নিজস্ব সংবাদদাতা • উলুবেড়িয়া |
যেখানে গড়ে উঠেছে জলপ্রকল্প, অদূরের বাসিন্দারাই ভুগছেন জলকষ্টে!
হাওড়ার উলুবেড়িয়া পুরসভার ২ নম্বর ওয়ার্ডের জগদীশপুরের সিংহপাড়ায় গত ফেব্রুয়ারিতে ১ কোটি ৪২ লক্ষ টাকায় গড়ে ওঠে পানীয় জলের প্রকল্পটি। কলকাতা মিউনিসিপ্যাল ওয়াটার সাপ্লাই অথরিটি এবং উলুবেড়িয়া পুরসভার যৌথ উদ্যোগে। কিন্তু ওই ওয়ার্ডের বেশির ভাগ জায়গাতেই এখনও পাইপলাইন বসেনি।
বেশি দুর্ভোগ অবশ্য পোহাতে হচ্ছে সিংহপাড়ার বাসিন্দাদেরই। ওই পাড়া থেকে মাত্র ৩০০ মিটার দূরে জলপ্রকল্পটি। ওয়ার্ডের অন্যত্র জলের সমস্যা ততটা প্রকট নয়। কেননা, শ্যামপুর-উলুবেড়িয়া রোডের ধারের কল থেকে ওই ওয়ার্ডের অন্য এলাকার বাসিন্দারা জল নিতে পারেন। কিন্তু সিংহপাড়া ওই রাস্তা থেকে অনেকটাই দূরে। তাই ওই পাড়ার বাসিন্দাদের নির্ভর করতে হয় একমাত্র নলকূপটির উপরে। প্রতিদিনই সেই নলকূপের সামনে জল নেওয়ার ভিড় দেখা যায়।
ওই পাড়ার বাসিন্দা শ্যামা মাইতি বলেন, “প্রকল্প হতে দেখে ভেবেছিলাম জলের সমস্যা মিটবে। কিন্তু কিছুই হল না। এখনও প্রতিদিন দু’বেলা বালতি নিয়ে নলকূপের সামনে লাইন দিতে হয়। অনেক সময় নষ্ট হয়।” একই বক্তব্য ওই এলাকারই এক গৃহবধূরও। তিনি বলেন, “জল নেওয়ার জন্য কত যে সময় নষ্ট হয়। তার উপরে নলকূপ খারাপ হয়ে গেলে কিছুই করার থাকে না।”
কিন্তু জলপ্রকল্প চালু হওয়ার আট মাস পরেও ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ওই প্রকল্পের জল থেকে বঞ্চিত কেন?
ওই ওয়ার্ডের কাউন্সিলর সিপিএমের শেখ সাবির বলেন, “এই ওয়ার্ডে মাত্র ৩০ শতাংশ এলাকায় পাইপ বসানোর কাজ হয়েছে। তাই জলের সংযোগ দেওয়া যায়নি। পুরপ্রধান আরও কিছু দিন সময় চেয়েছেন।”
উলুবেড়িয়ার পুরপ্রধান তৃণমূলের দেবদাস ঘোষ ২ নম্বর ওয়ার্ডে জলের সমস্যার কথা মেনে নিয়ে বলেন, “শুধু ওই ওয়ার্ডেই নয়। আরও কয়েকটি ওয়ার্ডে জলপ্রকল্পের জল দেওয়া যাচ্ছে না। আর্থিক সমস্যার কারণে পাইপ বসানো যাচ্ছে না। টাকা পাওয়া গেলে কাজ শুরু হবে।” |