অগস্ট ২০১১



এই সংখ্যায় ‘ভূ-স্বর্গ’
কাশ্মীরের খ্যাতি তার সৌন্দর্যে। আর চ্যুতি তার আন্তর্জাতিক বিবাদে। দুইয়ের মধ্যে কিন্তু শেষমেশ জিতে যায় এখানকার অকৃত্রিম, অপরূপ শোভা। জম্মু-কাশ্মীর পর্যটন দফতরের ওয়েবসাইটটি খুললেই স্ক্রিনে ভেসে ওঠে পাহাড়ের পটভূমি। বরফের ওড়নায় শরীর মুড়ে মেঘমুক্ত আকাশের গায়ে হেলান দেওয়া শৃঙ্গরাজির ফাঁকে এ পাশ থেকে ও পাশ এগিয়ে চলে নানা স্থির চিত্র। সেগুলো সবই রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন দর্শনীয় জায়গার ছবি। সঙ্গে রয়েছে জম্মু-কাশ্মীরে বেড়ানোর খুঁটিনাটি নিয়ে নানা তথ্য ও ছবি। এক ঝলকে যেন পুরো কাশ্মীর উপত্যকা হাজির চোখের সামনে। কিন্তু হাজির হলেই তো হবে না, তাকে যে ছুঁয়েও দেখতে চায় মন। সারা পৃথিবীর কাছে ‘কাশ্মীর উপত্যকা’ নামে পরিচিত এই ‘সুন্দরী ভ্যালি’কে প্রকৃতিপ্রেমী মানুষ কবেই তো ‘ভূ-স্বর্গ’ হিসেবে স্বীকৃতি দিয়েছে! ‘একই অঙ্গে এত রূপ’ নিয়ে ভয়ঙ্কর সুন্দর এ রাজ্য শুধু যে প্রকৃতি-পুজোয় ব্যস্ত, তেমনটা ঠিক নয়! তবে ‘কেমন সে দেশ’? জম্মু থেকে শ্রীনগর, অমরনাথ থেকে বৈষ্ণোদেবী, প্রকৃতি থেকে ধর্ম, বরফ থেকে প্রসাদ আর তার মাঝে নিরাপত্তার ঝুঁকি বা রক্ষার বেষ্টনী, এ সব সমেত ‘স্বর্গ দর্শন’ কিন্তু এক শব্দে আ...হ্। এ বারের সংখ্যায় জম্মু-কাশ্মীরের সঙ্গে বঙ্গ জীবনে শ্রাবণ মেলা আর ফোটোশপে সান আন্তোনিওর মজাদার গল্প।


প্রেম ও প্রকৃতিতে
মোড়া জম্মু-কাশ্মীর

‘মাতারানি’র দুয়ারে

 
নাগ পঞ্চমীতে
সাপের মেলা


ক্যামেরাও কথা বলে। সেই রং-বেরঙের ছবির সাম্রাজ্যেও অবাধ বিচরণ হাওয়াবদল-এর।
রঙিন মুহূর্তগুলিকে একের পর এক সাজিয়ে শোনানো হবে বেড়ানোর অন্যরকম গল্প।
এই সংখ্যায় ক্যামেরা শোনাবে
টেক্সাসের সান আন্তোনিও-র গল্প।

মাঝ-মাসের সংযোজন

আকাশ ভরা মেঘ, তার পর বৃষ্টি, ঝমঝম থেকে রিমঝিম— এ রকম পরিবেশে বাড়ি বসে সারক্ষণ মুখ চালানোর মতো
আরামদায়ক বিষয় বোধহয় আর কিছু হতেই পারে না। আপনাদের হেঁসেলে ভরা বর্ষায় কী কী তৈরি হল এবং হতে পারে
তারই হদিশ নিয়ে এ বার আপনার রান্নাঘর। সঙ্গে অন্য রকমের বিভিন্ন খবর-সহ সংবাদের হাওয়াবদল

 
পুজোর শুরু কবে এবং কোথায়
মূর্তি সম্পর্কে দু’ এক কথা: কোথায় তৈরি হয়, প্রতিমা শিল্পী কোথাকার, কী দিয়ে তৈরি ইত্যাদি
এ বারের পুজোর নির্ঘন্ট: কবে ও কখন
পুজোর মূল বৈশিষ্ট্য সম্পর্কে কিছু কথা
পুজোর ভোগের বৈশিষ্ট্য
লেখা পাঠানোর ঠিকানা:
হাওয়াবদল
আনন্দবাজার পত্রিকা, ইন্টারনেট সংস্করণ
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট কলকাতা ৭০০০০১

ই-মেল করুন haoabadal@abp.in অথবা haoabadal@gmail.com
 

এ যাবৎ ২০১১
lসাইপ্রাস
ও নায়াগ্রা
lলে-লাদাখ
কার্গিল ও পুষ্কর
lকানকুন ও রকি
মাউন্টেন ন্যাশনাল পার্ক
lজাপান ও স্মোকি
মাউন্টেন ন্যাশনাল পার্ক
lনোভা স্কশিয়া ও লঙ্কাভি lকুরুম্মা ও ইংলিশ চ্যানেল lভেনিস ও হাওয়াই

Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player


রোজের আনন্দবাজারএ বারের সংখ্যা • সংবাদের হাওয়াবদল আপনার রান্নাঘর • খানা তল্লাশি • পুরনো সংস্করণ