ক্যালিফোর্নিয়া: ফস্টার সিটি |
‘বে-বাসি’র দুর্গোত্সব |
বিশ্বায়নের যুগে ‘ঘরকুনো’ বাঙালি তার বদনাম ঘুচিয়ে ছড়িয়ে পড়েছে সর্বত্র, উত্তর থেকে দক্ষিণ গোলার্ধে। সঙ্গে নিয়ে গেছে আড্ডা, রসগোল্লা, সংস্কৃতি আর তাদের সর্বাধিক প্রিয় দুর্গোৎসব। |
|
পুজোর শুরু |
২০০৮ সালে আমাদের দুর্গাপুজো শুরু হয় ফস্টার সিটি বে’র লাগোয়া বাওডিচ মিডল স্কুলে। বে অঞ্চলে আমাদের পুজো নবীনতম। কিন্তু মাত্র চার বছর আগে শুরু হয়ে আমাদের এই পুজো ইতিমধ্যেই সকলের মন জয় করে নিয়েছে। ঘরোয়া পরিবেশ আর আন্তরিকতাই এই পুজোর অন্যতম মূলধন।
|
পুজোর বৈশিষ্ট্য |
প্রথম বারের পুজোর প্রতিমা ২০০৮ সালে কলকাতা থেকে আনা হয় আকাশপথে। কুমোরটুলির প্রখ্যাত শিল্পী প্রদ্যোত পালের হাতে ফাইবার গ্লাসের তৈরি সেই প্রতিমা ডাকের সাজের, তাতে জরি ও চুমকির কাজ।
প্রতি বারের মতো এ বারেও পুজোর পুরোহিত রমেন চক্রবর্তী, আমাদের সকলের ‘রমেনদা’। সদালাপী ও অমায়িক রমেনদা’র পৌরোহিত্য এই পুজোকে অন্য মাত্রা দিয়েছে। এখানে পুজোর দু’দিন চণ্ডীপাঠ হয়।
পুজোর প্রথম দিন সন্ধেবেলা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগঠনের বড় ও ছোটরা গান, নাচ, আবৃত্তি ইত্যাদি অনুষ্ঠান পরিবেশন করে। এ বছর বিশেষ আকর্ষণ থাকবে গুরু সুজাতা মহাপাত্র ও তাঁর দলের ওড়িশি নৃত্য পরিবেশন।
পুজো উপলক্ষে স্থানীয় ও দেশের কচিকাঁচা ও বড়দের লেখা নিয়ে ‘পার্বণী’ নামে একটি পত্রিকা প্রতি বছর প্রকাশিত হয়।
|
ভোগ বিশেষত্ব |
পুজোর ভোগ হিসেবে দেওয়া হয় খিচুড়ি, পাঁচ রকম ভাজা, লাবড়া, চাটনি আর পায়েস। আর বিকেলে লুচি আর সুজি।
পুজোয় প্রসাদ হিসেবে স্থানীয় মহিলাদের বানানো নাড়ু, সন্দেশ ইত্যাদি নানা মিষ্টি দেওয়া হয়।
পুজো কমিটি দু’দিন আমিষ ও নিরামিষ নানা রকম খাবারের আয়োজন করে।
|
পুজোর আকর্ষণ |
নতুন শুরু হলেও এই পুজো প্রচুর জনপ্রিয়তা পেয়েছে আড়ম্বরহীন ও বন্ধুত্বপূর্ণ পরিবেশের জন্য। বিসর্জনের আগে সিঁদুর খেলা ও ধুনুচি-নাচ স্থানীয়দের কাছে যথেষ্ট সমাদর পেয়েছে।
পুজোর আর এক বিশেষ আকর্ষণ দ্বিতীয় সন্ধের ডাণ্ডিয়া। বে-বাসী আয়োজিত ডাণ্ডিয়ায় বাঙালি ছাড়াও গুজরাতি, মরাঠি, উত্তর ভারতীয়, দক্ষিণী সকলের স্বতঃস্ফূর্ত যোগদান বিশেষ উল্লেখযোগ্য। হইচই করে দু’টো দিন কেটে যায় যেন কোথা থেকে! শুরু হয় আবার দিন গোনার পালা।
|
এ বারের পুজো |
এ বারের পুজো দু’দিনের, ১ ও ২ অক্টোবর
১ তারিখ সকালে প্রতিমা স্থাপন।
১ ও ২ তারিখ যথাক্রমে সপ্তমী-অষ্টমী ও নবমী-দশমীর পুজো।
|
উদ্যোক্তা |
বে-বাসি
ফস্টার সিটি, মার্কিন যুক্ত রাষ্ট্র
ই-মেল: baybasi@gmail.com
ওয়েবসাইট: www.baybasi.org
|
তথ্য: প্রদীপ বন্দ্যোপাধ্যায়, ফস্টার সিটি |
|
|
|