১৫ ভাদ্র ১৪১৮ বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর ২০১১


মেদিনীপুর
তমলুকের ব্যবত্তারহাটের ভট্টাচার্যবাড়ির পুজো
একদা তাম্রলিপ্ত রাজ পরিবারের ব্যবস্থাপক ছিলেন ভট্টাচার্য পরিবারের পূর্বপুরুষগণ। রাজপরিবারের বদান্যতায় ভট্টাচার্য পরিবার পেয়েছিল জমিদারিও। সেই জমিদারির সুবাদে বর্ধিষ্ণু হয়েছিল ভট্টাচার্য পরিবার। পরিবারের পূর্বসুরী সার্থকরাম ভট্টাচার্য দুর্গাপুজোর সূচনা করেছিলেন প্রায় ৩৫০ বছর আগে। পরিবারের বর্তমান উত্তরসুরী অরূপ ভট্টাচার্য জানান, “১১ পুরুষ ধরে আমাদের পরিবারের বসবাস এখানে। তাম্রলিপ্ত রাজপরিবারের বিভিন্ন অনুষ্ঠান উৎসবের ব্যবস্থাপনার দায়িত্ব ছিল ভট্টাচার্য পরিবারের হাতে।”
পুজোর শুরু
প্রায় ৩৫০ বছরের পুরোনো পারিবারিক এই দুর্গাপুজোর আয়োজন হয় বেশ আড়ম্বরের সঙ্গেই। তাম্রলিপ্ত রাজপরিবারের দেওয়া দায়িত্ব এখন এই পরিবারের আর নেই। নেই রাজার দেওয়া জমিদারিও। তবুও পূর্বপুরুষের প্রচলন করা দুর্গা আরাধনায় ছেদ পড়েনি পূর্ব মেদিনীপুরের তমলুক থেকে মাত্র তিন কিলোমিটার দূরে ব্যবত্তারহাটের ভট্টাচার্যবাড়িতে। প্রাচীন রীতি মেনে এখনও প্রতি বছর প্রতিমা গড়া থেকে বিসর্জন অনুষ্ঠান হয়।

পুজোর বৈশিষ্ট্য
এখনও সাবেকরীতি মেনে বৈষ্ণবমতে দুর্গাপুজো করা হয়। মেনে চলা হয় পুজোর ঐতিহ্যময় নানা নিয়মকানুন। বাড়ির দুর্গাদালানে আয়োজন করা হয় দেবী আরাধনা।

ব্যবত্তারহাটের ভট্টাচার্য বাড়ির দুর্গাপ্রতিমা একচালার। জন্মাষ্টমীর পর দিন নন্দোৎসব উপলক্ষে স্থানীয় ছাতিমতলা থেকে মাটি আনা হয় ঠাকুর গড়ার জন্য। নন্দকুমারের গুমাই গ্রামের মৃৎশিল্পী প্রতিমা গড়েন দুর্গা দালানে। সেই দালানেই দুর্গা আরাধনা করা হয় মহাষ্টমীর দিন। ওই দিন বিল্ব অধিবাস হয়। পুজো করেন এলাকার চক্রবর্তী পরিবার। আগে পুজোর সময় নহবৎ বসত। এখন আসে বাদক দল।

বিজয়া দশমীতে বাড়ির সব সদস্য মিলে বাঁশের মাচায় প্রতিমা নিয়ে, ব্যবত্তারহাটের সংলগ্ন দুর্গামণির পুকুরে ভাসান দেওয়া হয়।

ভোগ বিশেষত্ব
ষষ্ঠীর দিন পুজোর নৈবেদ্য ও ভোগ রান্না হয় আধ মণ চালের। সপ্তমীর দিন ৩০ কেজি, অষ্টমী ও সন্ধি পুজোর সময় ১ মণ ৮ কেজি, নবমীতে ১ মণ ও ৯ কেজি ও দশমীর দিন সাড়ে ১২ কেজি চালের নৈবেদ্য ও ভোগ হয়।

প্রতি দিন পুজোয় চিড়ে, দই, মুড়কি, নাড়ু ও মিষ্টি দেওয়া হয়। সপ্তমী, অষ্টমী ও নবমীর দিন হয় অন্নকূট। ভোগের প্রসাদ বিতরণ করা হয় পুজো দেখতে আসা ভক্তদের মধ্যে।

