অক্টোবর ২০১১


এই সংখ্যায়
মা দুর্গা আসছেন। আসছেন! এসেই তো পড়েছেন। কিন্তু তাঁর এই আগমনের কারণ কী? কবে থেকেই বা শুরু তাঁর এই মর্তে আসা যাওয়ার? কোটি কোটি দেবতা থাকতেও আবার কেন আর এক দেবীর সৃষ্টি হল? মহিষাসুর ভদ্রলোকটি-ই বা কেমন, মহিলার কাছে এক্কেবারে ল্যাজেগোবরে অবস্থা! জেন নেক্সট-সহ ছোটদের এই সব কৌতূহলের জবাবে শোনানো হল ‘মা দুগ্গার গল্প’।

মা আসছেন, তাই শারদীয়ার সূচনালগ্নে চারদিকেই শুধু পুজো পুজো গন্ধ, আর তাতে মাতোয়ারা সমগ্র বঙ্গ-সমাজ। এ দেশের গ্রাম গঞ্জ মফস্সল শহর মহানগর ছাড়িয়ে বিদেশের আবহাওয়াতেও এখন সে গন্ধ হেসেখেলে বেড়াচ্ছে। বাঙালির দুর্গোত্সবের চেহারা কেমন আদলে গড়ে উঠেছে স্থান ভেদে তারই ছবি ফুটে উঠল ‘শারদীয়ার বনেদিয়ানা’ ও ‘বিদেশে বন্দনা’র দ্বিতীয় পর্বে। সেই সঙ্গে ফিজিতে আয়োজিত একটি দুর্গাপুজোর বিস্তারিত বয়ান।


কারও বয়স ৫০০, কারও ৩৫০, আবার কারও মাত্র ৬০। কেউ রাজবাড়ির, কেউ জমিদারবাড়ির, কেউ বা আবার দরিদ্র ব্রাহ্মণ ঘরের। কোথাও গৌরবর্ণা, কোথাও কৃষ্ণবর্ণা।
কেউ চতুর্ভুজা, কেউ অষ্টভুজা, কেউ বা আবার দশভুজা।
উমা আসছেন বাপের বাড়ি। তারই প্রস্তুতি আকাশে-বাতাসে। নানা রূপে, নানা রীতিতে তিনি পূজিত হন ধনী-দরিদ্র নির্বিশেষে বিভিন্ন ‘বাড়ি’তে।
বেশ কিছু বনেদি বাড়ির পুজোর আচার-বিধি-ভোগ বিশেষত্ব নিয়ে, কলকাতা-সহ সারা বাংলা খুঁজে হাওয়াবদলের সংকলন

দ্বিতীয় পর্ব





উত্তর ২৪ পরগনা: বসিরহাট
• বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের
শ্বশুরালয়ের পুজো
• ব্রহ্মানন্দ মহারাজের বাড়ির পুজো

উত্তর ২৪ পরগনা
• বনগাঁর বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজো


আশ্রমে মাতৃবন্দনা
• পুরুলিয়ার বিজয়কৃষ্ণ আশ্রমের পুজো
• আমতার খড়িয়প আশ্রমের ‘জীবন্ত দুর্গা’ পুজো



হুগলি
• ধনেখালির তেধারার দে-বাড়ির পুজো
• শ্রীরামপুরের চাতরার ভট্টাচার্যবাড়ির পুজো

হুগলি: আরামবাগ
• ‘জলকর’ রায় পরিবারের পুজো
• খামারবেড় গ্রামের পুজো






কলকাতা
• কল্যাণপুর বন্দ্যোপাধ্যায় বাড়ি
• ভবানীপুর মুখোপাধ্যায় পরিবারের পুজো
• বন্দ্যোপাধ্যায় বাড়ির পুজো
পুরুলিয়া
কাশীপুর রাজবাড়ির পুজো
হদলনারায়ণপুর গ্রামের মণ্ডল পরিবারের পুজো
সিমলাপাল রাজবাড়ির পুজো
মেদিনীপুর
পরমানন্দপুরের ঘোষ পরিবারের পুজো
• কিশোরনগর গড়ের দুর্গাপুজো






