ক্যালিফোর্নিয়া: সাক্রামেন্টো |
‘উৎসব’-এর দুর্গোৎসব |
|
পুজোর শুরু |
ক্যালিফোর্নিয়ার রাজধানী স্যাক্রামেন্টো ২০০২ সালে গঠিত হয় । দুর্গাপূজা শুরু ২০০২ সালে। এ বছর (২০১১) উৎসবের পুজো দশ বছরে পা দিল।
|
পুজোর বৈশিষ্ট্য |
প্রথম পুজোর প্রতিমা মন্টানা রাজ্যের সেন্ট লুইসের বাঙালিদের সংগঠন ‘উৎসব’কে বিনামূল্যে দিয়েছিল। সেটি ছিল কুমারটুলিতে তৈরি শোলার প্রতিমা। ২০০৮ সালে নতুন প্রতিমা আনানো হয়। এ বারও কুমারটুলি, তবে এ বারের প্রতিমা ফাইবার গ্লাসের।
এ বারের পুজোর পুরোহিত রমেন চক্রবর্তী। দীর্ঘ ৩৮ বছর ধরে সানফ্রান্সিসকো অঞ্চলের সুপরিচিত পুরোহিত।
পুজোর তিন দিন সন্ধেবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগঠনের বড়রা ও ছোটরা প্রতি বারের মতন গান, নাচ, আবৃত্তি ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করবেন। এ ছাড়া কলকাতা থেকে আসবেন অনীক, অন্বেষা ও তনুশ্রীশঙ্করের নাচের দল।
পুজো উপলক্ষে ‘চৌরঙ্গী’ নামে একটি দ্বিভাষিক (বাংলা/ ইংরাজি) পত্রিকা প্রতি বছর প্রকাশিত হয়।
|
ভোগ বিশেষত্ব |
পুজোর ভোগের মেনু: খিচুড়ি, ভাজা (আলু/বেগুন), লাবরা, চাটনি আর মিষ্টি।
|
পুজোর আকর্ষণ |
আমাদের পুজো মানে হৈ হৈ, আনন্দ আর ফিরে যাওয়া ছেড়ে আসা দেশের স্মৃতিছায়ায়। সব বাঙালিদের একত্র হওয়া, ঘনিষ্ঠ হওয়া । এই অঞ্চলের বাংলাদেশিরাও আমাদের পুজোয় নিয়মিত আসেন।
|
এ বারের পুজো |
এ বারের পুজো তিন দিনের (১৪,১৫,১৬ অক্টোবর)।
১৪ তারিখ বিকালে প্রতিমা স্থাপন।
১৫ ও ১৬ তারিখ যথাক্রমে সপ্তমী-অষ্টমী ও নবমী-দশমীর পূজা।
|
উদ্যোক্তা |
UTSAV,
Sacramento, USA
mailto: utsavpr@gmail.com
Website: www.utsavsac.org |
তথ্য: মানস রয়, সাক্রামেন্টো |
|
|
|