‘পরিবর্তনের’ বইমেলায় এ বার হচ্ছে ‘সক্রিয় পরামর্শ পরিষদ’
বার ‘সক্রিয় পরামর্শ পরিষদ’ গঠন করে আগামী বছরের কলকাতা বইমেলায় এক ‘অর্থবহ’ মাত্রা যোগ করল ‘পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘অনুমতিক্রমে’ এই পরিষদ গড়া হয়েছে বলে জানিয়েছেন গিল্ড-কর্তৃপক্ষ। পরিষদে যাঁদের নেওয়া হয়েছে, তাঁদের বেশির ভাগই বর্তমান সরকারের কোনও না কোনও কমিটিতে আছেন। এত দিন বইমেলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য রাজ্যের শিল্পী-সাহিত্যিকদের নিয়ে একটি উপদেষ্টা কমিটি ছিল। সেই পুরনো কমিটিও অবশ্য বহাল থাকছে।
তা হলে নতুন পরামর্শ পরিষদ কেন? কেনই বা তার সঙ্গে ‘সক্রিয়’ অভিধা যুক্ত হল? আগের উপদেষ্টারা কি নিষ্ক্রিয় ছিলেন? এ সব প্রশ্নের কোনও সদুত্তর অবশ্য গিল্ডের সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়ের কাছে মেলেনি। তিনি শুধু বলেন, “নতুন কমিটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিক্রমে তৈরি হয়েছে। এঁরা মাঠে নেমে আমাদের পরামর্শ দেবেন, কাজ করবেন। সেই জন্যই আমরা বলছি সক্রিয়।” আগের কমিটির ভূমিকা তা হলে কী হবে? ত্রিদিববাবু বলেন, “আগের কমিটি যেমন আছে, তেমনই থাকবে। তাঁদের কাছ থেকে আমরা বিভিন্ন পরামর্শ নিয়ে থাকি।” তাঁর আরও সংযোজন, “মিলন মেলার মাঠে বইমেলাকে নতুন করে সাজিয়ে তুলতে শিল্পী যোগেন চৌধুরীর কাছ থেকে আমরা মূল্যবান পরামর্শ পেয়েছি।”
গিল্ডের সহকারী সম্পাদক সুধাংশুশেখর দে জানিয়েছেন, নতুন পরিকল্পনা অনুযায়ী এ বার মেলা-প্রাঙ্গণে অলিগলি ঘুরে বইপ্রেমীদের স্টলের সন্ধান করতে হবে না। এ ছাড়া, স্টল খুঁজে দেওয়ার ঝক্কি সামলাতে মেলায় থাকবেন প্রচুর স্বেচ্ছাসেবীও। নতুন পরিকল্পনা কার্যকর করতে গিয়ে অবশ্য ছোট-বড় মিলিয়ে প্রায় একশো প্রকাশক ও বই-বিক্রেতাকে স্টল দেওয়া যাবে না। অথচ, এ বছর স্টলের জন্য আবেদনকারীর সংখ্যা ১২০০ ছাড়িয়ে গিয়েছে। এ বছর ৫৫০ জন আবেদনকারীকে স্টল দেওয়া যাবে বলে জানান সুধাংশুবাবু।
আদালতের নির্দেশে ময়দান থেকে বইমেলা সরে যাওয়ার পরে মিলন মেলা প্রাঙ্গণে দু’বছর বইমেলা হয়েছে। ত্রিদিববাবু জানান, গত দু’বছরের তুলনায় মিলন মেলা প্রাঙ্গণে এ বার আরও কিছু সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হয়েছে। গত বছরের মতো এ বারও বইমেলায় ঢোকার কোনও প্রবেশমূল্য থাকছে না। বাড়ছে না স্টলের ভাড়াও।
গিল্ড-কর্তারা জানান, ‘এডিনবরা লিটারারি ফেস্টিভ্যাল’ বা ‘জয়পুর লিটারেচার ফেস্টিভ্যাল’-এর ধাঁচে কলকাতা বইমেলা উপলক্ষে আয়োজন করা হবে ‘কলকাতা সাহিত্য উৎসব’। ছ’দিনের ওই উৎসবে দেশ-বিদেশের কবি, সাহিত্যিক, গায়ক, শিল্পী এবং চলচ্চিত্র জগতের বিশিষ্ট ব্যক্তিরা যোগ দেবেন বলে জানিয়েছেন ত্রিদিববাবু।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.