উত্তর-দক্ষিণ ২৪ পরগনা |
তিন ছাত্রীকে কটূক্তি মদ্যপদের, মদের দোকানে ভাঙচুর, আগুন |
|
নিজস্ব সংবাদদাতা, অশোকনগর: ছাত্রীদের কটূক্তি করেছিল দুই মদ্যপ যুবক। দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে তারা ধাক্কা মেরে ফেলে দেয় পুকুরে। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে উত্তেজনা ছড়াল অশোকনগরের ভুরকুণ্ডা পঞ্চায়েতের হিজলিয়া গ্রামে। স্থানীয় একটি মদের দোকানে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় জনতা। মারধর করা হয় দোকান মালিককে। দমকল-পুলিশ গিয়েও সুবিধা করতে পারেনি। দীর্ঘ ক্ষণ অবরোধ করা হয় হাবরা-নৈহাটি সড়ক। |
|
নিজস্ব সংবাদদাতা, জগদ্দল:
লণ্ডভণ্ড ঘর থেকে এক গৃহবধূর ক্ষতবিক্ষত মৃতদেহ ও গুরুতর জখম এক শিশুর দেহ উদ্ধারকে কেন্দ্র করে মঙ্গলবার চাঞ্চল্য দেখা দেয় উত্তর ২৪ পরগনার জগজ্জলে। এ দিন দুপুর ২টো নাগাদ পবন গুপ্ত বাড়ি ফিরে দেখেন লণ্ডভণ্ড হয়ে রয়েছে ঘর। ভিতরে পড়ে রয়েছে স্ত্রী অর্চনা (৩২) ও ছেলে হর্ষর ক্ষতবিক্ষত দেহ। দু’জনেরই হাত-পা বাঁধা ছিল। কাছে গিয়ে কিনি দেখেন অর্চনা মারা গিয়েছেন। অজ্ঞান অবস্থায় হর্ষকে ভাটপানা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। সেখানে বিকেল ৫টা নাগাদ হর্ষ মারা যায়। |
জগদ্দলে গৃহবধূর
রক্তাক্ত মৃতদেহ উদ্ধার,
আটক স্বামী |
|
মাকে বাঁচাতে গিয়ে খুন বাবাকে |
টুকরো খবর |
|
হাওড়া-হুগলি |
কৃষি সমবায়ের
বিরুদ্ধে সার নিয়ে
কালোবাজারির অভিযোগ
|
নিজস্ব সংবাদদাতা, তারকেশ্বর: রাজ্য সরকারের হুঁশিয়ারি সত্ত্বেও সারের কালোবাজারি নিয়ে শোরগোল অব্যাহত হুগলি জেলায়। প্রায়ই এ নিয়ে বিক্ষোভ, আন্দোলন চলছে বিভিন্ন জায়গায়। মঙ্গলবার তারকেশ্বরের কুলতেঘরী-কেটেরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির সামনে সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ দেখান চাষিরা। কৃষি দফতর এবং প্রশাসনের বিভিন্ন দফতরে ওই সমবায়ের বিরুদ্ধে ‘নিয়ম বহির্ভূত’ ভাবে সারের বস্তা-পিছু অতিরিক্ত দাম নেওয়ার লিখিত অভিযোগ জানান চাষিরা। |
|
পীযূষ নন্দী, কলকাতা: কাজ চাইলে কাজ দিতে হবে পনেরো দিনের মধ্যে। না হলে দিতে হবে বেকার ভাতা একশো দিনের কাজের এই মূল শর্তটিই গ্রামের মানুষের কাছে পৌঁছয়নি বলে অভিযোগ হুগলিতে। বিভিন্ন পঞ্চায়েত থেকেও সে জানানো হয়েছে সে কথা। প্রকল্প রূপায়ণে আরও কিছু সমস্যার কথা উঠে এসেছে পঞ্চায়েত প্রধানদের কথায়। ব্লক স্তরের সরকারি আধিকারিকদের বক্তব্য, প্রকল্পটির স্বার্থক রূপায়ণের জন্য জেলা ও রাজ্য স্তর থেকে এ ব্যাপারে আরও প্রচার চালানো দরকার। |
কাজ চেয়ে না পেলে
বেকার ভাতা মেলে,
জানেন না অনেকে |
|
জেলাস্তরে কাজের সমন্বয়ে
কমিটি গড়ার নির্দেশ মানসের |
|
|
|
আলমারি তুলে
পালাল দুষ্কৃতীরা |
|
বিধানসভার এক্তিয়ারে
হাত, অভিযোগ টাটার |
|
টুকরো খবর |
চিত্র সংবাদ |
|
|