১৪ আশ্বিন ১৪১৮ শনিবার ১ অক্টোবর ২০১১


কানাডা
বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ ক্যালগ্যারি
পুজোর শুরু
কানাডার আলবার্তা প্রদেশের ক্যালগ্যারির এই দুর্গাপুজো খুবই পুরনো। শুরু হয়েছিল ১৯৮১।

ক্যালগ্যারির বেঙ্গলি অ্যাসোসিসেয়শন পুজোর দায়িত্ব নেওয়ার অনেক আগে থেকেই এই পুজো হয়ে আসছে। তখন এই উত্সবে অল্প কয়েকজন বাঙালি আর কিছু ভিনভাষী ভারতীয় ও বাংলাদেশি অংশ নিতেন। কিন্তু এখনকার ছবিটাই আলাদা। প্রত্যেক বছর ভারতীয় ও বাংলাদেশি মিলিয়ে প্রায় পাঁচশো মানুষ এই পুজোয় একত্রিত হন।

পুজোর বৈশিষ্ট্য

১৯৮২ সালে কুমোরটুলি থেকে যে মূর্তি আনা হয়েছিল তা ভগ্নপ্রায় হয়ে যাওয়ায় এ বছর পুজো হবে নতুন প্রতিমায়। কুমোরটুলির গোরাচাঁদ পাল অ্যান্ড সন্স থেকে আনা হয়েছে দেবীমূর্তি। দুর্গার সঙ্গে এসেছে নতুন কালী মূর্তিও।

ভোগ বিশেষত্ব

সকালের ভোগে প্রতিদিনই খিচুড়ি, লাবড়া, পাঁচ রকমের ভাজা, চাটনি ও পায়েস রান্না হয়। আর সন্ধের ভোগ হিসেবে তৈরি হয় লুচি ও সুজি।

মিষ্টির মধ্যে থাকে, ক্ষীর কদম্ব, গোলাপ জাম, রসগোল্লা, ছানার জিলিপি, চমচম, মিল্ক কেক-সহ অনেক কিছু। এ ছাড়া পুজো শুরুর আগের সপ্তাহে সংগঠনের সভাপতির বাড়িতে সবাই উপস্থিত হয়। সেখানে শুদ্ধ ভাবে ১০০০ থেকে ১৫০০টি নারকেল নাড়ু এবং সম পরিমাণ তিলের নাড়ু বানিয়ে ফ্রিজে রেখে দেওয়া হয়। পরে পুজো উপলক্ষে ওই নাড়ু ব্যবহার করা হয়।

পুজোর দিনগুলোয় প্রত্যেককে বিতরণ করা হবে খুব সুন্দর কিছু নিরামিষ পদ ও ভোগ প্রসাদ।

তবে শুধুমাত্র বিজয়া দশমীর দিন সুস্বাদু আমিষ পদ রান্না হবে।

পুজোর আকর্ষণ
উত্সবের সব ক’দিনই সন্ধেবেলায় স্থানীয় ও ভারতীয় শিল্পী সমন্বয়ে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ বার ১০ তারিখে অর্থাত্ পুজোর শেষ দিন হবে সিঁদুর খেলা, পরে বিজয়া সম্মিলনী। সেখানে অংশ নেবেন প্রত্যেকেই।

পুজো উপলক্ষে একটি পত্রিকা প্রকাশ করা হয়। সংগঠনের সদস্যরাই সেখানে লেখেন কবিতা, গল্প বা প্রবন্ধ। ২০০৫ থেকে পত্রিকাটির নামকরণ হয়েছে, ‘পার্বণী’। প্রতি বছর যাতে আরও সুদৃশ্য ‘পার্বণী’ প্রকাশ করা যায়, সদস্যরা সে ব্যাপারে যথেষ্ট উত্সাহী ও আগ্রহী।

এ বারের পুজো
এ বারের পুজো হবে ৮, ৯ ও ১০ অক্টোবর ২০১১।

উদ্যোক্তা
বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ ক্যালগ্যারি
আলবার্তা, কানাডা

তথ্য: শম্পা চৌধুরী, কানাডা
 
হাওয়াবদল
কানাডা
বেঙ্গলি অ্যাসোসিয়েশন
অফ ক্যালগ্যারি
বাফেলো
‘সংস্কৃতি’র দুর্গাপুজো
ক্যালিফোর্নিয়া
‘বে-বাসি’র দুর্গোত্সব
জার্মানি
স্টুটগার্টের দুর্গাপুজো
টরন্টো
আমার পুজো
টেক্সাস
আন্তরিক-এর পুজো
জাম্বিয়া
কপারবেল্টের দুর্গাপুজো
মিশিগান
ডেট্রয়েটের দুর্গাপুজো