১৬ আষাঢ় ১৪১৮ শুক্রবার ১ জুলাই ২০১১




ভেনিস
কী ভাবে যাবেন
ইউরোপ ভ্রমণ করতে হলে বুদ্ধিমানের কাজ হল প্রথমে প্লেনে করে একটা ‘গেটওয়ে শহর’
যেমন লন্ডন বা ফ্রাঁঙ্কফুর্ট পৌঁছে যাওয়া। আমরা যেমন লন্ডন বেছে নিয়েছিলাম।
সেখান থেকে ইজি জেটে ভেনিস পৌঁছেছিলাম। তার পর আমরা প্ল্যান করেছিলাম ইউ-রেলে
চড়ে কয়েকটা শহর ঘুরে নেব প্যারিস পর্যন্ত। প্যারিস থেকে আবার ইজি জেটে লন্ডন ফেরা।
আনুমানিক খরচ
লন্ডন থেকে ভেনিসের প্লেন খরচ প্রায় ৬০-৭০ ইউরো। ভেনিসে দু’দিন যথেষ্ট।
লঞ্চ, মিউজিয়াম ইত্যাদি ঘুরে দেখার খরচ প্রায় ৬০ ইউরো।
হস্টেলে থাকার খরচ ৮০ ইউরো (দু’দিনের)। ভিসার খরচ প্রায় ৬০ ইউরো।
মোট ২৬০-৩০০ ইউরোতে (প্রায় ১৭০০০ টাকায়) ভেনিস ঘোরা যায়।
প্রয়োজনীয় তথ্য
• Lonely planet travel guide: http://www.lonelyplanet.com/italy/venice (পারলে বইটা কিনে নেওয়া ভাল। অনেক খবর থাকে)
• Easy Jet: http://www.easyjet.com/EN/Planning/Destination/vce.html
• EuRail: http://www.eurail.com/
• Hostelling International : http://www.hihostels.com/dba/hostels-Venice---Venezia-031001.en.htm (আগেভাগে বুকিং করে রাখা ভাল।)


হাওয়াই দ্বীপ
কখন যাবেন
হাওয়াই বেড়ানোর জন্য সারা বছরই উপযুক্ত।
একটা হাল্কা জ্যাকেট, হাঁটার জন্য উপযুক্ত জুতো, সান-স্ক্রিন লোশন আনতে ভুলবেন না।
কোনও কোনও এলাকায় শীতকালে এবং/কিংবা গ্রীষ্মকালে বৃষ্টি হয়।
কী ভাবে যাবেন
হাওয়াই যেতে হলে আমেরিকার ভিসা চাই। ভ্রমণ-সংস্থার সঙ্গে যোগাযোগ করুন।
এরোপ্লেন ছাড়া ওখানে যাওয়ার উপায় নেই। আমেরিকার সমস্ত বড় শহর থেকেই উড়ান পাওয়া যায়।
হনলুলু, কাহুলুই (মাউই), কাইলুয়া-কোনা (বিগ আইল্যান্ড) প্রভৃতি বড় শহরগুলি পর্যন্ত সরাসরি উড়ান আছে, বিশেষ করে আমেরিকার পশ্চিমকূল থেকে।
ভাড়া সিজন হিসাবে (যেমন গ্রীষ্মকালে বেশি); আগে থেকে বুক করলে গড়ে ৫০০ থেকে ৭০০ ইউএস ডলার প্রতি ব্যক্তির আসা-যাওয়ার খরচ।
আনুমানিক খরচ
এখানকার হোটেলের দাম বেশি।
তবে আগে থেকে বুক করলে প্রতি রাত্রি ১২৫ থেকে ১৭৫ ইউএস ডলারের মধ্যে রুম (২ জনের জন্য) পাওয়া যায়।
ছাত্ররা (একটু কষ্ট করতে রাজি থাকলে) ১০০ ইউএস ডলারের কমেও পেতে পারেন।
যদি হাতে সত্যি-ই সময় বেশি না থাকে, তবে শুধু মাউই যেতে পারেন।



রোজের আনন্দবাজারএ বারের সংখ্যা • সংবাদের হাওয়াবদল স্বাদবদল • খানা তল্লাশি • পুরনো সংস্করণ