বধর্মান
বোরহাটের দেবেন্দ্রভবন
ইদিলপুর ঘোষবাড়ির পুজো
• নতুনগঞ্জের দাসবাড়ির পুজো


মুর্শিদাবাদ
কাশিমবাজার ছোট রাজবাড়ির পুজো
ডোমকলর পালবাড়ির পুজো
নতুনবাজার সেনবাড়ির দুর্গাপুজো


উত্তরবঙ্গ
• বসাকবাড়ির পুজো
• বাচামারির সেনবাড়ির পুজো
• দে বাড়ির পুজো





 

ফিজির মাটিতে প্রথম শারদীয় দুর্গোত্সব


যেখানে বাঙালি সেখানেই দুর্গাপুজো। শরৎ থাকুক বা না-থাকুক, নতুন ঠাকুর আসুক বা না-আসুক, নিজেদের সুবিধা মতো তৈরি করে নেওয়া নির্ঘন্ট মেনে পুজো হবেই।
এমন কি পাতা ঝরার মরশুমেও কোথাও কোথাও বন্দিত হয়ে থাকেন দেবী। আসলে বাঙালির মনে শরতের বাস। এ দেশে যখন তুলতুলে সাদা মেঘ নীল আকাশের কোলে
ভাসে তখন শারদোৎসবের গন্ধ ভেসে বেড়ায় বিদেশ-বিভুঁইয়েও। বাঙালি আর দুর্গাপুজো যে সমার্থক, বিদেশেও যে ভরপুর রয়েছে বাঙালিয়ানা, তার প্রমাণ বিভিন্ন
দেশে উৎসাহী পুজোর আয়োজন। কোথায়, কবে, কখন হবে সেই সব মাতৃ আরাধনা— আপনাদের পাঠানো তথ্য নিয়ে তারই কয়েকটির খুঁটিনাটি সমৃদ্ধ

দ্বিতীয় পর্ব
কানাডা বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ ক্যালগ্যারি টরন্টো আমার পুজো
বাফেলো ‘সংষ্কৃতি’র দুর্গাপুজো টেক্সাস আন্তরিক-এর পুজো
ক্যালিফোর্নিয়া ‘বে-বাসি’র দুর্গোত্সব জাম্বিয়া কপারবেল্টের দুর্গাপুজো
জার্মানি স্টুটগার্টের দুর্গাপুজো মিশিগান ডেট্রয়েটের দুর্গাপুজো


মাঝ-মাসের সংযোজন
পৃথিবীর নানা প্রান্তের বেশ কয়েকটি পুজোর
মাতৃ-ভোগের বিশেষ কয়েকটি পদ নিয়ে নিবেদিত হল
বিভিন্ন না-জানা তথ্য, জীবজগতের পাশাপাশি পার্বণ,
প্রত্নতত্ত্ব সবমিলিয়ে এক অন্য খবরের জগৎ নিয়ে

‘হাওয়াবদল’ আপনার কেমন লাগছে? লেখা, ছবি ও অন্যান্য বিষয়ে আপনার মতামত জানান।
হাওয়াবদল
আনন্দবাজার পত্রিকা, ইন্টারনেট সংস্করণ
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট কলকাতা ৭০০০০১
ই-মেল করুন haoabadal@abp.in অথবা haoabadal@gmail.com

 

এ যাবৎ ২০১১
সাইপ্রাস
ও নায়াগ্রা
লে-লাদাখ
কার্গিল ও পুষ্কর
কানকুন ও রকি
মাউন্টেন ন্যাশনাল পার্ক
জাপান ও স্মোকি
মাউন্টেন ন্যাশনাল পার্ক
নোভা স্কশিয়া ও লঙ্কাভি কুরুম্মা ও ইংলিশ চ্যানেল ভেনিস ও হাওয়াই ভূ-স্বর্গ

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player


রোজের আনন্দবাজারএ বারের সংখ্যা • সংবাদের হাওয়াবদল • ভোগ-ব্যঞ্জন • পুরনো সংস্করণ