l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
সিপিএম নেতার বাড়ি-দোকানে
হামলা, স্ত্রীকেও মারধরের নালিশ
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ
এক সিপিএম নেতার বাড়ি ও দোকানঘর ভাঙচুর এবং তাঁর স্ত্রীকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ করতে গেলে ওই নেতার প্রতিবেশী তথা দলীয় কর্মীকেও লাঠি-রড দিয়ে বেধড়ক পেটানো হয় বলে অভিযোগ। রবিবার রাতে আরামবাগের মোবারকপুর গ্রামের ঘটনা। মানিক পোড়েল নামে আহত সিপিএম কর্মীকে রাতেই আরামবাগ হাসপাতালে ভর্তি করানো হয়। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। যে সিপিএম নেতার বাড়িতে রবিবার রাতে হামলা হয়, তাঁর নাম লক্ষ্মণ ঘোড়ুই। তিনি সিপিএমের মোবারকপুর শাখা কমিটির সদস্য। অশান্তির আঁচ পেয়ে রবিবার সন্ধ্যাতেই তিনি বাড়ি ছাড়েন। তাঁর স্ত্রী ভারতীদেবী বাড়িতেই ছিলেন। তিনি ২০০৩ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত সালেপুর-১ পঞ্চায়েতের সদস্য ছিলেন। দম্পতির ছেলে সঞ্জয় ওই পঞ্চায়েতের ১০০ দিনের কাজ প্রকল্পের সুপারভাইজার।
লক্ষ্মণবাবুর অভিযোগ, “১০০ দিনের প্রকল্পে দুর্নীতির অপবাদ দিয়ে আড়াই লক্ষ টাকা জরিমানা করে তৃণমূল। তা দিতে অস্বীকার করায় প্রতিদিনই হুমকি দিচ্ছিল। চার দিন ধরে হুমকির মাত্রা বেড়ে গিয়েছিল। পুলিশে খবর দিয়েছিলাম। সেই কারণেই আমার বাড়ি ও গির্জাতলায় মুদি-দোকানে ভাঙচুর চালানো হল।”
বিস্তারিত...
বহিরাগত দুষ্কৃতীদের ঠেকাতে
পুলিশ ‘নিষ্ক্রিয়’, ক্ষোভ চরমে
নিজস্ব সংবাদদতা • শিলিগুড়ি
বরযাত্রী হিসেবে আসা দুষ্কৃতীদের দৌরাত্ম্যের প্রতিবাদ করতে গিয়ে তাদেরই গুলিতে এলাকার এক যুবকের প্রাণ গিয়েছে। গুলিবিদ্ধ হয়ে আর এক জন নার্সিংহোমে চিকিৎসাধীন। রবিবার রাতের ঘটনায় তুমুল ক্ষিপ্ত এনজেপি স্টেশন লাগোয়া এলাকার মানুষ। তবে স্রেফ দুষ্কৃতী-হামলা তাঁদের ক্ষোভের কারণ নয়। এলাকাবাসীর বক্তব্য, “এমনিতেই স্থানীয় সমাজবিরোধীরা যথেষ্ট উৎপাত করে। কিন্তু রবিবারের ঘটনায় যারা জড়িত, তারা বহিরাগত। আমরা বহু বার পুলিশকে বলেছি, এলাকার গুন্ডাগুলোকে নিয়ন্ত্রণ করুন। তাতে বহিরাগত দুষ্কৃতীদের আনাগোনাও ঠেকানো যাবে। কিন্তু পুলিশ সেই নিষ্ক্রিয়ই। কাজের কাজ যে হয়নি, তার প্রমাণ মিলল রবিবার। ” এনজেপি স্টেশন লাগোয়া এলাকায় স্থানীয় দুষ্কৃতীদের দৌরাত্ম্য নতুন কিছু নয়। কিন্তু অনেক এলাকাবাসীরই অভিযোগ, ওই এলাকায় বিদেশি পণ্য চোরাচালান, গাড়ি চুরির মতো কাজে এলাকার দুষ্কৃতীদের সঙ্গে বাইরের কিছু সমাজবিরোধীর নিয়মিত লেনদেন হয়। রাত বাড়লে তাদের আসর জমে।রবিবার এনজেপি স্টেশন লাগোয়া শহিদ কলোনির বাসিন্দা দীনেশ রায়ের এক আত্মীয়ার সঙ্গে রায়গঞ্জের গাড়ির চালক নিতাই বর্মনের বিয়ে হয়। পুলিশের দাবি, সেই বিয়েতে বরযাত্রী হিসেবে আসা রায়গঞ্জের কাশীবাটির বাসিন্দা পলাশ বর্মন এবং গৌর বর্মন পুরনো দুষ্কৃতী। পলাশ ও গৌরের বিরুদ্ধে ডালখোলা জিআরপি-তে একটি খুনের মামলা চলছে।
বিস্তারিত...
