২৯ ভাদ্র ১৪১৮ বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর ২০১১



ফ্লোরিডা
বেঙ্গলি অ্যাসোসিয়েশনের বাঙালিয়ানা
পুজোর শুরু
এই সংগঠনের বীজ বপন হয়েছিল ১৯৬৮ সালে, ভারত থেকে পড়তে আসা ছাত্রদের হাতে। ১৯৯০ সালে এটি একটি প্রকৃত সংগঠনের রূপ নেয়, এবং ২০০৭ সালে ‘বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ সাউথ ফ্লোরিডা’ বা ‘BASFL’ নামকরণ হয়।

পুজোর বৈশিষ্ট্য
গত কয়েক বছর ধরে একই প্রতিমা পুজো করা হচ্ছে। প্রতিমা শিল্পী হাওড়ার রবি পাল।

ডাকের সাজে সজ্জিত একচালার মাটির প্রতিমা। পুজোর শেষে মা সন্তান-সহ যখন কৈলাসে ফিরে যান, আমাদের প্রতিমাকে শীতাতপ নিয়ন্ত্রিত স্টোরেজে সযত্নে রেখে আসা হয়।

স্থানীয় একটি স্কুলের সভাঘর ভাড়া নিয়ে এই বছর পুজো হচ্ছে।
বাঙালি কম্যুনিটির অন্তর্গত একজন বিশিষ্ট সদস্য এই বার পুজোর কাজ সম্পন্ন করবেন।

ভোগ বিশেষত্ব

ভোগের দ্বায়িত্ব থাকে আমাদেরই কোনও একটি পরিবারের উপর।
ভোগের পদ: খিচুড়ি, পাঁচ রকম ভাজা, তরকারি, ডালনা, লুচি, চাটনি, পায়েস, মিষ্টি, পান।

আমাদের পুজোর একটি বিশেষত্ব— দধিকর্মা। গমের দানা, কিসমিস, নারকোল, আমন্ড, দই, কলা ইত্যাদি মিশিয়ে একটি অসাধারণ রেসিপি বানানো হয় পুজোর দ্বিতীয় দিন। পুষ্পাঞ্জলির পরে ফল প্রসাদের সঙ্গে এই প্রসাদও বিতরণ করা হয়।

পুজোর আকর্ষণ
পুজো ছাড়াও আনুষঙ্গিক অনেক অনুষ্ঠানের আয়োজন করা হয়: বসে আঁকো প্রতিযোগিতা, ছবি প্রদর্শনী, ক্যুইজ। সন্ধেবেলা সকল সদস্য অংশগ্রহণ করেন সাংস্কৃতিক অনুষ্ঠানে। থাকে লোকাল ব্যান্ডের কনসার্ট।

সিঁদুরখেলা আর দুপুরের পেটপুজোর পরে প্রজেক্টরে দেখানো হয় নতুন একটি বাংলা চলচ্চিত্র। এ বছর ইন্ডিয়ান আইডল-খ্যাত তোর্সা সরকার আমাদের সন্ধ্যাটিকে মাতিয়ে তুলবে।

পুজোর আরেকটি বৈশিষ্ট্য আমাদের বার্ষিক পত্রিকা— সৈকতে। ছোটবড় সকলেই নিজের লেখা গল্প, ছবি, পদ্য, ভ্রমনকাহিনি পাঠায় এই পত্রিকাতে, যা প্রকাশিত হয় পুজোর সময়।

অক্টোবর মাসের শেষে BASFL আয়োজিত বিজয়া সম্মিলনী ও দীপাবলী মিলন এ বারের বিশেষ আকর্ষণ।


এ বারের পুজো

আমাদের এই বছরের পুজো দু’দিন ব্যাপী: ১ ও ২ অক্টোবর ২০১১

প্রথম দিন সকালে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীর পুজো একসঙ্গে হবে।
দ্বিতীয় দিন, অর্থাৎ রবিবার, নবমী ও দশমীর পুজো সম্পন্ন করা হবে। তার পরে হবে বিসর্জন ও সিঁদুরখেলা।

উদ্যোক্তা
বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ সাউথ ফ্লোরিডা BASFL
Website: http://www.basfl.org
Email: sf.bengali@gmail.com

তথ্য: সুলগ্না মুখোপাধ্যায় বসু, ফ্লোরিডা
 
হাওয়াবদল
লন্ডন
উইম্বলডন কালচারাল অ্যাসোসিয়েশন
পার্থ
বেঙ্গলি অ্যাসোসিয়েশন
অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
নিউজিল্যান্ড
প্রান্তিকের দুর্গাপুজো
ফিনল্যান্ড
পাতাঝরার আমন্ত্রণে দুর্গাপুজো
ক্যালিফোর্নিয়া
উৎসব-এর দুর্গোৎসব
ক্যালিফোর্নিয়া
সান দিয়েগোর দুর্গাপুজো
বার্লিন
বার্লিন দেওয়ালে ঢাকের কাঠি
নেদারল্যান্ডস
কল্লোল-এর দেবী বন্দনা
ফ্লোরিডা
বেঙ্গলি অ্যাসোসিয়েশনের বাঙালিয়ানা