২৯ ভাদ্র ১৪১৮ বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর ২০১১



ক্যালিফোর্নিয়া: সাক্রামেন্টো
‘উৎসব’-এর দুর্গোৎসব
পুজোর শুরু
ক্যালিফোর্নিয়ার রাজধানী স্যাক্রামেন্টো ২০০২ সালে গঠিত হয় । দুর্গাপূজা শুরু ২০০২ সালে। এ বছর (২০১১) উৎসবের পুজো দশ বছরে পা দিল।

পুজোর বৈশিষ্ট্য

প্রথম পুজোর প্রতিমা মন্টানা রাজ্যের সেন্ট লুইসের বাঙালিদের সংগঠন ‘উৎসব’কে বিনামূল্যে দিয়েছিল। সেটি ছিল কুমারটুলিতে তৈরি শোলার প্রতিমা। ২০০৮ সালে নতুন প্রতিমা আনানো হয়। এ বারও কুমারটুলি, তবে এ বারের প্রতিমা ফাইবার গ্লাসের।

এ বারের পুজোর পুরোহিত রমেন চক্রবর্তী। দীর্ঘ ৩৮ বছর ধরে সানফ্রান্সিসকো অঞ্চলের সুপরিচিত পুরোহিত।

পুজোর তিন দিন সন্ধেবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগঠনের বড়রা ও ছোটরা প্রতি বারের মতন গান, নাচ, আবৃত্তি ইত্যাদি বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করবেন। এ ছাড়া কলকাতা থেকে আসবেন অনীক, অন্বেষা ও তনুশ্রীশঙ্করের নাচের দল।

পুজো উপলক্ষে ‘চৌরঙ্গী’ নামে একটি দ্বিভাষিক (বাংলা/ ইংরাজি) পত্রিকা প্রতি বছর প্রকাশিত হয়।

ভোগ বিশেষত্ব
পুজোর ভোগের মেনু: খিচুড়ি, ভাজা (আলু/বেগুন), লাবরা, চাটনি আর মিষ্টি।

পুজোর আকর্ষণ
আমাদের পুজো মানে হৈ হৈ, আনন্দ আর ফিরে যাওয়া ছেড়ে আসা দেশের স্মৃতিছায়ায়। সব বাঙালিদের একত্র হওয়া, ঘনিষ্ঠ হওয়া । এই অঞ্চলের বাংলাদেশিরাও আমাদের পুজোয় নিয়মিত আসেন।

এ বারের পুজো
এ বারের পুজো তিন দিনের (১৪,১৫,১৬ অক্টোবর)।
১৪ তারিখ বিকালে প্রতিমা স্থাপন।
১৫ ও ১৬ তারিখ যথাক্রমে সপ্তমী-অষ্টমী ও নবমী-দশমীর পূজা।

উদ্যোক্তা
UTSAV,
Sacramento, USA
mailto: utsavpr@gmail.com
Website: www.utsavsac.org


তথ্য: মানস রয়, সাক্রামেন্টো
 
হাওয়াবদল
লন্ডন
উইম্বলডন কালচারাল অ্যাসোসিয়েশন
পার্থ
বেঙ্গলি অ্যাসোসিয়েশন
অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
নিউজিল্যান্ড
প্রান্তিকের দুর্গাপুজো
ফিনল্যান্ড
পাতাঝরার আমন্ত্রণে দুর্গাপুজো
ক্যালিফোর্নিয়া
উৎসব-এর দুর্গোৎসব
ক্যালিফোর্নিয়া
সান দিয়েগোর দুর্গাপুজো
বার্লিন
বার্লিন দেওয়ালে ঢাকের কাঠি
নেদারল্যান্ডস
কল্লোল-এর দেবী বন্দনা
ফ্লোরিডা
বেঙ্গলি অ্যাসোসিয়েশনের বাঙালিয়ানা