২৯ ভাদ্র ১৪১৮ বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর ২০১১



লন্ডন
উইম্বলডন কালচারাল অ্যাসোসিয়েশন
গ্রেটার লন্ডন শহরে এখন কম করে গোটা ১৫-২০ টা দুর্গাপুজো হয়। সংখ্যাটা ক্রমাগত বেড়েই চলেছে। কারণ, এক বার আনন্দের স্বাদ পেলে কেউ আর বঞ্চিত চায় না, কাজেই বছরের পর বছর পুজোর আয়োজন হতেই থাকে। আর সেই সঙ্গে দলে দলে তরুণ আইটি পেশাদারদের এ দেশে আগমনও পুজোর সংখ্যা বাড়িয়েছে। নতুন নতুন মানুষ অতএব শুরু হয় আরও একটা নতুন পুজো।
পুজোর শুরু
উইম্বলডন অঞ্চলে এর আগে কোনও পুজো হত না। ২০০৭ সালে স্থানীয় কিছু বাঙালি আর সেই সঙ্গে ঢিল ছোঁড়া দূরত্বের এক পুজো ছেড়ে বেরিয়ে আসা জনা কয়েক কর্মকর্তা মিলে এই পুজোর গোড়াপত্তন করেন।

সাউথ উইম্বলডন পাতাল রেল স্টেশনের খুব কাছেই মার্টন হলে এই পুজো হয়।

এ বার পঞ্চম বছরে পা দেবে পুজো, তাই খুব ঘটা করেই উদ্যোগপর্ব শুরু হয়েছে।

পুজোর বৈশিষ্ট্য

পুজোর অসাধারণত্ব মণ্ডপ সজ্জা, মুখোরোচক ভোগপ্রসাদ ও আন্তরিকতায়।

গত বছর কলকাতার কুমোরটুলি থেকে নতুন দুর্গা ও কালী প্রতিমা আনা হয়েছে। সাবেক ধরনের ফাইবার গ্লাসের প্রতিমা। শিল্পী কৌশিক ঘোষ।

ভোগ বিশেষত্ব

পুজোর মধ্যে অন্তত এক দিন পাত পেড়ে বসে খাওয়ার ব্যবস্থা হয়। পদের মধ্যে থাকে এঁচড়ের কালিয়া, পটলের ডালনা, কুমড়োর ছক্কা, পাঁচমিশালি তরকারি, নানা রকম ভাজা, ছোলার ডাল, ফ্রায়েড রাইস অথবা সাদা ভাত, আপেল অথবা টমেটো-খেজুরের চাটনি, পায়েস আর সঙ্গে হাতে গড়া মালপোয়া বা সন্দেশ অথবা বাজার থেকে কেনা একটা কোনও মিষ্টি। বিজয়ার অনুষ্ঠানের পর মিলবে প্যাকেট করা পোলাও অথবা ফ্রায়েড রাইস, তরকারি, চাটনি আর মিষ্টি।

কালী পুজোর ভোগ বরাবরের মতো ফ্রায়েড রাইস, তরকারি, নারকেল দিয়ে ছোলার ডাল, ভেড়ার মাংস, চাটনি, পায়েস আর মিষ্টি।

পুজোর আকর্ষণ

গত বছর থেকে বিজয়া দশমীর সন্ধেবেলায় নিজস্ব প্রযোজনায় উপস্থাপিত হচ্ছে একাঙ্ক নাটক। গত বছর মঞ্চস্থ হয়েছিল বঙ্কিমচন্দ্রের ‘কমলাকান্তের জবানবন্দী’, আর এ বছর রবীন্দ্রনাথের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে হবে নাটক ‘স্বর্গীয় প্রহসন’।

এ বারের পুজো
২ অক্টোবর রবিবার থেকে ৬ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত। রোজ সকাল ১১টা থেকে রাত ১০টা ৩০ পর্যন্ত হল খোলা থাকবে।

উদ্যোক্তা
উইম্বলডন কালচারাল অ্যাসোসিয়েশন
৪৭, রজার্স রোড, টুটিং, লন্ডন, এস ডব্লু ১৭ ১ইবি
টেলিফোন: ০২০ ৮৬৮২ ৩৯১০, ফ্যাক্স: ০২০ ৮৬৭২ ৬৪৭৫
ই-মেল: ওয়ার্লডচার্ম @এওএল.কম

তথ্য: দিলীপ রায়, লন্ডন
 
হাওয়াবদল
লন্ডন
উইম্বলডন কালচারাল অ্যাসোসিয়েশন
পার্থ
বেঙ্গলি অ্যাসোসিয়েশন
অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
নিউজিল্যান্ড
প্রান্তিকের দুর্গাপুজো
ফিনল্যান্ড
পাতাঝরার আমন্ত্রণে দুর্গাপুজো
ক্যালিফোর্নিয়া
উৎসব-এর দুর্গোৎসব
ক্যালিফোর্নিয়া
সান দিয়েগোর দুর্গাপুজো
বার্লিন
বার্লিন দেওয়ালে ঢাকের কাঠি
নেদারল্যান্ডস
কল্লোল-এর দেবী বন্দনা
ফ্লোরিডা
বেঙ্গলি অ্যাসোসিয়েশনের বাঙালিয়ানা