি করছে। রাত নামলেই হাতির পাল ধান খেতে নেমে পড়ছে। তাদের ঠেকাতে নাকাল বনকর্মীরা। এদিন দলটি জঙ্গল থেকে বার হতেই বনকর্মীরা সড়ক পাহারায় নামেন। নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির বন কর্মাধ্যক্ষ সুনীল ঘোষ বলেন, “হাতির পাল জাতীয় সড়ক পার হওয়ার সময়ে কোনও বিপদ হয়নি। হাতিরা যাতে ধানখেতে নামতে না-পারে সেই জন্য উত্তম ছাট এলাকার বনকর্মীদের সতর্ক করা হয়েছে।”
|
নিয়মিত সাফাইয়ের অভাবে অপরিচ্ছন্ন আসানসোল আদালত চত্বর। ছবি: শৈলেন সরকার।
|
পাচার, ধৃত
নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
রবিবার গভীর রাতে তিস্তা নদী দিয়ে কাঠ পাচার করতে গিয়ে বনকর্মীদের হাতে ধরা পড়েছে এক পাচারকারী। রবিবার সন্ধ্যেয় খবর পেয়ে জলপাইগুড়ির বোদাগঞ্জ এলাকার বনকর্মীরা ওদলাবাড়ি লাগোয়া এলাকায় তিস্তা নদীতে নজরদারি শুরু করেন। রাত দুটো নাগাদ ওদলাবাড়ি থেকে জলপাইগুড়িতে নদী পথে নৌকা নিয়ে পাচারকারীদের আসতে দেখে বনকর্মীরা তাড়া করেন। বন দফতর সুত্রে জানা গিয়েছে, গোকুল দাস নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে। তার থেকে প্রায় ১ লক্ষ টাকার কাঠ উদ্ধার হয়েছে। বোদাগঞ্জের রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত বলেন, “সন্ধে বেলা খবর পেয়ে রাতে নদীতে নজরদারি শুরু করা হয়। ধৃত ব্যক্তিকে জেরা করে মারফত এলাকায় কাঠ পাচারকারী দলের সন্ধান পাওয়া যাবে।”
|
চা বাগানে বুনোরা
নিজস্ব সংবাদদাতা • মালবাজার |
চা বাগানে দাপিয়ে বেড়াল প্রায় ১৫ টি হাতির একটি দল। রবিবার রাতে ডুয়ার্সের নেপুচাপুর চা বাগানে ঢোকে দলটি। লাগেয়া প্রায় ৪০ বিঘা জমির ধান নষ্ট করেছে হাতির দলটি। বনদফতর সূত্রে জানা গিয়েছে, ভোর হওয়ার মুখে হাতির দলটি গরুমারা জঙ্গলের ভিতরে ঢুকে পড়ে। |