|
|
|
|
এক দিন হতেই পারে, একটুও ঘাবড়াচ্ছি না |
গৌতম ভট্টাচার্য • নয়াদিল্লি |
যথেষ্ট ঠাঁটের সঙ্গে সাংবাদিক সম্মেলনে এসে কথা বলে গেলেন বীরেন্দ্র সহবাগ। কতটা তাঁর মনের কথা, কতটা গেমসম্যানশিপ, ঠিক বোঝা গেল না। তবে যে ভাবে ব্যাট করেন, সে ভাবেই মিডিয়ার সঙ্গে কথা বললেন।
প্রশ্ন: ডারেন স্যামি একটু আগে বলে গেলেন তিনশোর কাছাকাছি রান ভারতের সামনে ঝুলিয়ে দিতে পারলে ক্যারিবিয়ানরা নিশ্চিন্ত থাকবে। আপনি কী মনে করেন?
সহবাগ: আমি তো ভেবেছিলাম স্যামি আপনাদের হাজার রানের কথা বলবে। বলেনি হাজার রানের কথা?
প্র: এক দিনে ১৭ উইকেট পড়ার ব্যাখ্যা কী ভাবে করবেন? উইকেট কি জঘন্য নয়?
সহবাগ: উইকেটের দোহাই দেব না। এমন কিছু খারাপ ছিল না। আমাদের এখানে তো এ রকম উইকেটই হয়ে থাকে।
প্র: প্রথম ইনিংসে খারাপ ব্যাটিংয়ের তা হলে ব্যাখ্যা কী?
সহবাগ: টেস্ট ক্রিকেটে এক-আধ দিন হয়েই থাকে। একটুও ঘাবড়াচ্ছি না। পরপর উইকেটগুলো পড়ে গেছে। কিন্তু সবাই খুব ভাল ব্যাটসম্যান। সবাইজানে কী করতে হবে। দ্বিতীয় ইনিংসে সবাই তৈরিও থাকবে। এই ভুল আর হবে না।
প্র: কাল সকালে আপনাদের লক্ষ্য কী?
সহবাগ: লক্ষ্য যত তাড়াতাড়ি পারা যায় ওদের অল আউট করা। লিড যাতে আড়াইশোর ওপর চলে না যায়। ফোর্থ ইনিংসে আড়াইশো রান আমরা অবশ্যই চেজ করব।
প্র: উইকেট?
সহবাগ: না, না। উইকেট কোনও সমস্যা হবে না।
প্র: তা হলে ম্যাচের অবস্থাকে কী ভাবে ব্যাখ্যা করবেন?
সহবাগ: ম্যাচ ৫০-৫০। ওরাও আছে। আমরাও আছি।
প্র: বলতে গেলে আপনার কামব্যাক হল। ব্যাট করতে কেমন লাগছে?
সহবাগ: খুব ভাল লাগছিল। ধন্ধের মধ্যেও ছিলাম। হঠাৎ আউট হয়ে গেলাম। হাতে আর দুটো টেস্ট ম্যাচ আর কোটলার একটা ইনিংস পাচ্ছি। আজকের হাফসেঞ্চুরিটা সেঞ্চুরিতে নিয়ে যেতে হবে।
প্র: আপনি মন থেকে বলছেন উইকেট খারাপ নয়?
সহবাগ: দেখুন, এই উইকেটে বাউন্স নেই। পেস নেই। খুব সত্যি কথা। বল তো আসছেই না। হালকা রিভার্স করছে। আর সারাক্ষণ নীচে থাকছে। ব্যাট করার পক্ষে মোটেও সহজ অবস্থা নয়। কিন্তু উপায় নেই। এই পরিস্থিতিই মানিয়ে নিতে হবে। |
|
|
|
|
|