কাশ্মীরের খ্যাতি তার সৌন্দর্যে। আর চ্যুতি তার আন্তর্জাতিক বিবাদে। দুইয়ের মধ্যে কিন্তু শেষমেশ জিতে যায় এখানকার অকৃত্রিম, অপরূপ শোভা। জম্মু-কাশ্মীর পর্যটন দফতরের ওয়েবসাইটটি খুললেই স্ক্রিনে ভেসে ওঠে পাহাড়ের পটভূমি। বরফের ওড়নায় শরীর মুড়ে মেঘমুক্ত আকাশের গায়ে হেলান দেওয়া শৃঙ্গরাজির ফাঁকে এ পাশ থেকে ও পাশ এগিয়ে চলে নানা স্থির চিত্র। সেগুলো সবই রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন দর্শনীয় জায়গার ছবি। সঙ্গে রয়েছে জম্মু-কাশ্মীরে বেড়ানোর খুঁটিনাটি নিয়ে নানা তথ্য ও ছবি। এক ঝলকে যেন পুরো কাশ্মীর উপত্যকা হাজির চোখের সামনে। কিন্তু হাজির হলেই তো হবে না, তাকে যে ছুঁয়েও দেখতে চায় মন। সারা পৃথিবীর কাছে ‘কাশ্মীর উপত্যকা’ নামে পরিচিত এই ‘সুন্দরী ভ্যালি’কে প্রকৃতিপ্রেমী মানুষ কবেই তো ‘ভূ-স্বর্গ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে! ‘একই অঙ্গে এত রূপ’ নিয়ে ভয়ঙ্কর সুন্দর এ রাজ্য শুধু যে প্রকৃতি-পুজোয় ব্যস্ত, তেমনটা ঠিক নয়! তবে ‘কেমন সে দেশ’? জম্মু থেকে শ্রীনগর, অমরনাথ থেকে বৈষ্ণোদেবী, প্রকৃতি থেকে ধর্ম, বরফ থেকে প্রসাদ আর তার মাঝে নিরাপত্তার ঝুঁকি বা রক্ষার বেষ্টনী, এ সব সমেত ‘স্বর্গ দর্শন’ কিন্তু এক শব্দে আ...হ্। এ বারের সংখ্যায় জম্মু-কাশ্মীরের সঙ্গে বঙ্গ জীবনে শ্রাবণ মেলা আর ফোটোশপে সান আন্তোনিওর মজাদার গল্প।
আকাশ ভরা মেঘ, তার পর বৃষ্টি, ঝমঝম থেকে রিমঝিম— এ রকম পরিবেশে বাড়ি বসে সারক্ষণ মুখ চালানোর মতো
আরামদায়ক
বিষয় বোধহয় আর কিছু হতেই পারে না। আপনাদের হেঁসেলে ভরা বর্ষায় কী কী তৈরি হল এবং হতে পারে
তারই
হদিশ নিয়ে
এ বার আপনার রান্নাঘর। সঙ্গে অন্য রকমের বিভিন্ন খবর-সহ সংবাদের হাওয়াবদল।
কথায় বলে দশ ঘর বাঙালি থাকলেই একটা দুর্গাপুজো হয়। তার আপন দেশে লাখো লাখো পুজো তো
আছেই,
পাশাপাশি ‘ঘর’ ছাড়া বাঙালিও দূর দেশে মেতে ওঠে ‘শরতের’ উত্সবে। হাওয়াবদলে এ বার সেই
বিদেশের পুজোর
খোঁজখবর।
খবর দেবেন আপনারা। নীচের বিষয়গুলোর বিস্তারিত নিয়ে লেখা পাঠানোর শেষ তারিখ ৩১ অগস্ট ২০১১।
• পুজোর শুরু কবে এবং কোথায় • মূর্তি সম্পর্কে দু’ এক কথা: কোথায় তৈরি হয়, প্রতিমা শিল্পী কোথাকার, কী দিয়ে তৈরি ইত্যাদি • এ বারের পুজোর নির্ঘন্ট: কবে ও কখন • পুজোর মূল বৈশিষ্ট্য সম্পর্কে কিছু কথা • পুজোর ভোগের বৈশিষ্ট্য এর সঙ্গে অবশ্যই পাঠাতে হবে • ভোগের তালিকা থেকে বিশেষ একটি পদের ছবি-সহ রেসিপি (১৫ অক্টোবর ২০১১-র মধ্যে) • গত বছরের পুজোর দুটি ছবি • পুজো কমিটির ই-মেল ঠিকানা
লেখা পাঠানোর ঠিকানা: হাওয়াবদল
আনন্দবাজার পত্রিকা, ইন্টারনেট সংস্করণ
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট কলকাতা ৭০০০০১ ই-মেল করুনhaoabadal@abp.inঅথবাhaoabadal@gmail.com