১৪ আশ্বিন ১৪১৮ শনিবার ১ অক্টোবর ২০১১


জাম্বিয়া
কপারবেল্টের দুর্গাপুজো
জাম্বিয়া, আফ্রিকা মহাদেশের দক্ষিণভাগে অবস্থিত খনিজ সমৃদ্ধ একটি দেশ। এখানকার বিপুল তামার খনির পরিচালনা এবং সম্প্রসারণের জন্য বিশেষজ্ঞ হিসাবে এ দেশে ভারতীয়দের আগমন অনেকদিন ধরেই চলে আসছে। আর সেই তালিকায় বাঙালি থাকবে না সেটা হয় নাকি? কথায় বলে ‘তিন বাঙালি প্রবাসে একসঙ্গে হলেই একটি দুর্গাপুজো অনুষ্ঠিত হয়’। আর সে ভাবেই শুরু হয় কপারবেল্টের দুর্গাপুজো।
পুজোর শুরু
এনডোলা, কিট্ওয়ে, লুয়ানসিয়া, মুফুলিরা, চিঙ্গোলা এই কয়েকটি কাছাকাছির শহর মিলিয়ে ‘কপারবেল্ট’। প্রথম পুজো হয় ১৯৮৫ সালে কিট্ওয়ে শহরে। বহু বাঙালি এ দেশে এসেছেন এবং কিছু বছর পরে নিজের দেশে ফিরেও গেছেন। কিন্তু কপারবেল্টের এই পুজো ২৬ বছর ধরে বাঙালির ঐতিহ্য বজায় রেখে সমান উদ্যোগে অনুষ্ঠিত হয়ে চলেছে।

পুজোর বৈশিষ্ট্য

এত বছর কিট্ওয়ে শহরে পুজো হলেও, এ বছর হবে কঙ্কোলা কপার মাইন-এর কেন্দ্রস্থল চিঙ্গোলা শহরে। তৈরি করা হয়েছে চণ্ডীমণ্ডপ।

কুমোরটুলি থেকে এসেছে ফাইবার গ্লাসের দেবীমূর্তি।

হিন্দুশাস্ত্র মতে পূজার্চনা চলবে দশমী পর্যন্ত। পুরোহিতের মন্ত্রোচ্চারণে, সন্ধিপুজোর প্রদীপের আলোয়, ধূপের গন্ধে, মহানবমীর চণ্ডীপাঠে ও ভোগপ্রসাদ বিতরণের আনন্দের মধ্যে দিয়েই দশমীর সিঁদুর খেলায় দেবীর বিদায়বেলা এসে যাবে।

দশমীর গোধূলিবেলায়, সিঁদুর লাল আবিরে রঙিন বাঙালি ও অবাঙালি ভারতীয়দের অন্তর থেকে একটিই প্রার্থনা উচ্চারিত হবে, ‘মা তুমি আবার এসো’।

এ বারের পুজো
পুজোর নির্ঘন্ট
মঙ্গলবার, ৪ অক্টোবর সকাল ৯:৩০ মহাষষ্ঠী, মহাসপ্তমী ও মহাষ্টমী পুজো

১২:৩০ পুষ্পাঞ্জলি

১:০০ মধ্যাহ্নভোজ

সন্ধে ৭:৩০ আরতি

রাত ৮:৩০ নৈশভোজ

রাত ১২:৫১ সন্ধিপুজো ও পুষ্পাঞ্জলি
বুধবার, ৫ অক্টোবর সকাল ১০:০০ মহানবমী পুজো

দুপুর ১২টা পুষ্পাঞ্জলি
দুপুর ১টা মধ্যাহ্নভোজ
সন্ধে ৭:০০ আরতি
বৃহস্পতিবার, ৬ অক্টোবর সকাল ৯:০০ বিসর্জন

৯:৩০ সিঁদুর খেলা

দুপুর ১২:৩০ মধ্যাহ্নভোজ

রাত ৭:৩০ নৈশভোজ

উদ্যোক্তা
হাউস নং ৪৩ ও ৪৫
৭ স্ট্রিট, চিঙ্গোলা
ই-মেল:
soumyakanti.sengupta@kcm.co.zm এবং skg.sengupta@gmail.com

তথ্য ও ছবি: সৌম্যকান্তি সেনগুপ্ত
 
হাওয়াবদল
কানাডা
বেঙ্গলি অ্যাসোসিয়েশন
অফ ক্যালগ্যারি
বাফেলো
‘সংস্কৃতি’র দুর্গাপুজো
ক্যালিফোর্নিয়া
‘বে-বাসি’র দুর্গোত্সব
জার্মানি
স্টুটগার্টের দুর্গাপুজো
টরন্টো
আমার পুজো
টেক্সাস
আন্তরিক-এর পুজো
জাম্বিয়া
কপারবেল্টের দুর্গাপুজো
মিশিগান
ডেট্রয়েটের দুর্গাপুজো