বাঁকুড়ায় ৬ তৃণমূল নেতাকে নিরাপত্তারক্ষী
দেবব্রত দাস • খাতড়া
মাওবাদী হামলার আশঙ্কায় এ বার বাঁকুড়ার জঙ্গলমহলে ছ’জন তৃণমূল নেতাকে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী দিল প্রশাসন। যে ছ’জন দেহরক্ষী পেয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন তৃণমূলের সারেঙ্গা ব্লক সভাপতি ধীরেন্দ্রনাথ ঘোষ, রাইপুর ব্লক সভাপতি জগবন্ধু মাহাতো, রানিবাঁধ ব্লক সভাপতি সুনীল মণ্ডল। এ ছাড়াও রানিবাঁধের বাসিন্দা তথা তৃণমূলের তফসিলি জাতি-উপজাতি-ওবিসি সেলের জেলা সভাপতি গৌর টুডু ও তাঁর স্ত্রী বিভাবতী দেবীকে নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছে। নিরাপত্তারক্ষী পেয়েছেন জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি শ্যামল সরকারও। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি মাওবাদীদের গতিবিধি জঙ্গলমহলে ফের বেড়েছে। এ বার তাঁদের ‘নিশানায়’ সিপিএমের পাশাপাসি তৃণমূলের নেতা-কর্মীরাও। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন সরকার ক্ষমতায় আসার পরে ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ইতিমধ্যেই তিন জন তৃণমূলকর্মীকে খুনের অভিযোগ উঠেছে মাওবাদীদের বিরুদ্ধে। এই অবস্থায় বাঁকুড়ার মাওবাদী উপদ্রুত তিনটি ব্লকের তৃণমূল সভাপতি-সহ ৬ জনকে নিরাপত্তারক্ষী দেওয়া হয়েছে পুলিশের তরফে। বাঁকুড়ার পুলিশ সুপার এ প্রসঙ্গে অবশ্য বিশদে কিছু বলতে চাননি। তাঁর মন্তব্য, “নিরাপত্তার স্বার্থেই ওই তৃণমূল নেতাদের রক্ষী দেওয়া হয়েছে।” জেলা পুলিশের এক পদস্থ কর্তা জানিয়েছেন, এই নিরাপত্তারক্ষী দেওয়ার সিদ্ধান্ত হয়েছে ‘উপরতলার’ নির্দেশে। এর বেশি কিছু তিনি বলতে চাননি।
বিস্তারিত...
৩ সিপিএম সমর্থক প্রহৃত
নন্দীগ্রামে, অভিযুক্ত তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • তমলুক
নন্দীগ্রামের ‘নিখোঁজ-কাণ্ডে’ তদন্ত নেমেছে সিআইডি। চলছে ধরপাকড়। এরই মধ্যে সদ্য গ্রামে ফেরা নন্দীগ্রামের তিন সিপিএম সমর্থককে মারধরের পর রাতভর আটকে রাখার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ২০০৭ সালের ১০ নভেম্বর ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির মিছিলে হামলার ঘটনায় তাঁরা প্রত্যক্ষ ভাবে যুক্ত বলেই দাবি শাসকদলের স্থানীয় নেতৃত্বের। সোমবার সকালে খবর পেয়ে গোকুলনগর পঞ্চায়েত অফিসের সামনে থেকে ওই তিন জনকে উদ্ধার করে স্থানীয় ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার ব্যবস্থা করে নন্দীগ্রাম থানার পুলিশ। পরে ওই তিন জনকে নন্দীগ্রাম থানায় আনা হয়। আটক তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য রাতেই সিআইডি-র একটি দল নন্দীগ্রামের উদ্দেশে রওনা দেয়। তৃণমূলের পূর্ব মেদিনীপুর জেলা সাধারণ সম্পাদক মামুদ হোসেনের দাবি, “এক সময় জমিরক্ষা আন্দোলনকারীদের উপরে অত্যাচারে জড়িত ছিল এই সিপিএম কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ থেকেই ঘটনাটি ঘটেছে।” সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য নিরঞ্জন সিহি অবশ্য বলেন, “ওঁদের বিরুদ্ধে সত্যিই কোনও অভিযোগ থাকলে পুলিশের হাতে তুলে দেওয়া যেত। কিন্তু তা না করে যে ভাবে মারধর করে রাতভর ফেলে রাখা হয়েছিল, তাতে নন্দীগ্রামে তৃণমূলের সন্ত্রাসের ছবিই পরিষ্কার।”
বিস্তারিত...
