১৪ আশ্বিন ১৪১৮ শনিবার ১ অক্টোবর ২০১১


বাফেলো
‘সংস্কৃতি’র দুর্গাপুজো
এখানকার শরতের নীল আকাশে মেঘের চলাচল সুদূর প্রবাসে থাকা বাঙালির মনকেও আকুল করে তোলে। তার মনে পড়ে দেশের কথা। দেশের পুজোর কথা। তাই হাজার প্রতিকূলতা পেরিয়েও তারা মা’কে তাদের কাছে পেতে চায়। কয়েকদিন তাঁকে নিজেদের কাছে রেখে মাততে চায় উত্সবে, আনন্দে, আরাধনায়। সেখানে আন্তরিকতার কোনও খামতি থাকে না। পশ্চিম নিউইয়র্কের ছোট্ট সুন্দর শহর বাফেলোর বাঙালিরাও এমনই এক প্রচেষ্টা শুরু করে ১৯৮৬ সালে। আজ সিকি শতক পরেও সেই পুজো নতুন প্রজন্মকেও একই রকম ভাবে আনন্দ দেয়।
পুজোর শুরু
১৯৮৬ সালে বাফেলোর ‘সংস্কৃতি’ প্রথম দুর্গাপুজো আয়োজন করে এখানকার ভিএফডব্লিউ হলে। পরবর্তীকালে পুজো স্থানান্তরিত হয় হিন্দু মন্দিরে।

পুজোর বৈশিষ্ট্য
এই পুজোর প্রথম শোলার মূর্তি কুমোরটুলি থেকে এসেছিল। শিল্পী ছিলেন অমর ঘোষ।

পরে ২০০২ সালে শিল্পী কার্তিক পাল ও নবকুমার পালের তৈরি ফাইবার গ্লাসের দুর্গা প্রতিমা কুমোরটুলি থেকেই আসে।

‘সংস্কৃতি’র এই পুজোর প্রধান বৈশিষ্ট্য এর ঘরোয়া পরিবেশ ও আন্তরিকতা। আড়াই দিনের পুজো, তার প্রথম দিনটাই শুরু হয় মণ্ডপ ও প্রতিমা সাজানো দিয়ে। তার পর হয় মায়ের বোধন। পুজোর আয়োজন, হইচই, হাসি, গল্প আর পাশাপাশি চলে তরকারি কাটা, রান্নাবান্না এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া।

দ্বিতীয় দিন সকাল থেকেই শুরু হয় পুজো, অঞ্জলি, আর শেষে প্রসাদ বিতরণ। বাঙালি, অবাঙালি মিলেমিশে কখন যেন একটা আস্ত পরিবার হয়ে ওঠে!

ভোগ বিশেষত্ব
সমস্ত আচার বিধি মেনেই যথেষ্ট নিষ্ঠার সঙ্গে পুজোর ভোগ রান্না করা হয়।

ভোগে থাকে খিচুড়ি বা পোলাও, পাঁচ রকমের ভাজা, তরকারি, লুচি, চাটনি ও নানা রকমের মিষ্টি।

প্রত্যেক দিনের আলাদা আলাদা ভোগ রান্না করার আনন্দ ভাগ করে নেন ‘সংস্কৃতি’র সদস্যরা।
পুজোর আকর্ষণ
সন্ধেবেলা দেবীর আরতির সঙ্গে সঙ্গে চলে জমিয়ে আড্ডা, নাচ, গান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

পর দিন এই পুজোর বিজয়া দশমী। সিঁদুর খেলা শেষে মা’কে বিদায়। আর তার পর আবার পরের পুজোর জন্য গভীর অপেক্ষা নিয়ে সবাই ফিরে যায় দৈনন্দিনতার ব্যস্ততায়।

এ বারের পুজো
প্রবাসের পুজো সাধারণত সপ্তাহান্তে হয়ে থাকে। এ বার ‘সংস্কৃতি’র এই পুজো অনুষ্ঠিত হবে ৭, ৮ ও ৯ অক্টোবর।

৭ তারিখ বোধন ও ষষ্ঠী পুজো।

৮-এ সপ্তমী, অষ্টমী ও সন্ধিপুজো।

৯ তারিখে নবমী, দশমী ও বিসর্জন।


উদ্যোক্তা
সংস্কৃতি
ওয়েবসাইট: www.buffalosanskriti.org
ই-মেল:
president@buffalosanskriti.org

তথ্য: কাকলি রায়, বাফেলো
 
হাওয়াবদল
কানাডা
বেঙ্গলি অ্যাসোসিয়েশন
অফ ক্যালগ্যারি
বাফেলো
‘সংস্কৃতি’র দুর্গাপুজো
ক্যালিফোর্নিয়া
‘বে-বাসি’র দুর্গোত্সব
জার্মানি
স্টুটগার্টের দুর্গাপুজো
টরন্টো
আমার পুজো
টেক্সাস
আন্তরিক-এর পুজো
জাম্বিয়া
কপারবেল্টের দুর্গাপুজো
মিশিগান
ডেট্রয়েটের দুর্গাপুজো