দলকে ‘আবর্জনামুক্ত’ করার ডাক দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সোমবার সিপিএমের দমদম জোনাল কমিটি আয়োজিত এক সাধারণ সভায় বুদ্ধবাবু বলেন, তাঁরা দলকে ‘আবর্জনামুক্ত’ করার কাজে নেমেছেন। এ ব্যাপারে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্মেলন প্রক্রিয়ার মধ্যে দিয়ে দলকে আরও ‘আবর্জনামুক্ত’ করা হবে। বিধাননগরের একটি প্রেক্ষাগৃহে এই সাধারণ সভার আয়োজন করা হয়েছিল। বুদ্ধবাবু ছাড়াও বক্তা ছিলেন রাজ্য কমিটির সদস্য অমিতাভ নন্দী।
সম্মেলন প্রক্রিয়া শুরুর আগে এই প্রথম বুদ্ধবাবু জেলা স্তরের কোনও সভায় বক্তৃতা করলেন। ঠিক হয়েছে, সম্মেলন প্রক্রিয়ায় তিনি আরও বিভিন্ন জেলায় যাবেন। দলের সময়োপযোগী মতাদর্শ সংক্রান্ত দলিল, বর্তমান পরিস্থিতিতে এ রাজ্যে আন্দোলনের রূপরেখা এবং ‘শুদ্ধকরণ’ নিয়ে বলবেন। এ দিনও তিনি এই তিনটি বিষয়ের অবতারণা করতে গিয়ে বলেন, মানুষ তাঁদের দলকে পরিচ্ছন্ন দেখত চায়। সেই লক্ষ্যেই সম্মেলনে ‘আবর্জনা’ দূর করা হবে। বুদ্ধবাবু বলেন, দলের সঙ্গে যুক্ত ‘অবাঞ্ছিত ও বাজে’ লোকেদের একাংশ ইতিমধ্যেই তৃণমূলে গিয়ে ‘আশ্রয়’ নিয়েছে। যারা আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ধরনের লোকেরা যাতে কোনও ভাবেই কমিটিতে না থাকতে পারে, তা আগামী দিনে নিশ্চিত করতে হবে। |
অক্টোবর বিপ্লব স্মরণে লেনিনের মূর্তিতে মালা দিতে যাচ্ছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।
সঙ্গে পশ্চিমবঙ্গ বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। সোমবার ধর্মতলায় সুমন বল্লভের তোলা ছবি। |
যাদবপুরে বুদ্ধবাবুর ঘনিষ্ঠ স্বপন রায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর আর এক ঘনিষ্ঠ ওই এলাকারই খোকন ঘোষ দস্তিদারের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। শ্যামপুকুর-বাগবাজার এলাকার বহু নেতার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। দমদম এলাকার নেতা-কর্মীদের একাংশের বিরুদ্ধে প্রোমোটারদের সঙ্গে যোগাযোগ এবং অসৎ উপায়ে অর্থ উপার্জনের নানা অভিযোগ রয়েছে। যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ইতিমধ্যেই তাদের নানা কমিটি থেকে বাদ দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। সেই প্রক্রিয়াকেই ত্বরান্বিত করতে গিয়ে বুদ্ধবাবু বলেন, দলীয় কর্মীরা কে কী কাজ করছেন, তা সাধারণ মানুষ প্রতিদিন নজরে রাখে। অনেক সময়েই দলের শীর্ষ নেতৃত্বের পক্ষে প্রত্যেককে চিহ্নিত করে শাস্তি দেওয়া সম্ভব হয় না। সে কাজ নিচুতলা থেকে করতে হবে। দলের কর্মীদের ‘আত্মসংশোধন’ করতে হবে। এ ভাবেই দলের ‘শুদ্ধকরণ’ সম্ভব। তাঁর আশা, সম্মেলন প্রক্রিয়ার মধ্য দিয়ে দল অনেকটাই ‘আত্মশুদ্ধি’ করতে পারবে।
বুদ্ধবাবু এ দিন লাতিন আমেরিকার বিভিন্ন দেশের উদাহরণ তুলে দিয়ে বলেন, এরা সকলেই মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করছে। এ রাজ্যে তৃণমূল সাম্রাজ্যবাদীদেরই স্বার্থ রক্ষা করছে অভিযোগ করে তিনি বলেন, ইতিমধ্যেই গরিব পরিবহণ শ্রমিকদের পেনশন বন্ধ হয়ে গিয়েছে। আগামী দিনে গরিব-বিরোধী পদক্ষেপ নেওয়া হবে। এর বিরুদ্ধে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামতে হবে।
এখনই দলের মিছিলে বেশি লোক হবে না, সে কথা স্মরণ করিয়ে দিয়ে বুদ্ধবাবু বলেন, যুবদের যে অংশ বামেদের ছেড়ে চলে গিয়েছে, তাদের ফিরিয়ে আনাই হবে প্রাথমিক কাজ। |