পুজো শুরু হয় জন্মাষ্টমী থেকে। এই দিন কাঠামো পুজো দিয়েই সূত্রপাত দেবী আবাহনের। ঠাকুর দালানে সেই কাঠেই এ দিন থেকে শুরু হয় প্রতিমা গড়ার কাজ। বছরের পর বছর ধরে সেই একই কাঠামোতে খড়-মাটি দিয়ে তৈরি হয় চিন্ময়ী দেবীর মৃন্ময়ী রূপ।
এখন প্রতিপদ থেকে নবমী পর্যন্ত ৯ রূপ চণ্ডীপাঠ হয়।
ষষ্ঠীর দিন প্রতিষ্ঠিত শিবের মন্দিরে বেলতলায় হয় বোধন। প্রথমে শিবের পুজো তার পরে দেবীর পুজো। কলাবউ কোনও নদী বা পুকুরে স্নান করানো হয় না, থালাতেই স্নান করানো হয়। আগে পশুবলি হলেও এখন কুমড়ো বলি হয়।
মহাষ্টমীতে পুষ্পাঞ্জলির পর ধুনো পোড়ানো হয়।
|