তথ্য: আনন্দ মণ্ডল
ছবি: পার্থপ্রতিম দাস


রোহিণীগড়ের দুর্গাপুজো
পুজোর শুরু
১৮৬৭ খ্রিস্টাব্দে (১২৭৪ বঙ্গাব্দ) জমিদার অক্ষয়নারায়ণ ষড়ঙ্গীর হাতে পুজোর শুরু। ঝাড়গ্রাম মহকুমার সাঁকরাইল ব্লকের রোহিণীগড়ের এই দুর্গাপুজো আজও নিয়মনিষ্ঠা ভরে, চিরাচরিত ঐতিহ্যের পরম্পরা বজায় রেখে হয়। পরে পুজোর দায়িত্ব পান অক্ষয়নারায়ণের পুত্র লক্ষ্মীনারায়ণ ষড়ঙ্গী। অপুত্রক লক্ষ্মীনারায়ণ জমিদারির ভার তুলে দিয়েছিলেন মেয়ে শৈলবালার হাতে। ১৯৫১ সালে জমিদারি প্রথা বিলোপের পরেও চিরাচরিত প্রথা মেনে শৈলবালা ও তাঁর স্বামী নগেন্দ্রনাথ মহাপাত্র দেবীপুজোর দায়িত্ব কাঁধে তুলে নেন। নগেন্দ্রনাথের পৌত্র সোমনাথ মহাপাত্র এখন পুজোর দায়িত্বে। দেবী দুর্গার দেবত্র সম্পত্তি থেকেই পুজোর খরচ বহন করা হয়।

এ বার পুজোর ১৪৪ বছর।

পুজোর বৈশিষ্ট্য
আগে পুজো হত তন্ত্রমতে। এখন হয় বৈষ্ণবমতে। ২০ জন ব্রাহ্মণ পুজোর দায়িত্ব পালন করেন।

মহাসপ্তমীর দিন হোমকুণ্ডে রোদের উপর আতশকাচ ফেলে অগ্নিপ্রজ্জ্বলন করা হয়। টানা চলতে থাকা হোমের পূর্ণাহুতি দেওয়া হয় দশমীর দিন। ওই দিনই ঘট বিসর্জনের পর হয় অপরাজিতা পুজো।

রোহিণীগড়ের পুজোয় আগে সপ্তমী থেকে নবমী ন’টি ছাগলবলি হত। এখন পশুর পরিবর্তে দেবীকে গোটা ডাব উৎসর্গ করা হয়।

দশমীর দুপুরে ডুলুং নদীতে প্রতিমা নিরঞ্জনের পরে একটি কলাগাছকে রাবণ কল্পনা করে অনুষ্ঠিত হয় রাবণ-বধ। বংশানুক্রমে শবর সম্প্রদায়ের প্রতিনিধি কলাগাছ লক্ষ্য করে তির নিক্ষেপ করেন।

ভোগ বিশেষত্ব
পুজোয় দেবীর ভোগে বিশেষ ঝরঝরে পোলাও এবং ছানার লুচি নিবেদন করা হয়।

পুজোর ক’দিন দিনেরবেলা দেবীকে হরেক রকমের লুচি, মিষ্টি, রকমারি ফল, ছানা ও রাবড়ি নিবেদন করা হয়। অন্নভোগ দেওয়া হয় রাতে। অন্নভোগের বিশেষ পদ পোলাও।

তথ্য: কিংশুক গুপ্ত
ছবি: দেবরাজ ঘোষ
 
হাওয়াবদল
উত্তর ২৪ পরগনা
• শ্যামনগরের ঘটকবাড়ি
• বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি
উত্তর ২৪ পরগনা: বারাসত
• শিবের কোঠায় মোগল বধূর পুজো
• শিবানন্দ রোডের গুহবাড়ি
কলকাতা
• কলুটোলা রায়বাড়ি
কলকাতা: বেহালা
• হালদারবাড়ি
• মুখোপাধ্যায়বাড়ি
হুগলি: আরামবাগ
• ব্যানার্জি পাড়ার পুজো
• গড়বাড়ির রাজপরিবারের পুজো
• রাংতাখালির প্রাচীন পুজো
হাওড়া
• জগৎবল্লভপুরের রায় পরিবার
• আমতার ন্যায়রত্ন পরিবার
মেদিনীপুর
• তমলুকের ভট্টাচার্যবাড়ি
• রোহিণীগড়ের দুর্গাপুজো
বধর্মান
• কাঞ্চননগরের দাসবাড়ি
• রাধাবল্লভ জীউ মন্দিরের পুজো
বধর্মান: কাটোয়া
• চৌধুরীবাড়ি
• গঙ্গাটিকুরির বন্দ্যোপাধ্যায়বাড়ি
পুরুলিয়া
• গড় পাথর মহড়া রাজবাড়ি
• বিষ্ণুপুর রাজবাড়ি
• ছাতনার রাজবাড়ি
বীরভূম
• বসাকবাড়ি
• সরকারবাড়ি
মুর্শিদাবাদ
• বহরমপুর আদিদুর্গা পুজো
• কৃষ্ণনগরের চট্টোপাধ্যায় পরিবারের পুজো
• ডোমকল জমিদারবাড়ির পুজো
উত্তরবঙ্গ: রায়গঞ্জ
• রায়চৌধুরী পরিবারের পুজো
• দক্ষিণ বীরনগরের সাহাবাড়ি
উত্তরবঙ্গ: কোচবিহার
• রামেন্দ্র ভবনের পুজো
• দিনহাটার সাহাবাড়ি
উত্তরবঙ্গ: জলপাইগুড়ি
• ভুঁইয়াবাড়ি
• কামারপাড়ার নিয়োগীবাড়ি