টুকরো খবর |
রিষড়ায় ট্রেনে কাটা পড়ে মহিলা-সহ মৃত ২
নিজস্ব সংবাদদাতা • রিষড়া |
জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরনো জনতা পার হচ্ছিল লেভেলক্রসিং। আচমকা এসে পড়ে ট্রেন। লাইনে কিছু বাচ্চা রয়েছে দেখে তাঁদের সরাতে গিয়েছিলেন মহুয়া আচার্য (৪০)। শেষ রক্ষা হয়নি। সোমবার রাতে পূর্ব রেলের হাওড়া-ব্যান্ডেল শাখার রিষড়া স্টেশনে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল মহুয়াদেবী-সহ ২ জনের। গুরুতর জখম হল দু’টি শিশু। রেল পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন রাত ৮টা নাগাদ স্টেশনের পশ্চিম দিকের লেভেলক্রসিং পার হচ্ছিলেন রিষড়ারই সুভাষনগরের এলাকার বাসিন্দা মহুয়াদেবী। সেই সময় ডাউন কাটোয়া লোকাল চলে আসে। লাইনের উপরে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে বেরনো জনতার ভিড় এতটাই বেশি ছিল যে, ট্রেন কতটা দূরে রয়েছে তা আন্দাজ করতে পারেননি মহুয়াদেবীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, লাইনের উপরে কিছু বাচ্চা রয়েছে দেখে তাদের লাইন থেকে সরাতে যান মহুয়াদেবী। কিন্তু নিজে লাইন থেকে সরতে পারেননি। ট্রেনের ধাক্কায় তাঁর সঙ্গেই মৃত্যু হয় এক ব্যক্তির। ছিটকে পড়ে জখম হয় দু’টি শিশু। গুরুতর আহত অবস্থায় তাদের শ্রীরামপুর ওয়ালশ হাসপাতাল থেকে কলকাতা মেডিক্যাল কলেজে পাঠানো হয়। রাত পর্যন্ত অন্য ব্যক্তির পরিচয় জানাতে পারেনি রেল পুলিশ। |
জিতল রিষড়া স্পোর্টিং
নিজস্ব সংবাদদাতা • বৈদ্যবাটি |
|
নিজস্ব চিত্র। |
বৈদ্যবাটির বিএস পার্ক ক্লাবের ৭৫ বছর পূর্তি উপলক্ষে রবিবার থেকে আরম্ভ হয়েছে নকআউট ফুটবল প্রতিযোগিতা। হুগলি, হাওড়া এবং উত্তর ২৪ পরগনার ৮টি দলকে নিয়ে ক্লাবের মাঠেই ওই প্রতিযোগিতা হচ্ছে। উদ্বোধন করেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সহ সভাপতি সুব্রত দত্ত। বিএস পার্কের কর্মকর্তা তথা আইএফএ-র সদস্য সৌমেন ঘোষ জানান, প্রথম খেলায় সিঙ্গুর ক্লাবকে টাইব্রেকারে হারায় রিষড়া স্পোর্টিং। নির্ধারিত সময়ে উভয় দলই একটি করে গোল করে। টাইব্রেকারেও প্রথম পাঁচটি শটে সমান সংখ্যক গোল করে দু’টি দলই। শেষ পর্যন্ত সাডেন ডেথে জয়ী হয় রিষড়ার দলটি। তাদের পক্ষে খেলার ফল দাঁড়ায় ৮-৭। খেলা পরিচালনা করেন ফিফা সহকারি রেফারি বিপ্লব পোদ্দার। আয়োজক ক্লাবের তরফে তাঁর হাতে সম্বর্ধনা তুলে দেন সুব্রত দত্ত। সোমবার দ্বিতীয় খেলায় হাওড়া দাসনগর স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় বিএস পার্ক। তারা অবশ্য হেরে যায়। হাওড়ার দলটি জয়ী হয় ২-০ গোলে। প্রতিযোগিতার অপর চারটি দল ছাত্র সঙ্ঘ, শেওড়াফুলি ক্লাব, সবুজ পরিষদ এবং শ্যামনগর তরুণ সঙ্ঘ। ফাইনাল আগামী রবিবার। |
চিটফান্ডের ব্যবসা, ধৃত উত্তরপাড়ার ২
নিজস্ব সংবাদদাতা • উত্তরপাড়া |
