টেক্সাস |
আন্তরিক-এর আন্তরিকতা |
|
পুজোর শুরু |
টেক্সাসের ডালাস শহরে `আন্তরিক' (বেঙ্গলি অর্গানাইজেশন অফ গ্রেটার ডালাস) একটি অতি পরিচিত বাঙালি সংগঠন। আর তাদের আয়োজিত দুর্গাপুজো উত্তর আমেরিকায় অতি বিখ্যাত। এই ঘরোয়া পুজোর সূত্রপাত নয়ের দশকের মাঝামাঝি, ৩০-৪০টি পরিবার নিয়ে। তার পর ১৯৯৯ সালে ঘটা করে সেই পুজো সর্বজনীনে উন্নীত হলেও আন্তরিকতা এখনও অটুট।
|
পুজোর বৈশিষ্ট্য |
বর্তমান মূর্তি ফাইবার গ্লাসের তৈরি। দুর্গা প্রতিমার উচ্চতা ৮ ফুট, আর অন্য প্রতিমাগুলি ৬ ফুটের। কুমোরটুলির বিখ্যাত শিল্পী গোরাচাঁদ পাল এন্ড সন্স নির্মিত এই মূর্তি। ২০০৪ সালে নিয়ে আসা আন্তরিক-এর এই ফাইবার গ্লাসের দুর্গামূর্তি উত্তর আমেরিকায় প্রথম। এমনকি ভারতের বাইরেও এত বড় মাপের প্রতিমা কিন্তু এই প্রথম।
আন্তরিক-এর পুজোর মূল বৈশিষ্ট্য অভিনবত্ব ও নিষ্ঠা। বেলুড় মঠের পদ্ধতিতে পুজোর নিয়মকানুন ও কুমারীপুজো হয়। ২০০০ সালে উত্তর আমেরিকায় কুমারীপুজো প্রথম চালু করে আন্তরিক। তিন চার জন অভিজ্ঞ পুরোহিতের তত্ত্বাবধানে পুজোর উপাচারে কোনও ত্রুটি থাকে না, চণ্ডীপাঠ, কলাবউ, ঢাকের বাজনা, আরতি, ভোগ, অঞ্জলি সবই দেশের মতো করা হয়।
|
ভোগ বিশেষত্ব |
ষষ্ঠী/ সপ্তমী— ভাত, পাঁচ রকমের ভাজা, চাটনি, পায়েস
অষ্টমী—
লুচি, পাঁচমিশেলি তরকারি, তিন রকমের ভাজা, নারকেল নাডু
নবমী—
খিচুড়ি, পাঁচ রকমের ভাজা, চাটনি, পায়েস
কুমারীপুজো—
পাঁচ রকমের ফল, তিন রকমের মিষ্টি
|
এ বারের পুজো |
পুজোর নির্ঘন্ট |
শুক্রবার, ৩০ সেপ্টেম্বর |
সন্ধে ৬:৩০ |
মহাষষ্ঠী, মহাসপ্তমী পুজো |
|
৭:৩০ |
প্রসাদ ও নৈশভোজ |
|
৯:০০ |
আনুষ্ঠানিক উদ্বোধন ও কলকাতার শিল্পীদের অনুষ্ঠান |
শনিবার, ১ অক্টোবর |
সকাল ১০:০০ |
মহাষ্টমী পুজো |
|
১০:৪৫ |
সন্ধিপুজো, চণ্ডীপাঠ |
১১:০০ |
মহানবমী পুজো |
দুপুর ১২টা |
কুমারীপুজো |
১২:৩০ |
পুষ্পাঞ্জলি |
১:০০ |
প্রসাদ ও মধ্যাহ্নভোজ |
বিকেল ৪:০০ |
দশমী পুজো, আরতি, বিসর্জন, সিঁদুর খেলা |
৪:৩০ |
দধিকর্মা, ঝালমুড়ি |
৫:০০ |
আন্তরিক বাংলা স্কুলের ছাত্রছাত্রী অভিনীত
নাটক:
আলিবাবা ও চল্লিশ চোর |
সন্ধে ৬:০০ |
বড়দের নৃত্যগীত: পাশ্চাত্যের সুরে রবীন্দ্রনাথ |
৭:৩০ |
নৈশভোজ |
৯:০০ |
কলকাতার শিল্পীদের অনুষ্ঠান |
|
|
উদ্যোক্তা |
ই-মেল: info@antorik.com
ওয়েবসাইট: http://antorik.com/about.html
|
তথ্য: সজল দাস, ডালাস |
|
|
|