জলের মাঝে শতাধিক দ্বীপ ভেসে রয়েছে একা একা। কিন্তু তারা নিজেদেরকে জুড়ে নিয়েছে মাঝারি চওড়া ক্যানালের মাধ্যমে। বড়ই অদ্ভুত, জল দিয়ে আলাদা করা আবার জল দিয়েই জোড়া! সে জলেই ভাসছে দৈনন্দিনতা, জীবনের প্রয়োজনে শহুরে যাতায়াতও এক্কেবারেই জলপথে। আর সে জায়গায় ঘুরতে গেলেই জলযাত্রা বাধ্যতামূলক। কেন না জলের জীবন দেখতেই তো যাওয়া! এত ক্ষণে নিশ্চয়ই জায়গাটা ধরা পড়ে গেছে মগজে! ‘ভেনিস’। রবীন্দ্রনাথ লিখেছিলেন, ‘আমারও পথ হাঁসের যে-পথ, জলের পথে যাত্রী,/ ভাসতে যাব ঘাটে ঘাটে ফুরোবে যেই রাত্রি।’ ভেনিস গেলে এ লেখা মনে পড়তে বাধ্য। জলের কথা উঠল যখন, ঘুরে আসা যাক তবে হাওয়াই দ্বীপপুঞ্জ থেকে। সেখানেও রয়েছে জল-ঘেরা প্রচুর দ্বীপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর শুরুটা এ জায়গা থেকেই শুরু হয়েছিল। এখানেই ওবামার জন্মভিটে। এই দুই জায়গা ঘোরার গল্পের প্রতিটি পাতায় রয়েছে যে শব্দটি তার নাম জল। এ সংখ্যায় তাই ‘জলের গল্প’ আপনার কলমে। সঙ্গে ফোটো শপে পিন্ডারি যাওয়ার বর্ণনা, অবশ্যই ক্যামেরায়।
আকাশ কালো করা মেঘ, তার পর বৃষ্টি, গুঁড়ি গুঁড়ি থেকে ঝমঝম— এ রকম পরিবেশে খাওয়ার কথা ছাড়া আর কিছু ভাবাই
যায় না। সাদামাটা থেকে বাহারি নানা খাবারের নাম জুড়ে আছে এই ঋতুটির সঙ্গে। তবে বর্ষার সঙ্গে মাছের কেমন সম্পর্ক, সেটাই
এ বার স্বাদবদল-এর বিষয়। সঙ্গে বিদেশে রবীন্দ্র জন্মোত্সব পালনের বিস্তারিত খবর-সহ সংবাদের হাওয়াবদল।
ছুটির একটু গন্ধ পেলেই মন কেমন উড়ু উড়ু করে। আর এত বড় একটা গরমের ছুটি চলে গেল, মন
নিশ্চয়ই ডানা মেলে বেড়িয়ে এল
কোথাও না কোথাও! সে সব জায়গা ঘুরে ঠিক কী দেখা গেল, কেমন
লাগল— ইত্যাদির পুঙ্খানুপুঙ্খ লিখে আমাদের দফতরে পাঠান।
মনোনীত লেখা হাওয়াবদলে প্রকাশিত
হবে নির্ধারিত সময়ে। লেখা পাঠাবেন নীচের ঠিকানায়। বিষয়ে লিখবেন:ছুটির গ্রীষ্ম, অন্য দৃশ্য।
‘হাওয়াবদল’ আপনার কেমন লাগছে? লেখা, ছবি ও অন্যান্য বিষয়ে আপনার মতামত জানান।
জবাব দেবেন লেখক স্বয়ং। লেখা পাঠানোর ঠিকানা: হাওয়াবদল
আনন্দবাজার পত্রিকা, ইন্টারনেট সংস্করণ
৬ প্রফুল্ল সরকার স্ট্রিট কলকাতা ৭০০০০১ ই-মেল করুনhaoabadal@abp.inঅথবাhaoabadal@gmail.com