মিশিগান |
ডেট্রয়েটের দুর্গাপুজো |
মিশিগানে এখন শরতকে বিদায় জানিয়ে শীত আসি আসি করছে। শীতের সঙ্গে মা দুর্গার আগমনী বার্তায় মুখরিত মিশিগানের প্রতিটি বাঙালি পরিবার। মিশিগানে প্রতি বছর ৬/৭টি পুজো হয়ে থাকে। |
|
পুজোর শুরু |
২০০৬ সাল থেকে দুর্গা মন্দিরে নিয়মিত ভাবে দুর্গাপুজো হয়ে আসছে। পুজো হয় বৈদিক মতে। প্রথমে তিথিমতো এবং সপ্তাহান্তে শুক্র, শনি ও রবিবার পুজোৎসব উদযাপন করা হয়।
|
পুজোর বৈশিষ্ট্য |
কলকাতার কুমোরটুলি থেকে এ বার নতুন দুর্গা ও কালী প্রতিমা আনা হয়েছে। প্রাচীন ও প্রখ্যাত প্রতিমা নির্মাতা প্রতিষ্ঠান অমরনাথ ঘোষ এন্ড সন্সের কৌশিক ঘোষ প্রতিমা নির্মাণ করেছেন। গত বছরের প্রতিমা এ বার বিসর্জন দেয়া হয়েছে। পুজোর পর প্রতিমা রেখে দেওয়া হয় পরের বছরের জন্য।
|
ভোগ বিশেষত্ব |
পুজোয় বিভিন্ন ধরনের ভোগ দেওয়া হয়। আচার মেনে ভোগ রান্না করা হয়— ভাত, পঞ্চব্যঞ্জন, রকমারি ভাজা, খিচুড়ি, পায়েস, বাড়িতে তৈরি লুচি, মিষ্টি, দই, নাড়ু, ক্ষীরের সন্দেশ।
|
পুজোর আকর্ষণ |
পুজো উপলক্ষ্য থাকছে ভক্তিমূলক গান, নাটক, নৃত্য, আবৃত্তি, গীতিনাট্য, কৌতুক নকশা, শ্রুতিনাটক এবং বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী তপন চৌধুরী’র একক সঙ্গীত সন্ধ্যা— পরিবেশিত হবে ৮ অক্টোবর শনিবার।
সপ্তমীর রাতে মহিলারা “ধামাইল” গান গেয়ে সবাইকে ফিরিয়ে নিয়ে যান কৈশোরের সেই গ্রাম বাংলায়। প্রতি বছরের মতো এ বারও পুজো উপলক্ষ্য কলকাতা, বাংলাদেশ ও প্রবাসের প্রথিতযশা কবি সাহিত্যিকদের লেখা নিয়ে প্রকাশিত হবে সাহিত্যরসে সিক্ত বহুবর্ণা স্মরণিকা “শারদ অর্ঘ্য”।
|
এ বারের পুজো |
২ অক্টোবর মহাষষ্ঠীতে বোধন, দেবী বরণের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপুজার আনুষ্ঠানিকতা।
যথাযথ শাস্ত্রীয় নিয়ামানুসারে ৩ থেকে ৬ অক্টোবর পর্যন্ত সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী পুজো অনুষ্টিত হবে।
ভক্তবৃন্দদের সুবিধার্থে পুনরায় ৭, ৮, ৯ অক্টোবর শুক্র, শনি ও রবিবার সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী পুজো অনুষ্ঠিত হবে।
রবিবার রাতে শান্তির জল ছিটিয়ে বিজয়া দশমী পালন এবং সবার মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। মহিলারা এখানে সিঁদুরও খেলেন।
|
উদ্যোক্তা |
ডেট্রয়েট দুর্গা টেম্পল
৪২১৫ ইষ্ট মেকনিকলস রোড
ডেট্রয়েট, মিশিগান
Email: info@durgatemple.net
Website: http://www.durgatemple.net
|
তথ্য ও ছবি: পার্থ সারথি দেব ধ্রুব |
|
|
|