চিটফান্ডের ব্যবসা করে আমানতকারীদের টাকা আত্মসাতের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে উত্তরপাড়া থানার পুলিশ। ধৃতদের নাম সুদীপ্ত ভট্টাচার্য এবং দেবাঞ্জন চক্রবর্তী। সুদীপ্তর বাড়ি উত্তরপাড়া কোতরংয়ে। আদতে উত্তর ২৪ পরগনার টাকির বাসিন্দা দেবাঞ্জন সুদীপ্তর আত্মীয়। বছর খানেক আগে তাঁরা ওই ব্যবসা আরম্ভ করেন বলে অভিযোগ। অভিযোগ, বহু লোকের থেকে কয়েক লক্ষ টাকা আত্মসাৎ করে কয়েক মাস আগে ব্যবসা গুটিয়ে নেন। পুলিশের কাছে লিখিত অভিযোগে আমানতকারীরা জানান, অল্প সময়ের মধ্যে টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা তুলে আত্মসাৎ করে দু’জনে। সেই অভিযোগের ভিত্তিতেই শনিবার ব্যারাকপুরের নোয়াপাড়া থেকে সুদীপ্তকে এবং উত্তরপাড়া থেকে দেবাঞ্জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের রবিবার শ্রীরামপুর মহকুমা হাসপাতালে তোলা হয়। সুদীপ্তকে ৩ দিন পুলিশি হেফাজত এবং দেবাঞ্জনকে ৫ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। তদন্তকারী অফিসারেরা জানান, ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। |
পরিবার সহায়তা প্রকল্পে সাহায্য
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
দিন কয়েক আগে আরামবাগ পুরসভা এলাকার পরিবার সহায়তা প্রকল্পে ১০৬ জন দুঃস্থ মানুষকে আর্থিক সাহায্য দেওয়া হল। রাজা রামমোহন রায় প্রেক্ষাগৃহে এক অনুষ্ঠানের মাধ্যমে পুরসভার পক্ষ থেকে এই প্রকল্পের উপভোক্তা প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট শুভঙ্কর সরকার, আরামবাগ পুরসভার চেয়ারম্যান গোপাল কচ প্রমুখ। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটির উদ্দেশ্য দারিদ্রসীমার নীচে বসবাসকারী কোনও পরিবারের প্রধান উপার্জনকারীর মৃত্যু হলে তাঁর পরিবারকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করা। প্রধান উপার্জনকারীর বয়স ১৮ বছরের বেশি এবং ৬৫ বছরের কম হতে হবে। |
লালনকে শ্রদ্ধা
নিজস্ব সংবাদদাতা • বৈদ্যবাটি |
লালন ফকিরের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ অনুষ্ঠান করল হুগলির বৈদ্যবাটির বঙ্গভাষা ও সংস্কৃতি চেতনা মঞ্চ। সম্প্রতি এক সন্ধ্যায় বৈদ্যবাটির একটি ভবনে আয়োজিত ওই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল ‘অচিন মানুষ’। সংগঠনের সম্পাদক ব্রততী মজুমদার জানান, লালন ফকিরের কথা ও গানের পসরায় সাজানো হয়েছিল অনুষ্ঠান। কথায় ছিলেন অধ্যাপক কর্ন রায়। গানে ব্রততী মজুমদার, রুমা বন্দ্যোপাধ্যায়, জ্যোৎস্না জানা, কানু চৌধুরী, আদিত্য গুপ্ত, তপন বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্যরা। |
ব্যবসায়ী খুনে ধৃত |
হাওড়ার চামরাইলের ওষুধ ব্যবসায়ী অসীম কোলের (৫৬) খুনের ঘটনায় গ্রেফতার হল স্থানীয় এক যুবক। ধৃত ইউনিস আলি পেশায় রাজমিস্ত্রিদের ঠিকাদার। তার কাছ থেকে অসীমবাবুর মোবাইলটি মিলেছে। ওই মোবাইলের সূত্র ধরেই চামরাইল থেকে এক মহিলাকে আটক করে পুলিশ। তাঁকে অবশ্য ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশের অনুমান, অবৈধ সম্পর্কের জেরেই এই খুন। ২৯ অক্টোবর চামরাইলের বাঁশতলায় নিজের বাড়ি থেকে অসীমবাবুর মৃতদেহ মেলে। |
|