|
|
|
|
ইডেনের উইকেট নিয়ে সিএবি-কে হুঁশিয়ারি বোর্ডের |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ফিরোজ শাহ কোটলার বাইশ গজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে যখন দ্বিতীয় দিনেই টিম ধোনি অস্বস্তিতে, তখন ইডেনের পিচ নিয়ে আগাম হুঁশিয়ারি চলে এল ভারতীয় বোর্ডের। সোমবার ঈদের দিন বোর্ডের তরফ থেকে সিএবিকে জানিয়ে দেওয়া হল, টেস্টের উইকেটে ঘাস যেন না থাকে। অলিখিত বার্তা হল, পিচ যেন টিম ম্যানেজমেন্টের পছন্দ হয়। যেখানে ঘরের মাঠে খেলার সুবিধাটা সুদে-আসলে কাজে লাগানো যাবে।
হালফিলে ইডেনের উইকেটকে ঘিরে কম বিতর্ক হয়নি। ইংল্যান্ডের বিরুদ্ধে অক্টোবরের শেষ সপ্তাহে ইডেনে হয়ে যাওয়া ওয়ান ডে এবং টি-টোয়েন্টি, দুটো ক্ষেত্রেই তীব্র সমালোচনার মুখে পড়েছে ইডেনের উইকেট। ধোনি নিজেও প্রকাশ্যে পিচের সমালোচনা করেছিলেন। এই পরিস্থিতিতে টেস্টের আগে আসা সতর্কবার্তা তাৎপর্যপূর্ণ।
আগামী ১৪ নভেম্বর থেকে ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্ট। ওয়ান ডে বা টি-টোয়েন্টির উইকেট নয়, টেস্টের জন্য বাছা হয়েছে অন্য পিচকে। যে পিচে বাংলা-গুজরাত রঞ্জি ম্যাচ হয়ে গেল, সেটাও বাছা হয়নি। একেবারে আনকোরা। এ দিন দুপুর থেকে বোর্ডের শীর্ষস্থানীয় কর্তার ফোনে হঠাৎই ব্যস্ততা বাড়ে সিএবি-তে। তড়িঘড়ি প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া ডেকে পাঠান যুগ্মসচিব বিশ্বরূপ দে এবং কিউরেটর প্রবীর মুখোপাধ্যায়কে। প্রবীরবাবুকে পরিষ্কার বার্তা দেওয়া হয়, ওয়ান ডে-র মতো টেস্টের উইকেট নিয়ে কোনও বিতর্ক বাঞ্ছনীয় নয়। প্রবীরবাবু প্রেসিডেন্টের সামনে যুক্তি দেন, তাঁর জমানায় তিনি যে এগারোটি টেস্টের উইকেট তৈরির দায়িত্বে ছিলেন, তার মধ্যে দশটি টেস্টে ফলাফল হয়েছে। সব ক’টি টেস্টই গড়িয়েছে পাঁচ দিনে। প্রবীরবাবু যা-ই বলুন, পিচ নিয়ে যে সিএবি কর্তারা চাপে, তা হঠাৎ বৈঠক থেকেই পরিষ্কার। সরকারি ভাবে জগমোহন ডালমিয়া অবশ্য এই নিয়ে কথা বলতে চাননি। বলেন, “রুটিন বৈঠক।” এ দিকে, আগামী বুধবার থেকে টেস্টের টিকিট বিক্রি শুরু হচ্ছে। |
|
|
|
|
|