২৯ ভাদ্র ১৪১৮ বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর ২০১১



ক্যালিফোর্নিয়া
সান দিয়েগোর দুর্গাপুজো

মা দুর্গার কোমল পদক্ষেপ। নীল আকাশে সাদা মেঘের ভেসে যাওয়া, সবুজ মাঠে কাশফুলের দোলা। বাঙালির হৃদয়ে স্পন্দন। মনে খুশির ঝিলিক— সে আপনি যেখানেই থাকুন না কেন, স্বদেশ হোক আর বিদেশই।

পুজোর শুরু
২০০৬ সালে আমাদের দুর্গাপুজো শুরু হয় কারমেলভ্যালি মিডল স্কুলে।

এ বারে পুজো পাঁচ বছরে পা দিল। এর আগেও সান দিয়েগোও দুর্গাপুজো হত, এক জন ভদ্রলোকের বাড়িতে। সকালে পুজো, বিকেলে বিসর্জন। বাঙালি লোকের সংখ্যা দিন দিন বাড়তে থাকায় পুজোটা বড় করে করার প্রয়োজন দেখা দিল।

পুজোর বৈশিষ্ট্য
কুমোরটুলি থেকে প্রতিমা আকাশপথে সোজা চলে এসেছিল সান দিয়েগো, ক্যালিফোর্নিয়াতে। প্রখ্যাত শিল্পী রমেশ পালের ছেলে এই মূর্তি তৈরি করেছিলেন। ডাকের সাজের প্রতিমা। তাতে জরি ও চুমকির কাজ।

প্রতি বছর পুজো শেষে, প্রতিমা আবার স্বযত্নে রেখে দেওয়া হয় পরের বারের জন্য।

ভোগ বিশেষত্ব
পুজোয় নানা রকমের ভোগ দেওয়া হয়। এখানে মূলত খিচুড়ি, পাঁচ রকমের ভাজা, পাঁচমিশালি তরকারি, ফ্রায়েড রাইস, পায়েস ও চাটনি দেওয়া হয়। পুজোর মিষ্টি সাধারণত এখানকার মহিলারাই বানান। সন্দেশ, নাড়ু, বোঁদে, পেঁড়া সবই থাকে।

এই দুই দিন পুজো কমিটি “সৈকত”-এ খাবার ব্যবস্থা রাখা হয়। নিরামিশ ও আমিশ উভয় ব্যবস্থাই থাকে।

পুজোর আকর্ষণ

পুরোহিতের মত অনুযায়ী হয় পুজোর উপাচার। কেউ শাক্ত মতে আবার কেউ বৈদিক মতে পুজো করে থাকেন।

শনিবার সন্ধ্যা মানে আমাদের দশমী। দশমী পুজোর শেষে পুরোহিত মন্ত্র পড়ে শান্তির জল ছিটিয়ে দেন।

রাত্রিতে ভাললাগার শিল্পীর গান শুনে ঘরে ফেরা।


এ বারের পুজো
এ বারে আমাদের পুজো হবে ওক ভ্যালি মিডল স্কুলে ১৪ ও ১৫ই অক্টোবর।

১৪ তারিখ বিকেল বেলায় পুজো শুরু, শনিবার সারা দিন রেখে সন্ধ্যাবেলা ঘট বিসর্জন।
এ বছরের নির্ঘন্ট
১৪ অক্টোবর সন্ধ্যা ৬টা ষষ্ঠী পুজো
৭:৩০ থেকে ৮:৪৫ রাতের খাবার
৮টা থেকে ৮:৩০ সপ্তমী পুজো
৮:৪৫ থেকে ১১টা সান্ধ্যকালীন অনুষ্ঠান
১৫ অক্টোবর
সকাল ৮টা পুজো শুরু
১১টা থেকে ১২টা অষ্টমী পুজো
১২টা থেকে ১২:৩০ দুপুরের খাবার
১২:৩০ থেকে ৪টে নবমী ও দশমী পুজো
৪:৩০ থেকে ৫:৩০ সিঁদুর খেলা
৫টা থেকে ৬টা লক্ষ্মী পুজো
৬:৩০ থেকে ৭:৪৫ রাতের খাবার
৮টা থেকে ১০:৩০ সান্ধ্যকালীন অনুষ্ঠান
উদ্যোক্তা
পুজো কমিটির ই-মেল: ec@saikat.org

তথ্য: সুমনা চক্রবর্তী, ক্যালিফোর্নিয়া
 
হাওয়াবদল
লন্ডন
উইম্বলডন কালচারাল অ্যাসোসিয়েশন
পার্থ
বেঙ্গলি অ্যাসোসিয়েশন
অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
নিউজিল্যান্ড
প্রান্তিকের দুর্গাপুজো
ফিনল্যান্ড
পাতাঝরার আমন্ত্রণে দুর্গাপুজো
ক্যালিফোর্নিয়া
উৎসব-এর দুর্গোৎসব
ক্যালিফোর্নিয়া
সান দিয়েগোর দুর্গাপুজো
বার্লিন
বার্লিন দেওয়ালে ঢাকের কাঠি
নেদারল্যান্ডস
কল্লোল-এর দেবী বন্দনা
ফ্লোরিডা
বেঙ্গলি অ্যাসোসিয়েশনের বাঙালিয়ানা