উদ্যোগটাকে ওঁরা বলছেন, জাতীয় মোটর স্পোর্টসের সঙ্গে নতুন করে উত্তরবঙ্গের পরিচয় করানো। সেটা করতেই আগামী বৃহস্পতিবার শিলিগুড়ি থেকে শুরু হচ্ছে চারশো কিলোমিটার ব্যাপী গাড়ির র্যালি ‘ভোদাফোন ইস্টার্ন মাউন্টেন সাফারি ২০১১’। শুধু মাত্র উত্তরবঙ্গের পাহাড়-প্রকৃতির মধ্য দিয়ে জাতীয় পর্যায়ের র্যালি নাকি এই প্রথম, বলছিলেন উদ্যোক্তা রামকৃষ্ণ রেস পারফরম্যান্স ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড-এর ডিরেক্টর অমিত্রজিৎ ঘোষ। তাঁর কথায়, “হিমালয়ে র্যালি সবাই উপভোগ করে। তাই আমরা ভাবলাম উত্তরবঙ্গই বা কম যায় কীসে?” দু’দিন ধরে দু’লেগ-এ ভাগ করা র্যালি শিলিগুড়ির মৈনাক লজ থেকে শুরু হয়ে শেষ হবে সেখানেই। দেশের বিভিন্ন প্রান্তের পঁচিশটি টিমের মধ্যে এই প্রথম থাকছে ভারতীয় সেনা বাহিনী। দল পাঠাচ্ছে টাটা মোটরসও। সেই দলের সোহম হাজরা বলছিলেন, “দারুণ চ্যালেঞ্জিং হবে। ওখানে শুনছি বৃষ্টি পড়ছে। কোনও কোনও জায়গায় রাস্তা বলতে প্রায় কিছু নেই, শুধু নাকি ঘোড়া চলার উপযুক্ত।” সোহমরা অবশ্য র্যালি শুরুর এক মিনিট আগে আসল রুট হাতে পাবেন। রাস্তা খারাপ বলেই সর্বোচ্চ গতি বেঁধে দেওয়া হয়েছে। সোহম মনে করছেন ১১০-১১৫ কিলোমিটার প্রতি ঘণ্টার থেকে বেশি গতি কোথাও তোলা যাবে না। সোমদেব চন্দ, সচিন সিংহ, কার্তিক মূর্তি, রাজ সিংহ রাঠৌর, আশিস বুধিয়ার মতো র্যালি সার্কিটের বড় নামরা থাকছেন। বিজয়ী পাবেন ৫ লাখ টাকা।
|
কাঁথিতে যোগাসন প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
তিন দিন ব্যাপী ৫৭তম রাজ্য স্কুল যোগাসন প্রতিযোগিতা হয়ে গেল কাঁথি প্রভাতকুমার কলেজে। পূর্ব মেদিনীপুর জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার পরিচালনায়, জেলা পরিষদ এবং কাঁথি পুরসভার ব্যবস্থাপনায় গত শনিবার প্রযোগিতার উদ্বোধন করেন জেলা সভাধিপতি গাঁধী হাজরা। সভাধিপতি বলেন, “ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক উন্নতি সাধনের জন্যই এই আয়োজন।” অনুষ্ঠানে জেলাশাসক রাজীবকুমার, বিধায়ক দিব্যেন্দু অধিকারী, সহ-সভাধিপতি মামুদ হোসেন, জেলা শারীরশিক্ষা আধিকারিক স্বপ্না বসু, কানাইলাল বেরা উপস্থিত ছিলেন। অনূর্ধ্ব ১৯ বালক ও বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয় অমিতাভ শীট (পশ্চিম মেদিনীপুর) ও অনন্যা বেরা (পূর্ব মেদিনীপুর)। অনূর্ধ্ব ১৭ বালক বিভাগে অরূপ সাহা (নদিয়া), বালিকা বিভাগে সৌমী ঘোষ (বর্ধমান), অনূর্ধ্ব ১৪ বালক বিভাগে দেবব্রত ঘোষ (হাওড়া), বালিকা বিভাগে রিম্পা কামারু (দক্ষিণ ২৪ পরগনা) এবং অনূর্ধ্ব ১২ বালক বিভাগে অপ্রতিম রায় (বর্ধমান) ও বালিকা বিভাগে প্রিয়াঙ্কা দাস চ্যাম্পিয়ন হয়েছে। প্রতিযোগিতায় রাজ্যের ১৫টি জেলা থেকে মোট ৪৭০ জন প্রতিযোগী যোগ দিয়েছিল।
|