তৃণমূলের হামলা যুব শিবিরে, ‘ক্ষুব্ধ’ কংগ্রেস
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম ও কলকাতা
যুব কংগ্রেসের সাংগঠনিক প্রশিক্ষণ শিবির চলাকালীন হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের নয়াগ্রামে। কেন্দ্র এবং রাজ্যে একসঙ্গে জোট সরকারে থেকেও কেন তাঁদের বারবার তৃণমূলের হামলার শিকার হতে হবে, এই নিয়ে সাম্প্রতিক কালে সরব কংগ্রেস নেতৃত্ব। নয়াগ্রামে এ দিনের ঘটনায় স্বভাবতই দুই শরিকের মধ্যে ‘টানাপোড়েন’ তৈরি হয়েছে। যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী ও সাংসদ মৌসম বেনজির নূর জানিয়েছেন, দলের হাইকম্যান্ডের পাশাপাশি জোট সরকারের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বিষয়টি জানানো হবে। কংগ্রেসের অভিযোগ, তৃণমূলের নয়াগ্রাম ব্লক সভাপতি উজ্জ্বল দত্ত, ব্লক সাধারণ সম্পাদক অর্ধেন্দু পাত্র এবং ব্লক যুব তৃণমূল সভাপতি উৎপল সেনাপতির নেতৃত্বেই প্রশিক্ষণ শিবিরের হামলা হয়েছে। ঝাড়গ্রাম পুলিশ জেলার সুপার গৌরব শর্মা বলেন, “এই ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।” তৃণমূল নেতা উজ্জ্বলবাবু অবশ্য এই ঘটনার সঙ্গে তাঁদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছেন, ‘সিপিএমের হার্মাদ’রা ওই সভায় ছিল বলে স্থানীয় মানুষই প্রতিবাদ করেছেন! যুব কংগ্রেসের সংগঠন ঢেলে সাজতে বিধানসভা ভিত্তিক প্রশিক্ষণ শিবির হচ্ছে বিভিন্ন এলাকায়। নয়াগ্রাম থানার অদূরে কমিউনিটি হলে এ দিন শিবিরে উপস্থিত ছিলেন ব্লকের ৪২ জন যুব কংগ্রেস সদস্য। ছিলেন দিল্লি থেকে আগত সর্বভারতীয় যুব কংগ্রেসের দু’জন প্রশিক্ষকও।
বিস্তারিত...
আড্ডা-বিরিয়ানিতেই মৌসম
ঈদ কাটালেন কেতুগ্রামে
নিজস্ব সংবাদদাতা • কেতুগ্রাম
আজ আর রাজনীতির প্রশ্ন করবেন না। আজ ঈদ। কংগ্রেস-তৃণমূল-সিপিএম, সকলের খুশির দিন। সোমবার কেতুগ্রামের রাজুরগ্রামে মামাশ্বশুরের বাড়িতে বসে বললেন রাজ্য যুব কংগ্রেসের সভাপতি তথা সাংসদ মৌসম বেনজির নূর। তাঁর সাফ কথা, “আজ কোনও রাজনীতির আলোচনা নয়। শুধু বাড়ির সকলের সঙ্গে আনন্দ করব।” বিয়ের পর থেকে দ্বিতীয় বার মামাশ্বশুরের বাড়িতে এলেন মৌসম। তবে খুশির উৎসবে এই প্রথম। গত শনিবার তিনি আমেরিকা থেকে দিল্লি পৌঁছন। রবিবার বিকেলে কলকাতা থেকে সোজা চলে আসেন রাজুরগ্রামে। সঙ্গে ছিলেন স্বামী মির্জা কায়েশ বেগ। সোমবার দুপুরে বললেন, “বিমানযাত্রার ধকল এখনও কাটেনি। দু-তিন দিন ভাল করে ঘুমোতে চাই।” তিনি রাজুরগ্রামে আসার আগেই আসানসোল থেকে পৌঁছে গিয়েছেন শাশুড়ি মমতাজ বেগ। তিনি বলেন, “মৌসমের প্রিয় খাবার বিরিয়ানি। তাই আজ বিরিয়ানি রান্না হয়েছে। সঙ্গে চিলি চিকেন। আর আমাদের বাড়ির স্পেশাল মেনু আতপ চালের রুটি তো আছেই।” এ দিন সকালে উঠেই নামাজ পড়েছেন মৌসম। রাজ্য যুব কংগ্রেসের সভাপতি তথা সাংসদের কথায়, “রাজনীতির কাজের জন্য তো সময়ই পাই না। ফি বছর এই দিনটিতে শ্বশুরবাড়ির সবাই রাজুরগ্রামে যান। গত বার লোকসভার অধিবেশন চলার জন্য আসতে পারিনি। এ বার চলে এলাম। সকলের সঙ্গে আলাপ হবে।”
বিস্তারিত...
