সেপ্টেম্বর ২০১১



এই সংখ্যায়
কারও বয়স ৫০০, কারও ৩৫০, আবার কারও মাত্র ৬০। কেউ রাজবাড়ির, কেউ জমিদারবাড়ির, কেউ বা আবার দরিদ্র ব্রাহ্মণ ঘরের। কোথাও গৌরবর্ণা, কোথাও কৃষ্ণবর্ণা। কেউ চতুর্ভূজা, কেউ অষ্টভূজা, কেউ বা আবার দশভূজা।

সমগ্র বাংলা জুড়ে এখন সাজ সাজ রব। আর এক মাসও বাকি নেই। উমা আসবেন বাপের বাড়ি। তারই প্রস্তুতি আকাশে-বাতাসে। নানা রূপে, নানা রীতিতে তিনি পূজিত হন ধনী-দরিদ্র নির্বিশেষে বিভিন্ন ‘বাড়ি’তে। বেশ কিছু বনেদি বাড়ির পুজোর আচার-বিধি-ভোগ বিশেষত্ব নিয়ে, কলকাতা-সহ সারা বাংলা খুঁজে হাওয়াবদলের সংকলন ‘শারদীয়ার বনেদিয়ানা’। এ বার প্রথম পর্ব।




উত্তর ২৪ পরগনা
শ্যামনগরের ঘটকবাড়ি
ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি
উত্তর ২৪ পরগনা: বারাসত
শিবের কোঠায় মোগল বধূর পুজো
শিবানন্দ রোডের গুহবাড়ি
হাওড়া
জগৎবল্লভপুরের রায় পরিবার
আমতার ন্যায়রত্ন পরিবার




কলকাতা
কলুটোলা রায়বাড়ি
কলকাতা: বেহালা
হালদারবাড়ি ও মুখোপাধ্যায়বাড়ি
হুগলি: আরামবাগ
ব্যানার্জি পাড়ার পুজো
গড়বাড়ির রাজপরিবারের পুজো
রাংতাখালির প্রাচীন পুজো
মেদিনীপুর
তমলুকের ভট্টাচার্যবাড়ি
রোহিণীগড়ের দুর্গাপুজো






বধর্মান
কাঞ্চননগরের দাসবাড়ি
রাধাবল্লভ জীউ মন্দিরের পুজো
বধর্মান-কাটোয়া
চৌধুরীবাড়ির
গঙ্গাটিকুরির বন্দ্যোপাধ্যায়বাড়ি


পুরুলিয়া
গড় পাথর মহড়া রাজবাড়ি
বিষ্ণুপুর রাজবাড়ি
ছাতনার রাজবাড়ি
বীরভূম
বসাকবাড়ি
সরকারবাড়ি


মুর্শিদাবাদ
বহরমপুর আদিদুর্গা পুজো
কৃষ্ণনগরের চট্টোপাধ্যায় পরিবারের পুজো
ডোমকলের জমিদারবাড়ির পুজো










উত্তরবঙ্গ: রায়গঞ্জ
রায়চৌধুরী পরিবারের পুজো
দক্ষিণ বীরনগরের সাহা বাড়ি
উত্তরবঙ্গ: কোচবিহার
রামেন্দ্র ভবনের পুজো
দিনহাটার সাহা বাড়ি
উত্তরবঙ্গ: জলপাইগুড়ি
ভুঁইয়াবাড়ি
কামারপাড়ার নিয়োগীবাড়ি




মাঝ-মাসের সংযোজন
যেখানে বাঙালি সেখানেই দুর্গাপুজো। শরৎ থাকুক বা না-থাকুক, নতুন ঠাকুর আসুক বা না-আসুক, নিজেদের সুবিধা মতো তৈরি করে নেওয়া নির্ঘন্ট মেনে পুজো হবেই। এমন কি পাতা ঝরার মরশুমেও কোথাও কোথাও বন্দিত হয়ে থাকেন দেবী। আসলে বাঙালির মনে শরতের বাস। এ দেশে যখন তুলতুলে সাদা মেঘ নীল আকাশের কোলে ভাসে তখন শারদোৎসবের গন্ধ ভেসে বেড়ায় বিদেশ-বিভুঁইয়েও। বাঙালি আর দুর্গাপুজো যে সমার্থক, বিদেশেও যে ভরপুর রয়েছে বাঙালিয়ানা, তার প্রমাণ বিভিন্ন দেশে উৎসাহী পুজোর আয়োজন। কোথায়, কবে, কখন হবে সেই সব মাতৃ আরাধনা, তারই কয়েকটির খুঁটিনাটি নিয়ে আপনাদের পাঠানো তথ্য সমৃদ্ধ ‘বিদেশে বন্দনা’।

নিউজিল্যান্ড
প্রান্তিকের দুর্গাপুজো
ক্যালিফোর্নিয়া
উৎসব-এর দুর্গোৎসব
ফিনল্যান্ড
পাতাঝরার আমন্ত্রণে দুর্গাপুজো
লন্ডন
উইম্বলডন কালচারাল
অ্যাসোসিয়েশন
পার্থ
বেঙ্গলি অ্যাসোসিয়েশন
অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
ক্যালিফোর্নিয়া
সান দিয়েগোর দুর্গাপুজো
বার্লিন
বার্লিন দেওয়ালে ঢাকের কাঠি
নেদারল্যান্ডস
কল্লোল-এর দেবী বন্দনা
ফ্লোরিডা
বেঙ্গলি অ্যাসোসিয়েশনের বাঙালিয়ানা


হলদি রঙের রোদ্দুর ছড়িয়ে পড়েছে চরাচরে। আশমানি রঙের উপর কখনও সাদা, আবার কখনও হাল্কা কালচে মেঘের চরে বেড়ানো আকাশ
প্রতি মুহূর্তে জানান দিচ্ছে এসেছে শরৎ... হিমের পরশ এখনও না লাগলেও পুজোর স্পর্শ অনুভব করছে গোটা বঙ্গজীবন। সেই মাহেন্দ্র ক্ষণের
ক’দিনই বা বাকি আর! শারদীয় উত্সবের প্রস্তুতি ও নেপথ্যের বিভিন্ন মনকাড়া খবর নিয়ে সাজানো হল প্রাক-পুজোর নৈবেদ্য ‘শারদ সংবাদ’

‘হাওয়াবদল’ আপনার কেমন লাগছে? লেখা, ছবি ও অন্যান্য বিষয়ে আপনার মতামত জানান।
জবাব দেবেন লেখক স্বয়ং। লেখা পাঠানোর ঠিকানা:
হাওয়াবদল
আনন্দবাজার পত্রিকা, ইন্টারনেট সংস্করণ
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট কলকাতা ৭০০০০১
ই-মেল করুন haoabadal@abp.in অথবা haoabadal@gmail.com

 

এ যাবৎ ২০১১


রোজের আনন্দবাজারএ বারের সংখ্যা • সংবাদের হাওয়াবদল পুরনো সংস্করণ