উত্তরবঙ্গ রাজ্য টিটিতে ছেলেদের সাবজুনিয়র বিভাগে ফাইনালে উঠেছে সোলাঙ্ক চক্রবর্তী এবং শুভদীপ ঘোষ। ফাইনালে ক্যাডেট বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করবে আকাশ নাথ এবং জিদান কুমার গগৈ। নার্সারি বিভাগে ফাইনালে উঠেছে সম্রাট চক্রবর্তী এবং বিপ্লব সরকার। হোপ বিভাগে কৌশিক ছেত্রী ফাইনালে মুখোমুখি হবে অভীক সাহার। ডাবলসের ফাইনালে পুরুষদের বিভাগে অভিজিৎ নন্দী-অনির্বাণ দে জুটির সঙ্গে খেলবে অভীক দাস-অর্ণব অধিকারী জুটি। জুনিয়র বিভাগে ডাবলসে ছেলেদের বিভাগে ফাইনালে উঠেছে রাজীব সরকার-শুভম বসাক জুটি এবং প্রসেনজিৎ সরকার-সায়ন্তন দাশগুপ্ত জুটি। মেয়েদের ওই বিভাগে ফাইনালে মুখোমুখি হবে ঈশ্বর্য দেব-অনুষ্কা দত্ত এবং সাগরিকা মুখোপাধ্যায়-রক্তিমা পাল। মেয়েদের সাব জুনিয়র ডাবলসে সাগরিকা-অঙ্কিতা দাস জুটি ফাইনাল খেলবে ঈশনি হাজরা-প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে। ছেলেদের ওই বিভাগে ডাবলসে ফাইনাল উঠেছে জিদান কুমার গগৈ-চাণক্যমণি গগৈ জুটি এবং আকাশ নাথ এবং শুভদীপ ঘোষ জুটি। আজ, মঙ্গলবার শিলিগুড়ি ইন্ডোরে ফাইনাল খেলাগুলি হবে।
|
স্পট-ফিক্সিং কেলেঙ্কারিতে পাকিস্তান ক্রিকেটের অন্দরমহল ক্ষতবিক্ষত হলেও মাঠে কিন্তু দুর্ধর্ষ খেলছে তারা। ২০১০-এ লর্ডসগেট-এর পর থেকে টেস্ট সিরিজে পাকিস্তান এখনও অপরাজিত। এ দিনও মিসবা-উল-হকের দল তৃতীয় টেস্ট ড্র রেখে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১-০ সিরিজ জিতল। এ বছর পাকিস্তান মোট ১০টি টেস্ট খেলে ৪টি জিতেছে। হার একটি। ৫টি ড্র। বৃষ্টিতে মাত্র ঘণ্টা তিনেক খেলা হওয়া সত্ত্বেও শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস ১৮১-৬ ডিক্লেয়ার করে জেতার আপ্রাণ চেষ্টা চালিয়েছিল। পাকিস্তান ২৫৫ রানের টার্গেটের সামনে ৮৭-৪ করার পরে মন্দ আলোয় আম্পায়াররা ম্যাচ শেষ করে দেন।
|
নির্বাসন-কবলিত ওয়েন রুনিকে ইউরো কাপের গ্রুপ লিগে পাওয়া যাবে না বুঝে দলে তাঁর বিকল্পকে ‘সেট’ করার কাজ শুরু করে দিয়েছেন ইংল্যান্ড কোচ ফাবিও কাপেলো। বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের বিরুদ্ধে আগামী শনিবার আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচের জন্য রুনিকে বাদ দিয়েই দল গড়লেন কাপেলো। ১৫ নভেম্বর ওয়েম্বলিতে সুইডেনের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচেও রুনি নেই ইংল্যান্ড দলে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মহাতারকাকে বাদ দেওয়ার পাশাপাশি ইংল্যান্ড কোচ ২৫ জনের জাতীয় দলে প্রথম বার ডেকেছেন এভার্টন মিডফিল্ডার রডওয়েল ও চেলসি-র ফরোয়ার্ড স্টারিজ-কে। রুনির বদলে স্পেন ও সুইডেন ম্যাচে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন ল্যাম্পার্ড। বিতর্কিত জন টেরি দলে আছেন। কাপেলো বলেছেন, “রুনির সঙ্গে কথা বলেছি। বাদ পড়ার ব্যাপারটা রুনি বুঝেছে। রুনির পজিশনে আমি কয়েক জন ফরোয়ার্ডকে দেখে নিতে চাইছি এই ম্যাচগুলোয়। স্পেনের বিরুদ্ধে কঠিন ম্যাচে খেলিয়ে কয়েক জন ফুটবলারের সত্যিকারের দক্ষতা আমি বুঝে নিতে চাই।” কাপেলোর ইচ্ছাপূরণ হতেই পারে, কারণ বিশ্বসেরা স্পেন পুরো শক্তির দল ঘোষণা করেছে। |