দু’টি নির্মাণই বন্ধের নির্দেশ মন্ত্রীর
নিজস্ব সংবাদদাতা • নলহাটি ও বোলপুর
পরিদর্শনে এসে নির্মীয়মাণ নিয়ন্ত্রিত বাজারের কাজ আপাতত বন্ধ রাখার নির্দেশ দিলেন রাজ্যের কৃষি বিপণন দফতরের মন্ত্রী অরূপ রায়। নলহাটিতে ওই বাজার নির্মাণের কাজে ব্যবহৃত ইট, বালি, সিমেন্ট-সহ অন্যান্য সামগ্রী নিম্নমানের বলে অভিযোগ মন্ত্রীর। ওই নির্মাণ যে কোনও সময়ে ভেঙে পড়তে পারে। তাই ওই সব সামগ্রীর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে দেখা হবে বলে জানিয়েছেন অরূপ রায়। রবিবার বিকেলে আচমকা পরিদর্শনে এসে ওই সমস্ত নমুনা সংগ্রহ করেন তিনি। ওই একই অভিযোগে সোমবার তিনি বোলপুরের ২ নম্বর ওয়ার্ডের লায়েকবাজার এলাকার একটি হাইড্রেনের কাজ বন্ধ করে দেন এবং নমুনা সংগ্রহও করেছেন। সেই সঙ্গে বোলপুরের সব্জি বাজার ঘুরে দেখেন। রাজ্য কৃষি বিপণন দফতর সূত্রে জানা গিয়েছে, নলহাটিতে কবি ইকবাল কৃষি বিপণন কেন্দ্র নির্মাণের জন্য আগের বামফ্রন্ট সরকারের আমলে ৩ কোটি ৭৮ লক্ষ টাকা অনুমোদন হয়। ওই টাকায় নলহাটিতে রাজ্য সরকারের কৃষি গবেষণাগা খামারের ৫ একর জায়গায় কৃষি বিপণন কেন্দ্র গড়ে তোলার কথা। সেখানে কৃষকদের জন্য ৪৮টি দোকান নির্মাণ করা হচ্ছে। সেই সঙ্গে ৮টি গুদামঘর নির্মাণ করা হবে। ওই সব গুদামে এলাকায় উৎপাদিত কৃষিজাত পণ্য যেমন মজুত রাখা হবে তেমনি ব্যবসায়ীদেরও পণ্য মজুর রাখার জন্য গুদাম ভাড়া দেওয়া হবে।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
সিপিএম-তৃণমূল
সংঘর্ষ, জখম ৭
টাকা ফেরতের আবেদন
অর্থমন্ত্রীর দ্বারস্থ শতাধিক
দক্ষিণবঙ্গ
গণপ্রহারে জখম
চার ছিনতাইকারী
পাড়ার অদূরে জলপ্রকল্প,
বাসিন্দারা ভুগছেন জলকষ্টে
বর্ধমান
ডাক্তারকে হেনস্থা,
অভিযুক্ত ওসি
ভাগ হবে বেশ কয়েকটি
কমিটি, জানাল সিপিএম
পুরুলিয়া
প্ল্যাটফর্ম বাড়ানোর
দাবি বাঁকুড়া স্টেশনে
টোল আদায় নিয়ে
ক্ষুব্ধ পর্যটনমন্ত্রী
মুর্শিদাবাদ
জলবন্দি চেহারা বদলাতে
নিকাশিতে নজর করিমপুরে
প্রশাসনে ভরসা নেই,
ভাঙন রোধে পুজো
মেদিনীপুর
অশান্তি ভুলে
রাস জঙ্গলমহলে
দিল্লি যাচ্ছে পড়ুয়াদের
ডোকরার কাজ
কলকাতা
৩১.০/২০.২
আজকের দিনে
•
১৯২৭:
রাজনীতিক লালকৃষ্ণ আডবাণীর জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
আজকের জন্য
প্রতি মাসের ২১ তারিখে কলকাতার কথকতা নিয়ে
দীপাবলী, কালীপুজো, দীপান্বিতা লক্ষ্মীপুজো: এখন, অতীত ও পুরাণ
ইংকা সভ্যতার ‘মাচু পিচু’ বিংশ শতাব্দীর সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক আবিষ্কার! পাশাপাশি উগান্ডার রাজধানী থেকে অল্প দূরের পাঙ্গা অভয়ারণ্যে মানুষখেকো ‘পিঁপড়ে’ আর মার্কিন মুলুকের গিঙ্গো পেট্রিফায়েড ফরেস্টে রয়েছে ‘র্যাটল স্নেক’-এর হাতছানি। ঐতিহাসিক থেকে প্রাগৈতিহাসিক এমনই সব জায়গার কথ্যচিত্রের পাশাপাশি ছবিতে শোনানো হল ‘মেইন’-এর গল্প।
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.