|
|
|
|
মদ যাচাইয়ে ফরেন্সিক |
ডাক্তারের নামে নালিশ থানায়, শুরু অনুসন্ধান |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
বাঘা যতীন স্টেট জেনারেল হাসপাতালে ‘মদ্যপ’ অবস্থায় রোগী দেখার ঘটনায় অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে পুলিশ। রবিবার হাসপাতালের জরুরি বিভাগে প্রবীরকুমার ঘোষ নামে ওই চিকিৎসকের বিরুদ্ধে মদ খেয়ে ডিউটি করার অভিযোগ তোলেন কয়েক জন রোগী। এই নিয়ে তোলপাড় শুরু হয় স্বাস্থ্য দফতরে। পরে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এটা ফৌজদারি অপরাধ। প্রয়োজনে ওঁকে গ্রেফতারও করা হতে পারে।”
কলকাতা পুলিশের ডিসি (এসএসডি) বিশ্বরূপ ঘোষ সোমবার জানান, কর্তব্যরত অবস্থায় ওই চিকিৎসক মদ খেয়েছিলেন কি না, তা জানতে ইতিমধ্যেই তাঁর রক্ত ও মূত্র সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা শ্যামাপ্রসাদ বসাক বলেন, “মদ খেয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা করা আইন অনুযায়ী অপরাধ। ওই চিকিৎসক সরকারি বিধি ভেঙেছেন। রোগীদের বক্তব্যকে গুরুত্ব দিয়েই স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে ওই চিকিৎসকের বিরুদ্ধে পাটুলি থানায় এফআইআর করা হয়েছে।”
যদিও পুলিশের বক্তব্য, স্বাস্থ্য দফতর আদৌ কোনও এফআইআর করেনি। থানায় যেটি জমা দেওয়া হয়েছে, সেটি শুধুই একটি অভিযোগ। ডিসি (এসএসডি) বিশ্বরূপবাবু বলেন, “হাসপাতালের সুপারের একটি অভিযোগপত্র পেয়েছি। তাতে কিছু মানুষের মৌখিক অভিযোগের কথা আছে। তার ভিত্তিতে কোনও আইনগত ব্যবস্থা নেওয়া যায় না। সব কিছুই নির্ভর করবে মেডিক্যাল পরীক্ষার রিপোর্টের উপরে।” পুলিশে অভিযোগ দায়ের করার পাশাপাশি স্বাস্থ্য দফতর ওই চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করেছে। স্বাস্থ্য অধিকর্তা বলেন, “হাসপাতাল প্রশাসনের উপ-স্বাস্থ্য অধিকর্তা বিশ্বরঞ্জন শতপথী ওই ঘটনার তদন্ত শুরু করেছেন। মঙ্গলবার তাঁর রিপোর্ট পাওয়া যাবে।” |
|
|
|
|
|